রিলিজ হতে যাচ্ছে Ubuntu 10.04 LTS:
উবুন্ত অপারেটিং সিস্টেমের জনক মার্ক সাটার ওর্থ গত ২২ সেপ্টেমবর আনুষ্ঠানিক ভাবে উবুন্তুর পরবর্তী ভার্সন রিলিজের ঘোষনা দেন। Dubbed Lucid Lynx, Ubuntu 10.04-ই হবে তৃতীয় সংস্করণ এবং এটি রিলিজ পাবে ২৯ এপ্রিল,২০১০। মার্ক সাটার ওর্থ আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেছিলেন যে "২ বছর আগে আমরা LTS (Long Term Support) এর দ্বিতীয় সংস্করণ করেছি এবং আমরা আশা করেছিলাম যে পরবর্তী দু বছরের মধ্যে আর একটি LTS এর আরো একটি পরীক্ষামূলক সংস্করণ করেতে যাচ্ছি এবং এর ভিতর ছয় মাস ডেস্কটপ এবং সার্ভার সংস্করণে লাগবে। উবুন্তু LTS এর পরবর্তী ভার্রসনের নাম হচ্ছে The Lucid Lynx।
আমরা অনেকেই জানি না যে উবুন্তু পাঁচ বছর সার্ভারের উপর এবং তিন বছর ডেস্কটপের উপর কাজ করেছে।
Lucid Lynx-এ কাজ করার সময় ডেভালাপাররা এর গুণ এবং মানের দিকে বিশেষ নজর দিয়েছেন। এর প্রধান পরিকল্পনা ছিল উবুন্তুকে 'বাগ-ফ্রি অপারেটিং সিস্টেম' করা এবং ইউজার ইন্টারফেসের উন্নতি,বুট এবং ইন্সটলেশনের উন্নতি,এবং টপ-নচ হার্ডওয়্যার সাপর্টের উন্নতি করা।"
সাটার ওর্থ আরো বলেন যে উবুন্তু 10.04 LTS-ই হবে উবুন্তু অপারেটিং এর ১২ তম রিলিজ। কিন্তু তার আগে আমাদের নজর যে দিকে থাকবে সেটি হল 9.10 যা রিলিজ হবে ২৯ অক্টোবর।
আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই তো শুরু পথ চলা.. চলছি আমি একলা.. অনেক কিছু আমার মাঝে.. সুযোগ পেলেই করে খেলা..
ভালো খবর ……… শিপিং অর্ডার দিতে হবে।