আমি আমার কম্পিউটার লাইফের শুরু থেকে উইন্ডোজ ব্যবহার করি।যখন প্রথম লিনাক্সের নাম শুনলাম অবাক হলাম।কি এই জিনিস?কেমন হবে?এই সব সাত সতেরো ভাবছিলাম।পরে নতুন এই জিনিস টেষ্ট করার সাহস হয় নাই। ২০১১ তে এসে এক দিন সাহস করে উবুন্টু ৯.১০ কিনে আনলাম।মনে ভয় ছিলো যে লিনাক্স ইন্সটল দিতে নাকি হার্ড ড্রাইভ এ সমস্যা হয়।অনেক ভয়ে ভয়ে বুট করলাম।গ্রাফিক্যাল ওয়ার্ক দেখে অবাক হলাম।জিনিস তো দেখি খারাপ না ।যাই হোক আল্লাহর নাম নিয়ে দিলাম ইন্সটল।ইন্সটলেশন অপশনে গিয়ে দেখি একটা মজার জিনিস আছে।এটাকে নাকি উইন্ডোজ এর সাথে একটা এ্যাপ্লিকেশন হিসাবে ব্যবহার করা যাবে।আমি তো খুশি হয়ে গেলাম।যাক হার্ড ড্রাইভ পার্টিশন দিতে হবে না।দিলাম উইন্ডোজ এর সাথে এ্যাপ্লিকেশন হিসাবে ইন্সটল।এবং আমি অরীত্র আহমেদ উবুন্টুর প্রেমে পড়ে গেলাম।
ভালো প্রশ্ন।আমার উইন্ডোজ লাইফের সবচেয়ে বিরক্তিকর জিনিস হলো ভাইরাস এবং এর জন্য কখনো টাকা খরচ করে এন্টিভাইরাস এবং কখনো নেট প্যাকেজ খরচ করে এন্টিভাইরাস নামানো। মাঝে মাঝে গোটা উইন্ডোজ রি সেটাপ দেয়া।এবং নোড প্রোগ্রাম গুলো যেগুলো নেট থেকে ষ্ট্রিম ডাউনলোড এর মাধ্যমে সেটাপ দেয়া হয় সেগুলোর হারিয়ে যাওয়া(স্কাইপ,গুগল ক্রোম,ফেসবুক ভিডিও চ্যাট প্লাগিন)।তবে আসেন খুশির খবর শুনি
ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন ১৯৮৬ সালের প্রকাশিত সংজ্ঞা অনুযায়ী
ফ্রি সফটওয়্যার হচ্ছে একটি স্বাধীনতার বিষয়, মূল্যের বিষয় নয়। প্রথমত, সফটওয়্যারটির কপি পুনর্বিতরণ করার স্বাধীনতা, যার মাধ্যমে প্রতিবেশী বা বন্ধুবান্ধবরা এটি ব্যবহার করতে পারবে। দ্বিতীয়ত, প্রোগ্রামটির যেকোনো ধরনের পরিবর্তন করার স্বাধীনতা, যেন সফটওয়্যারটি দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে এটিকে নিয়ন্ত্রণ করা যায়, আর এর জন্য অবশ্যই সোর্স কোডে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।
সেটাপ তো দিলেন।এখন কথা হলো কাজের জন্য তো হাজার টা সফট ওয়্যার দরকার।এতো সফট ওয়্যার খুঁজতে হবে।আপনি হয়তো এতোক্ষন এ গুগল এর হোম পেজ ওপেন ও করে ফেলেছেন।দাঁড়ান দাঁড়ান।এতো কষ্ট করার দরকার নাই।যেহেতু আমি উবুন্টূ নিয়ে কথা বলছি তাই উবুন্টুর আলোকেই সব বলবো।
উবুন্টু আপনাকে দিচ্ছে সিন্যাপ্টিক সফটওয়্যার রিপোজিটরী।যেখানে আপনি ভাবে অসংখ্য সফটওয়্যার।একদম……………ফ্রী।চোখে অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছেন?অবাক হবেন না।
দক্ষিন আফ্রিকার একটি প্রচলিত প্রবাদ উবুন্টু থেকে এর নামকরণ করা হয়েছে। এই শব্দের অর্থ হল “অপরের জন্য মানবতা”।এবং উবুন্টূর নির্মাতা প্রতিষ্টান ক্যানোনিক্যাল এবং ডেভোলপার গ্রুপ উবুন্টূ ফাউন্ডেশন এই উক্তি কে সামনে নিয়ে মাঠে নেমেছিল ২০ অক্টোবর, ২০০৪ এ।
