বর্তমানে উন্নতি সাধন করা কয়েকটি ইন্ড্রাসট্রির মধ্যে অন্যতম একটি হলো গেমিং ইন্ডাসট্রি। এক পরিসংখ্যান এ দেখা গিয়েছে গেমিং ইন্ডাস্ট্রি বর্তমানে এত উন্নত সাধন করেছে যা গত কয়েক বছরে কোনো ইন্ডাসট্রি করতে পারি নি। এ উন্নতি সাধনের এর পিছনে কয়েকটি কারন রয়েছে এর অন্যতম হচ্ছে গেমিং টেকনোলজি এবং বিভিন্ন টুর্নামেন্ট। বর্তমান এই সময়ে গেমিং করতে চায় না এরকম মানুষ খুব কমই দেখা যায় এর কারন হচ্ছে উন্নত গেমিং টেকনোলজি এবং নিত্য নতুন আপগ্রেড গেমস।
এ গেমিং এর দ্বারাকে ধরে রাখতে বড় বড় টেক জায়েন্ট কোম্পানিগুলো এখন গেমিং সেকশনটাকে অত্যান্ত গুরত্বতের সাথে মেনটেইন করচ্ছে এবং নিয়ে আসতেছে আরো আপগ্রেডেড বা উন্নতমানের সব গেমিং ল্যাপটপ। আজকে আমরা জানব ২০১৯ সালে প্রকাশ করা Acer এর বাজেট কিলিং Acer Nitro 5 সিরিজটিকে। যেটি বাজারে আসার পর যারা বাজেট এর কারনে একটি উন্নত মানের গেমিং ল্যাপটপ এর কথা ভাবতে পারছিলো না তাদের চিন্তা ভাবনাকে বদলে বড় একটি সুযোগ করে দিয়েছে এই সিরিজটি। চলুন দেখে নেওয়া যাক কি বিশেষ ফিচার রয়েছে সিরিজটির মধ্যে এবং কেন এটিকে মিড বাজেট কিং বলে অ্যাখ্যায়িত করা হয়।
ল্যাপটপ ক্রয়ের কথা ভাবলেই সর্বপ্রথম যে বিষয়টি মাথায় আসে বা নিদিষ্ট করতে হয় তা হলো এই বাজেট। এবং আপনি যখন ল্যাটপ ক্রয়ের পূর্বে কারো কাছে পরামর্শ চাইবেন তখন সর্বপ্রথম এবং অতি সাধারণ আপনাকে যে প্রশ্নটি করা হবে তা হলো আপনার বাজেট কত? এই কথাগুলো শুনে মনে হয় আপনার মনে আর বুঝতে বাকি নেই যে অবশ্যই ল্যাপটপ ক্রয়ের পূর্বে নিদিষ্ট একটি বাজেট নির্বাচন করতে হবে। এবার আসা যাক আজকের আলোচিত বাজেট কিলার acer nitro 5 সিরিজটির ভ্যালু এবং কি পরিমান বাজেট আপনার রাখতে হবে যদি আপনি একটি ভালো ডিভাইস আশা করেন। acer nitro 5 সিরিজটি ল্যাঞ্চ হওয়ার পর থেকেই এর দুর্দান্ত পারর্ফমেন্স এবং সাশ্রয়ী মূল্যর কারনে একে মিড বাজেট কিং বলে অ্যখ্যায়িত করা হয়। এই সিরিজের ভালো একটি ল্যাপটপ যদি আশা করে থাকেন তবে অবশ্যই আপনার বাজেটটি রাখতে হবে ৯০, ০০০ হতে ১, ৫০, ০০০ এর মধ্যে।
