উবুন্টু ১২.০৪ রিলিজ পার্টি, ঢাকা, বাংলাদেশ

আগামী ২৬শে এপ্রিল ২০১২ইং উবুন্টুর পরবর্তী এলটিএস (লং টার্ম সাপোর্ট) সংস্করণ ১২.০৪ প্রিসাইস প্যাঙ্গোলিন রিলিজ হতে যাচ্ছে। এবারের উবুন্টু'র এই ১২.০৪ সংস্করণটি অন্যান্য সংস্করণ থেকে বিশেষভাবে আলাদা। কারন এবার থেকে প্রতিটি এলটিএস সংস্করণের সাথে থাকছে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত হালনাগাদকরণ সেবা, যা পূর্বে ৫ বছর মেয়াদী ছিলো। আরো নতুন নতুন সুবিধাজনক বৈশিষ্ট্যাবলী তো থাকছেই।

উবুন্টু'র প্রতিটি সংস্করণ রিলিজ হবার পরপরই বিশ্বের প্রায় প্রতিটি উবুন্টু লোকো (লোকাল কমিউনিটি == স্থানীয় ব্যবহারকারী, ডেভেলপার, অনুবাদকগন) উবুন্টুর এই রিলিজকে কিঞ্চিৎ আনন্দ আয়োজনের মাধ্যমে পালন করে থাকে। যার নাম -- "উবুন্টু রিলিজ পার্টি"। এটি একটি গ্লোবাল ইভেন্ট অর্থাৎ এটি সারা বিশ্বে একযোগে পালন করা হয়ে থাকে। তাই এই নতুন সংস্করণ রিলিজ হবার পর আমরাও বিশ্ববাসী সকলের সাথে এই আনন্দ উৎসবে মেতে উঠার আকাঙ্খা করছি।

ইনশাল্লাহ আগামী ৪ঠা মে ২০১২ ইং রোজ শুক্রবার, আমরা বাংলাদেশের উবুন্টু প্রেমীরাও, "উবুন্টু ১২.০৪" এর রিলিজ পার্টি আয়োজন করবো।

আয়োজনের বিস্তারিত

তারিখ: ৪ঠা মে ২০১২ ইং, শুক্রবার।
স্থান: ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মেলন কক্ষ/ ফ্রেপড (FREPD) মিলনায়তন, পলাশী, ঢাকা।
সময়: বিকাল ৪:০০ থেকে সন্ধ্যা ৬:৩০।

=====

কি কি থাকছে আয়োজনে

  • GNU/Linux, ওপেন সোর্স এবং উবুন্টু নিয়ে কথা।
  • কেন আমরা ঘরের খেয়ে বনের মোষ তাড়াই;
  • উবুন্টু ১২.০৪ এর নতুন বৈশিষ্ট্যাবলী নিয়ে কিছু আলোচনা এবং উপস্থাপনা;
  • উবুন্টু'র গ্লোবাল কমিউনিটিতে বাংলাদেশ হতে কিভাবে যোগ দেওয়া যায় তা নিয়ে আলোচনা;
  • উবুন্টু ১২.০৪ এর মূল/সংকলিত সংস্করনের ডিভিডি অথবা আইএসও (সিডি/ডিভিডির জন্য অনলাইনে নিবন্ধন করা বাধ্যতামূলক)
  • পার্টি কেক (আয়োজনে অংশগ্রহনকারীদের সবাই যদি সহযোগীতার হাত বাড়িয়ে দেন)
  • কিছু পানীয় (আয়োজনে অংশগ্রহনকারীদের সবাই যদি সহযোগীতার হাত বাড়িয়ে দেন)

=====

বাংলাদেশে ওপেন সোর্স এবং জিএনইউ/লিনাক্সের প্রসারের লক্ষ্যে দেশের সকল ওপেন সোর্স এবং লিনাক্সপ্রেমীদেরকে এই আয়োজনে সপরিবারে এবং সবান্ধবে অংশগ্রহন করার জন্য অনুরোধ করছি।

লক্ষ্যনীয়: বিশ্বের প্রায় সকল ওপেন সোর্স প্রজেক্ট আমাদের মতোন মানুষদের সার্বিক সহযোগিতার (শ্রম, অর্থ আর মেধা) মাধ্যমেই তৈরী। GNU/Linux এর সকল ডিস্ট্রো তথা "উবুন্টু"ও এর ব্যতিক্রম নয়। তাই এই আয়োজনের সকল খরচ আপনাকে, আমাকে সকলকে সম্মিলিতভাবেই বহন করতে হবে। আয়োজন নিয়ে আপনাদের যে কোন পরামর্শ এই পোষ্টের উত্তরে আমাদের জানান।