লিনাক্স কারনেল এ তৈরী ডেবিয়ান অপারেটিং সিষ্টেম এর ওপরে তৈরী উবুন্টূ।যদি আজকের বিশ্বের যে কোন কম্পিউটার বিশেষজ্ঞ কে জিজ্ঞেস করেন মাইক্রোসফট এর দূঃসপ্ন কাকে বলা হয়?উবুন্টুর নাম আসবে।
উবুন্টুর প্রতিটা ভার্শন এর একটা নিজস্ব নাম থাকে।বর্তমান ভার্শন ১১.০৪ এর নামে অনেইরিক অসিলট।
আরো আছে।উবুন্টুর প্রতিটা ভার্শন এর জন্য উবুন্টূ ফাউন্ডেশন বাজারে আসার পরের ১৮ মাস ইউজার দের হেল্প সাপোর্ট দেন।
এটি উবুন্টুর একটা অনন্য সৃষ্টী।আপনার কোন ড্রাইভার দরকার নেই।দরকার নেই কোণ মাদারবোর্ড এর সাথে আসা ড্রাইভার ডিস্ক।সাধারন অডিও ড্রাইভার থেকে শুরু করে,ব্লুটুথ,গ্রাফিক্স পর্যন্ত সব আছে উবুন্টুর ভেতরে।চালিয়ে যান।আরো অনেক কিছু আসা বাকিরে ভাই।
উবুন্টু ১১.০৪ এ কি কি আছে সেটা জেনে নিন এক দফাঃ
লিনাক্স কার্নেলঃ ২.৬.৩৪ পাইথনঃ ২.৭.২ গনোম ডেস্কটপ এনভার্মেণ্টঃ ২.৩২.১ ফায়ারফক্সঃ ৪ গিম্পঃ ২.৬.১১
পরের ভার্শন মানে আমার প্রিয় ভার্শন উবুন্টু ১১.১০ এ আছেঃ
লিনাক্স কার্নেলঃ৩.০ পাইথনঃ ২.৭.২ গনোম ডেস্কটপ এনভার্মেণ্টঃ৩.২ ফায়ারফক্সঃ ৭
এটাতে অবশ্য গিম্প আগে থেকে দেয়া নেই।আপনাকে সেটাপ করে নিতে হবে।
জিজ্ঞেস করেন কি নাই?
এবার আমার প্রিয় একটা ফিচার।আপনি চান আপনার কিছু জরূরী ডাটার ব্যাকাপ নিতে।কিন্তু কোন ফাইল শেয়ারে রাখতে চান না।কি করবেন?ডিস্কে নিলে নষ্ট হতে পারে,পেন ড্রাইভ হারিয়ে যেতে পারে।হার্ডডিস্ক ক্রাশ করতে পারে।আছে উবুন্টু ওয়ান।ক্লাউড সার্ভিস।আপনাকে ১ জিবি স্পেস দিবে বিলকুল ফ্রী।পিসি তে বসে একটা এ্যাকাউন্ট খুলুন।ডাটা আপলোড দিন।যদি পিসি অথবা হার্ডড্রাইভ নষ্ট হয়ে যায়,ব্রাউজার থেকে কিংবা অন্য উবুন্টু পিসি থেকে এ্যাকাউন্ট খোলার সময় দেয়া ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগিন করুন এবং আপনার ডাটা ফেরত নিয়ে আসুন।কোন আলাদা সফট ওয়্যার দরকার নেই ফাইল আপলোড অথবা ডাউনলোড এর জন্য।
[উবুন্টু নিইয়ে আরো কিছু পোষ্ট দেবো শীগ্রই।]
সবাই ভালো থাকবেন।আর একটা কথা,দেশকে ভালোবাসুন।নিজের বলতে তো এই একটাই আছে আমাদের।
প্রথম প্রকাশঃ http://blog.oritro.com/83/
আমি asas xcxc। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
8.1 ও ৯.১ কয়েকদিন ব্যবহার করেছিলাম, আমি মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করতাম তাই ইন্টারনেট সেটআপ করতে প্রায় এক সপ্তাহের চেষ্টায় সফল হই। কিন্তু বর্তমানে বাংলালয়ন ব্যবহার করছি। এটা কি উবুন্টু সাপোর্ট করে??