বর্তমানে আমরা এক একটা সময়ে এসে দাড়িঁয়েছি যেখানে প্রযুক্তি ছাড়া অচল বললেই। প্রতিনিয়ত উদ্ভাবন হচ্ছে নিত্য নিতুন প্রযুক্তি তার সাথে আপগ্রেড হচ্ছে পূর্বে প্রযুক্তিগুলো। প্রযুক্তির এই দুনিয়া আমরা সকলেই কম বেশ প্রযুক্তি ব্যবহার করে থাকি। তবে সবচেয়ে বেশি ব্যবহার বা সচরাচর যেই প্রযুক্তিগুলো ব্যবহার করা হয় সেগুলো হলো স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি। আজকে আমরা কথা বলব সেই ল্যাপটপটি নিয়ে যেটি ল্যাপটপ জগৎকে নিয়ে গেছে এক অন্য মাত্রায়। ২০১৪ সালে একটি ল্যাপটপ রিলিজ করা হয় এইচ পির পক্ষ থেকে যেটিই শুরুর দিকের আপডেট ফিচার ল্যাপটপ এর মধ্যে একটি। এইচ পির এই ল্যাপটপটি হলো HP ENVY x360 যেটি সেই তখন থেকে ল্যাপটপ বাজারে নিজের অবস্থান শক্ত করে ধরে রেখেছে।
মডেলটির সবশের্ষ যেই ভার্ষনটি প্রকাশ করেছে সেটি হলো Envy x360 13 এই ভার্সনটি তারা ১৭ই এপ্রিল ২০২০ প্রকাশ করেছে। এর পর আর কোনো ভাসর্ন বাজারে নিয়ে আসে নি তবে সম্ভবনা আছে খুব শিঘ্রই আরেকটি ভাষর্ন পেতে চলছে ক্রেতারা। এই ল্যাপটপটির সবচেয়ে লক্ষনীয় বিষয় যেই না বললেই নয় এবং যেটি জনপ্রিয়তা পাওয়া পেছনে একটি কারন সেটি হলো এর 360 ডিগ্রি রোটেট সক্ষমতা। এই ফিচারটি দেওয়ার ফলে এর ব্যবহারকারীরা যেই কোনো দিক থেকে বা যেই কোনো অবস্থায় ব্যবহার করা যায় যা খুবই কমর্ফোট এভেবল বলে গন্য করা হয়।
এছাড়াও এতে দেওয়া পেনটি খুবই দ্রুত কাজ করে যারা ডিজাইন, বা ইডিটিং করে তাদের জন্য এই পেনটি খুবই অসাধারন একটি ফিচার। তবে অনেকেই প্রশ্ন করতে এই ডিভাইসটির তো অনেক ভালো দিক রয়েছে তবে এটির কোনো দুর্বলতা নেই। এই প্রশ্নটির উত্তর হবে “হ্যা আছে”এর দুবলর্তা বা ওয়্যিক পয়েন্ট হলো এর গ্রাফিক্স সেকশন। মডেলটিতে গ্রাফিক্স হিসেবে ব্যবহার Iris® Xe এবং AMD Radeon™ শুরুর দিকের গ্রাফিক্সগুলো যেগুলোকে অনেকটা পুরাতন গ্রাফিক্স এবং এই গ্রাফিক্সগুলো পারর্ফমেন্স ও অনেকটা পিছিয়ে বতমার্ন আপডেট গ্রাফিক্স গুলো থেকে। এছাড়া এই ল্যাপটপটির তেমন কোনো দুর্বলতা লক্ষ করা যায় নি। সব দিক বিবেচনা করলে এই প্রাইস রেঞ্জে এর থেকে ভালো স্পেসিফিকেশন বা ফিচার পাওয়া কঠিন বলে আমি করি। চলুন এইবার দেখে নেওয়া যাক কেন এই মডেলটি এত বিশেষ এবং কি রয়েছে মডেলটির মধ্যে।
