লিনাক্সে গ্রাফিক্যাল বাংলালায়ন ওয়াইমাক্স মডেম!

রয়েল বেঙ্গল ওয়াইম্যাক্স পরিচিতি

রয়েল বেঙ্গল ওয়াইম্যাক্স প্রজেক্টের আওতায় বাংলাদেশে চালু সকল ওয়াইম্যাক্স অপারেটরের ইউএসবি মডেমকে লিনাক্সে সহজে ব্যবহারের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। এজন্য একটি গ্রাফিক্যাল ইণ্টারফেস, কন্ট্রোলার, লাইব্রেরি, সার্টিফিকেট ও কনফিগারেশনসহ প্যাকেজ প্রস্তুত করা হয়েছে। বর্তমানে এর আলফা-১ রিলিজ কেবলমাত্র বাংলালায়নের সঙ্গে কাজ করে।

[ছবি: rbwimax.png]

ইন্সটলেশন

  • প্রথমে এখান থেকে ইন্সটলার ফাইলটি ডাউনলোড করুন।
  • ফাইলটিতে রাইট ক্লিক করে Extract Here এ ক্লিক করুন।
  • একটি নতুন ফোল্ডার তৈরি হবে, যার নাম "royal-bengal-wimax..." এরকম।
  • ওই ফোল্ডারে ঢুকে install.sh ফাইলে ডাবল ক্লিক করুন। এখন Run in Terminal এ ক্লিক করুন।
  • আপনার পাসওয়ার্ড দিন, এন্টার চাপুন। ব্যাস!

কনফিগারেশন

  • Royal Bengal WiMAX চালু করুন। (Unity তে সার্চ করুন, কিংবা মিন্টে মেনুর ইন্টারনেট অংশ থেকে খুঁজে বের করুন)
  • উইন্ডোটির উপরের দিকের Settings ট্যাবে ক্লিক করুন। আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন! কনফিগারেশন সম্পন্ন।

ব্যবহার

  • Royal Bengal WiMAX চালু করুন। (Unity তে সার্চ করুন, কিংবা মিন্টে মেনুর ইন্টারনেট অংশ থেকে খুঁজে বের করুন)
  • Connect বাটনে ক্লিক করে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হোন!

Level 0

আমি অনিরুদ্ধ অধিকারী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুলে ৯ম শ্রেণীর বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত ছাত্র। জীবনের দুইটি ভালোবাসা হল গণিত এবং লিনাক্স।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লিনাক্স ব্যবহার করীদের দারুন উপকার হবে !!

ভাল হৈছে। বাট পাইজিটিকে দিয়া করলা কেন? 😛 কিউট কি দোষ করল?

Level 0

এইটা দিয়ে কি BS ID manually সিলেক্ট করা যাবে?

linux ki?banglalion diya use korle lav ki?

    @ranim-mahfuz: দয়া করে টেকটিউনসের লিনাক্স বিভাগটা দেখুন তাহলে পরিষ্কার হয়ে যাবে। লিনাক্স হচ্ছে একটা কার্নেল, যেটার উপর ভিত্তি করে বিভিন্ন অপারেটিং সিস্টেম গড়ে উঠেছে। অপারেটিং সিস্টমের উদাহরণ হিসাবে আপনি উইন্ডোজ, ম্যাককে ধরতে পারেন। তবে তারা লিনাক্সে তৈরী নয়। লিনাক্সের অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে উবুন্তু, ডেবিয়ান, অপেন সুজে, ফেডোরা, জরিন ইত্যাদি রয়েছে।

    আর লাভ হচ্ছে, ওয়াইম্যাক্স কোম্পানিগুলো সকল ইউএসবি মোডেম উইন্ডোজ এবং ম্যাকের উপযোগি করে বানিয়েছে। ফলে যারা কম্পিউটারে উইন্ডোজ বা ম্যাক ইউজ না করে লিনাক্সের কোন অপারেটিং সিস্টেম চালায় তারা ওয়াইম্যাক্সের ইউএসবি মোডেমগুলো ব্যবহার করতে পারতো না।