একটা সময় ছিল যখন র্যাম দ্বারাই ল্যাপটপের দাম নির্বাচন করা হতে কিংবা ভালো খারাপ বিবেচনা করা হতো। তবে বর্তমান তা সম্পূর্নই ভিন্ন এখন কেউ আর র্যাম দেখে না এখন সর্বপ্রথম যে বিষয়টি দেখে তা হলো প্রসেসর। একটা প্রসেসর বা সিপিউ একটি ডিভাইস এর প্রাণ বলে গন্য করা হয়, কারন এই প্রসেসর উপর নির্ভর করেই আপনার ডিভাইসটি আপনার কাঙ্কিত সার্পোটি দিয়ে থাকে। তবে শুধু সিপিউ নয় তার পাশাপাশি সামঞ্জস্যতা ধরে রাখার জন্য আপনাকে একটি ভালো র্যাম নির্বাচন করতে হবে। এবার কথা বলা যাক acer nitro 5 সিরিজটিকে নিয়ে। nitro 5 সিরিজটিতে প্রসেসর হিসেবে পর্যায়ক্রমে ব্যবহার করা হয়েছে Core i5, i7 এবং Ryzen 7, এমকি Ryzen 9 5900HX এর মতো প্রসেসর। সবচেয়ে আকর্ষনীয় বা বেস্ট ডিল বলে মনে করে থাকি আমি তা হলো Acer Nitro 5 Model 2021 15.6” QHD 165Hz Gaming Laptop Ryzen 7 5800H এর এই ভেরিয়েন্ট যার বর্তমান বাজার মূল্য 163, 900৳। যা এই রেঞ্জে থাকা অন্যান্য মডেলের তুলনায় অনেক ভালো ডিল।
আমরা যারা প্রায়ই ট্রাভেবল করে থাকি বা বিভিন্ন কাজে সবসময় একটি ল্যাপটপ ক্যারি করতে হয়। তাদের বেশির ভাগেরই অতি সাধারণ একটি সমস্যা হচ্ছে ওজন নিয়ে। অনেক সময় ভালো ডিল পেলে আমরা আবেগের বশে এসে একটি হেভি ওয়েট এর ল্যাপটপ ক্রয় করে ফেলি, পরে যখন তা ক্যারি করার সময় তখন আমরা নানা ধরনের সমস্যার শিকার হয়ে থাকি, এই কারনেই আমাদের অবশ্যই ল্যাপটপ ক্রয়ের পূর্বে ফিচার এবং বাজার মূল্যর পাশাপাশি ওজনও বিবেচনা করতে হবে। যদি আমরা acer nitro 5 সিরিজটির ভেরিয়েন্টগুলোর ওজন বিবেচনা করি তবে আমরা দেখতে পাবো এই সিরিজের ভেরিয়েন্টগুলোর ওজন মাত্রা রয়েছে 2.2 কেজি থেকে 2.5 কেজি পর্যন্ত যা আমার দৃষ্টিতে কিছুটা বেশি মনে হলেও যাদের ওজন নিয়ে কোনো সমস্যা নেই কিংবা এই ওজন ক্যারি করতে সক্ষম হয়ে থাকে তবে তাদের জন্য এটি একটি ভালো ডিল হতে পারে
কোথা থেকে কিনা উচিত? এইটা একটা অতি পরিচিত প্রশ্ন প্রতিটি ক্রেতার কাছে। এর প্রধান কারন হচ্ছে “আমরা প্রায়ই দেখি যে ক্রেতারা বিভিন্ন হেভি ডিভাইস ক্রয় করে প্রতারিত হচ্ছে কিছু রিসেলার যারা পুরাতন বা রিকন্ডিশন ল্যাপটপগুলো নতুন বলে চালিয়ে দেয়। সে ক্ষেত্রে আপনার সহজ সমাধান পারে MC Solution BD। এই কোম্পানিটি গত কিছু বছরে ধরে তাদের দুর্দান্ত সার্ভিসের মাধ্যমে অনেক ক্রেতার মন জয় করে নিয়েছে। সবচেয়ে মজার বিষয় যেখানে প্রায় বেশিরভাগ জায়গায় আসুস এর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দেয় না সেখানে ১ বছরের অ্যাপেলের ইন্টারন্যশনাশ সাভির্স ওয়ারেন্টি দিয়ে থাকে।
-
আমি রাকিব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।