লিনাক্স ইনস্টলের অনেক টিউটরিয়াল ওয়েবে আছে। কিন্তু আমার মনে হয়েছে নতুনদের জন্য এই টিউটোরিয়ালগুলো বেশ কঠিন। তাই উইন্ডোজের পাশাপাশি (Dual Boot) লিনাক্স মিন্ট ইনস্টল করার খুবই সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি।
লিনাক্স মিন্ট ১২ - এর লাইভ ডিভিডি সংগ্রহ করুন। (অভিজ্ঞ হলে ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারেন বা ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ থেকে মাত্র ৫০ টাকায় এটি সংগ্রহ করতে পারেন।
C: ড্রাইভ বাদে উইন্ডোজের যেকোন একটি ড্রাইভে আমরা লিনাক্স মিন্ট লোড করবো।
মনে করি, E: ড্রাইভে আমরা লিনাক্স মিন্ট লোড করবো। E: ড্রাইভে কোন প্রয়োজনীয় ফাইল থাকলে তা সরিয়ে নিন।
লিনাক্স মিন্টের ডিভিডি ঢুকিয়ে পিসি রির্স্টাট করুন। বায়োসে ঢুকে আপনার CD/DVD-কে 1st Boot Drive করে নিন। এখন আপনি নিচের মত স্ক্রিন দেখতে পারবেন।
এন্টার চাপলে এরকম স্কিন আসবে।
আবার এন্টার চাপুন। কিছুক্ষণের মধ্যে লিনাক্স মিন্ট লাইভ চালু হবে। Install Linux Mint-এ ডাবল ক্লিক করে ইনস্টল শুরু করে দিন।
Continue বাটনে ক্লিক করুন।
আবার Continue বাটনে ক্লিক করুন।
Something else সিলেক্ট করে Continue বাটনে ক্লিক করুন। এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ন, কারন Replace Microsoft windows সিলেক্ট করে Continue করলে আপনার উইন্ডোজ মুছে যাবে।
এখন আপনি একটি লিস্ট দেখতে পাবেন যেখানে আপনার হার্ড ড্রাইভের পার্টিশনগুলোর তালিকা থাকবে। এখানে উইন্ডোজের মত C: বা D: ড্রাইভ দেখতে পাবেন না। ছবিতে দেখুন, /Dev/Sda6 -এটিই আপনার E: ড্রাইভ। ড্রাইভের সাইজ দেখে বা পর্যায়ক্রমে অবস্থান দেখে বুঝে নিতে হবে কোনটি কোন ড্রাইভ। জটিলতা এড়াতে উইন্ডোজের শেষ ড্রাইভটি লিনাক্স মিন্টের জন্য বরাদ্দ রাখুন।
/Dev/Sda6 সিলেক্ট করে Delete চাপুন। একটি Free Space পাবেন। এবার Add-এ ক্লিক করুন।
নিউ পার্টিশনে লিখুন 2024 এবং নিচে swap area সিলেক্ট করে Ok করুন।
লক্ষ্য করুন, Free space কমে গিয়ে swap নামে একটি ড্রাইভ তৈরি হয়েছে। মূলত আপনার Ram-কে সাপোর্ট দেয়ার জন্যই এই ড্রাইভটি তৈরি করা হয়।
এবার Free space সিলেক্ট করে আবার Add এ ক্লিক করুন।
Ext4 সিলেক্ট করে Mount point-এ / দিন এবং OK করুন।
এবার Install Now-এ ক্লিক করুন।
ম্যাপ থেকে বাংলাদেশ ক্লিক করে করে Continue চাপুন।
English (US) সিলেক্ট করে আবার Continue চাপুন।
আপনার নাম, কম্পিউটারের নাম, ইউজার নেইম ও পাসওয়ার্ড টাইপ করে Continue চাপুন।
Continue চাপুন।
ইনস্টল শেষ হওয়ার জন্য কিছুক্ষন অপেক্ষা করুন।
ইনস্টল শেষে Restart Now-এ ক্লিক করুন।
এরকম স্কিন আসলে ডিভিডি বের করে এন্টার চাপুন। পিসি রির্ষ্টাট হবে। আপনার পিসিতে লিনাক্স মিন্ট ইনস্টল সম্পন্ন হল।
পিসি রিস্টার্ট হয়ে এরকম স্কিন আসবে।
এন্টার চেপে লিনাক্স মিন্টে প্রবেশ করুন। (লিনাক্স মিন্ট ইনস্টলের পর ১ম বার অবশ্যই লিনাক্স মিন্টে প্রবেশ করবেন)
পাসওয়ার্ড টাইপ করে এন্টার চাপুন।
উইন্ডোজের মূল সমস্যাগুলো সমাধানের উপায় নিয়ে আমি একটি পোস্ট দিয়েছিলাম। মূলত সেই পোস্টটির ১ম অংশ কপি করে এই টিউনটি তৈরী করা হয়েছ। এই লেখাটির PDF ডাউনলোড করে নিতে পারেন।
আমি সোহেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Graphic Designer
আপনার আগের টিউনটি ও দেখলাম অনেক কষ্ট করে লিখেছেন, টিউনটি করার জন্য ধন্যবাদ । উইন্ডোজের সফটওয়্যার গুলি কি লিনাক্সে চলবে ?