আমার এক বন্ধু স্পেন থেকে Acer Laptop পাঠাইছে। Model: Aspire 5536 । কিন্তু এর ভায়াস্পেনিস যা ইংরেজীর মত কিন্তু আমি এটা কিছু বুঝি না। এটাতে দেখলাম ইংরেজী ভাষা নাই । এটাতে windows7 Install করা। আর এর মধ্যে Windows XP চলবে কিনা তাও জানতে চাই। তা হলে আমি এখন কি করতে পারি। আশা করি এর সঠিক সমাধান পাব । আপনাদের আশায় আছি।
আপনাদের আশায় আছি। আপনাদের আশায় আছি।
আমি jamal10। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইয়া আপনি নতুন করে win 7 set up করেন।আর ঐ মডেলে মনে হয় এক্সপি না চলানই ভালো।