আশিকুর রহমান নূর (আশিকুর_নূর)
প্রধান সমন্বয়ক,
উবুন্টু ১২.০৪ রিলিজ পার্টি উদযাপন পরিষদ
স্বেচ্ছাসেবক, এফওএসএস বাংলাদেশ
সদস্য, উবুন্টু বাংলাদেশ লোকো
এবং
মোজিলা প্রতিনিধি (aka ReMo)

যোগাযোগ:
শরীফ আহম্মেদ
স্বেচ্ছাসেবক ,
উবুন্টু ১২.০৪ রিলিজ পার্টি উদযাপন পরিষদ
স্বেচ্ছাসেবক, এফওএসএস বাংলাদেশ
মুঠোফোন: +৮৮০১৯২২৮০২৭২৪
বি.দ্র :রিলিজ পার্টি জনিত যে কোনো প্রকার তথ্য ও  সাহায্যের জন্য ফোনে অথবা ই-মেইলে যেগাযোগ করতে পারেন ।

সুত্র- http://forum.linuxdesh.org/thread-1059.html

Level 0

আমি sa.mollick। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মেলন কক্ষ/ ফ্রেপড (FREPD) মিলনায়তন, পলাশী, ঢাকা।

আমি ঠিক চিনি না …ভাই কেউ কি একটু সাহায্য করবেন ঠিকানা কিভাবে যেতে হবে ..আমার বাসা tongi তে ,,,,সিডি নিতে কোন টাকা লাগবে না কি????? …….

আসার আশা আছে 🙂

KAZI MD SAIDUL ভাই এখানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মেলন কক্ষ/ ফ্রেপড (FREPD) মিলনায়তন, পলাশী, ঢাকা। এইখানে ২টা যায়গার কথা উল্লেখ করা আছে এর যে কোনো একটিতে হবে তা পরে জানিয়ে দেয়া হবে আর ২টা নামেই ক্লিক করলে গুগল ম্যাপ আসবে আশাকরি চিনতে কোনো সমস্যা হবে না আর একান্তই চিনতে না পারলে আমার সাথে যোগাযোগ কইরেন মোবাইল- ০১৯২২৮০২৭২৪/০১৬৭৪৮৫৫০৪৯। আর হ্যা আপনি কোনো সিডি/ডিভিডি নিতে চাইলে আপনাকে সুধু মাত্র এর খরচটা দিতে হবে তার জন্য নিবন্ধন ফম আছে পূরন করেন ।

তানভির রেহমান ভাই আশাকরি চলে আসবেন সবার সাথে দেখা হবে ভালো লাগবে ।

amar laptop e ami windows vista use kori.. ami ki windows er sathe ubuntu use korte parbo?

অবস্যই পারবেন ৪ তারিখে রিলিজ পার্টিতে নিয়ে আইসেন সেখানে সাপোট দেওয়ার জন্য আমরা আছি আর আপনি চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন আমার সাথে ।

ঢাকায় নাই নইলে আসতাম অবশ্যই।

Level 0

ভাই, দয়া করে সিডি বা ডিভিডি’র তাড়াতাড়ি বলেন ভাই। ধন্যবাদ।

Level 0

দাম কত?

এইখানে আমরা সুধু খরচ নিয়ে খাকি একটি সিলভার ডিষ্ক ডি ভি ডি ৫০/=

Level 0

নিবন্ধন ফম আছে পূরন করার কথা বললেন কিন্তু form কই??????????

নিবন্ধন লেখার উপর ক্লিক করলেই পাবেন
লিংক-https://docs.google.com/spreadsheet/viewform?formkey=dFF3VFlYZWxWaWplb01Jc1VCSzRQZmc6MQ

জনগনের মতামতের ভিত্তিতে আয়োজনস্থল পরিবর্তন করা হয়েছে।

নির্ধারিত আয়োজনস্থল: টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের খুজে না পেলে ফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে;

Level 0

ভাই আমার একটা সিডি লাগবে, কিভাবে পেতে পারি জানালে খুশি হব, আমি নারায়াগঞ্জ এ থাকি।। দয়াকরে জানাবেন… বাংলালায়ন কি এটা তে চালানো যাবে?

    @desi chele: ০১৯২২৮০২৭২৪ আমার নাম্বার ফোন দেন