আগেও পোস্ট একটা দিয়াছিলাম নোটবুক কোনটা কিনব এ নিয়ে কিন্ত শেষ পর্যন্ত ল্যাপিই কিনতে হচ্চে।
আসুস ২ বছর ওয়ারেন্টির পাশাপাশি ভাল কনফিগারেশন দিছে কিন্ত সবাই একথায় ডেলকেই আঙ্গুল দিয়ে
দেখাচ্ছে।মিনিমাম কনফিগারেশন যেটা আমার দরকার-
core i3
hdd500
ram 2giga (কিন্ত চার গিগায় যে এক্সটেন্ড করা যায় এমন)
display 14inch' LED (১৫' হলে আরো ভাল)
512mb graphics.
---
ব্যাটারি দিয়ে একঘন্টা ব্যাকাপ পেলেই চলবে।আর বাকি ক্যামেরা,অয়াইফাই,ব্লুটথ ইত্যাদি থাকলে থাকলে না থাকলেও দরকার নাই।
কিন্ত সমস্যায় পড়ছি গ্রাফিক্স নিয়ে।3ds max autodesk maya autocad ইত্যাদি থ্রীডি ডিজাইনিং সফটঅয়ার মাঝে মাঝে
চালাব তাই গ্রাফিক্স এর সমস্যায় পড়ব কিনা এ নিয়ে ট্যানশন।
আসুস x42jy ল্যাপিতে একগিগা এটিআই গ্রাফিক্স সহ i3,500gbHDD.3gbRAM,14inch সহ 2 year warrnty আছে।
দাম প্রায় ৪৯/- এর মত।
ল্যাপিটি বেশ লেগেছে কিন্ত এদিকে ডেলের সাপোর্টার অনেক তাই ডেলও একটা দেখলাম
dell inspiron 15R -রিয়ান্সের সাইটে পেলুম মডেলটি।i3,500gb,4gbRam,15.6inch LED,64MB integrated intel graphics সহ 1 year wrrnty।
দাম ৪৮৫০০ লিখা।গ্রাফিক্স মাত্র ৬৪এমবি এটা দিয়ে থ্রীডির কাজ করতে পারব কিনা জানিনা!তারউপর আমি দিনরাত ২৪ ঘন্টা বলতে গেলে রাফ এন্ড টাফ ইউজ করব।
আমি arifbd2015। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দাম একটু বেশি হলেও Dell সব চাইতে ভাল। আমি মনে করি হ্যন্ডসেটের জন্য যেমন Nokia বেস্ট তেমনি ল্যাপীর জন্য Dell বেস্ট। বাকিটা আপনার ইচ্ছা।