ভাই আপনি একটা জিনিস…

    @অরিত্র আহমেদ & মোঃ রাশেদুর রহমান: কথা শুনে মনে হচ্ছে আপনারা মায়ের পেট থেকে এগুলো জেনে এসেছেন। না জানাটাকি একটি স্বাভাবিক ব্যাপার নয়? শুধু শুধু বিব্রত না করে বলে দিলেইতো পারেন।

      @আদনান: আনুগ্রহ পূর্বক আমার লেখা টা ভালো ভাবে দেখেন।আমি কমেন্টস করেছি অনীরুদ্ধ ভাইকে।রহিম মাহফুজ কে নয়।আর এভাবে ব্যাক্তিগত অ্যাটাকের কারন কি?

      @আদনান: আন্তরিক ভাবে দুখিত।আমি আসলে ঐ ভাবে কিছু ব্লতে চাইনি।

Best tech tune award will goes to “rahim-mahfz” for asking this great question.

দারুন কাজ করেছেন আপনারা। অনেক ধন্যবাদ। এখন আর বাংলালায়ন ইউএসবি ছেড়ে কিউবি টাওয়ার ইউজ করি। কিন্তু আমি জানি এটা কতটুকু সুবিধাজনক। বাংলালায়ন ছাড়ার আগের দিনগুলোতে এই গ্রাফিক্যাল cm এর জন্য অনেক অপেক্ষা করেছি। আশাকরি কিছুদিন পর “লিনাক্সে ওয়াইম্যাক্স চলেনা” এমন কথা আর থাকবেনা। কিউবির জন্য ব্যবস্থা করার পর আশা করি অন্য ডিস্ট্রগুলো নিয়ে কাজ করবেন। আর সম্ভব হলে সফটওয়্যার সেন্টারে অ্যাড করার ব্যবস্থা করুন।

Level 0

kub valo laglo.

উ ! মজা পাইলাম…

bro…ata ki 64bit er jonno kaj korba?

আমি উবুন্তু ১১.০৪ setup দিয়াসি আপনার এই পোস্ট দেখে ! কিন্তু Bangla Lion Modem Connect করাতে পারি নি । এখন Run in Terminal এ ক্লিক করুন বলতে কি বুঝিএসেন ? Unity তে সার্চ করে Royal Bengal WiMAX পাসসি না । ছবি সহ যদি একটু টিউন করতেন তাহলে আমার মত নতুন দের উপকার হতো । please help me to solve this problem. I am waiting for your reply. Tnx

ভাই দারুন কাজ করেছেন।তবে আমি কিওবি ব্যবহার করি ।ভাই কিওবি কি কোন অপরাধ করেছে ?

Level 0

আমার পিসি তে কাজকরে না ইউজার নেম পাসওর্যাড দিলে নো ডিভাইস আবার যখন কিসু কয় না কানেক্ট দিলে কাজ হয় না আবার সিস্টেম এর \etc তে wimax.conf তৈরি হয় না কি করুম অনিরুদ্ধ কিন্তু আমার করা এইডা http://forum.projanmo.com/topic32926.html কাজ করতাসে।

Level 0

অনেক দিন পর পেলাম তোমার পোস্ট। ধন্যবাদ কেমন আছে তুমি?

Level 0

আমি কিউবি ব্যবহার করি। দয়া করে কিউবির জন্য কোন ব্যবস্থা করুন।

Level 0

আমি উবন্টু ৮.১০ ব্যবহার করি। royal-bengal-wimax ইনস্টল করার পর এটা খুজে পাচ্ছি না। unity কি এটি কোথায় পাবো আর কিভাবে এটার মাধ্যমে সার্চ করবো? দয়া করে একটু জানাবেন।