এইচপির রিলিজ করা HP ENVY x360 এই মডেলটিতে ভার্সন বা ভেরিয়েন্ট ভেদে সব ক্ষেত্রেই পরিবতর্ন রয়েছে প্রসেসর, গ্রাফিক্স, স্টোরেজ, ব্যাটারি ইত্যাদি সবক্ষেত্রেই কোনো না পরিবর্তন করা হয়েছে মূল্য এর উপরে ভিত্তি করে তবে যেই সেকশনটাই তেমন পরিবতর্ন দেখা যায় বা একই রয়েছে যেই সেকশনটি সেটি হলো এর ডিসপ্লে সেকশন। এর যেই কয়েকটি মডেল ল্যাঞ্চ করা হয়েছে বা বর্তমান বাজারে রয়েছে এদের বেশির ভাগ ভাসর্ন ব্যবহার করা হয়েছে FHD ডিসপ্লে। যেই ডিসপ্লেটি ল্যাঞ্চ এর পর থেকেই নিজের ভালো একটা জায়গা করে নিয়েছে ল্যাপটপ বাজারে। এই বার এই ডিসপ্লেটি নিয়ে কিছু কথা বলা যাক। এই ডিসপ্লেটিকে সাধারনত HD এর আপডেট ভার্সন বলে গন্য করা হয়। HD ডিসপ্লে রেজুলেশনের সক্ষমতা দেওয়া হয়েছে 1280 x 720 এবং FHD ডিসপ্লেতে রেজুলেশনের সক্ষমতা থাকে 1920 x 1080 যার ফলে একটি HD এর বড় ভাই বললে ভুল হবে না। আবার ঠিক এরুপভাবে QHD কে আবার FHD এর আগ্রেড ভাসর্ন বা বড় ভাই বলা যায় কারন এটিতে আবার রেজুলেশনের সক্ষমতা রয়েছে (2560 x 1440) এই পর্যায়ক্রমে রয়েছে এই ডিসপ্লেগুলো। সাধারনত মিড লেভেল থেকে হাই লেভেল সব জায়গায় FHD ডিসপ্লেটি ব্যবহার করতে দেখা যায়। এবং প্রথম এই ডিসপ্লেটি খুব ভালো সার্ভিস ও দিয়ে আসছে।
এইচপি তাদের HP ENVY x360 মডেলটি ল্যাঞ্চ করেছে একাধিক ভেরিয়েন্টে ডিভাইসের মূল্যর উপর ভিত্তি করে যার কারনে দাম এবং ভেরিয়েন্ট বা ভাসর্ন অনুসারে পরিবর্তন হয়েছে প্রসেসর ও। এ মডেলটিতে ভাসর্ন অনুসারে যে সমস্ত প্রসেসর ব্যবহার করা হয়েছে সেগুলো হলো AMD Ryzen™ 5, Intel® Core™ i5, AMD Ryzen™ 7 processor, Intel® Core™ i7 ইত্যাদি। এই প্রসেসরগুলি অনেক আগে ল্যাপটপ বাজারে নিজের একটা অবস্থান করে নিয়েছে। যার ফলে এদের আর নতুন করে পরিচয় করে দেওয়া নতুন পরিচিতির দরকার হয় নি। যদি শতকরা হিসাব করা হয় তাহলে শতকরা ৮০-৯০ ভাগ ল্যাপটপ বা পিসি এ প্রসেসরগুলি অর্থাৎ ইন্টেলের Core i এবং রাইজেনের AMD Ryzen দিয়ে গড়া। তবে HP ENVY x36 মডেলটির ভেরিয়েন্ট ভেদে যেই প্রসেসরগুলো ব্যবহার সেগুলোর কিছু তথ্য না দিলেই নয়। প্রসেসরগুলির এভারেজ বেস ফিক্রোয়েন্সি হলো 3.0 GHz থেকে 5.0 GHz পর্যন্ত যা আর বলার অপেক্ষা রাখে না কতটা দুর্দান্ত এই প্রসেসরগুলি। সবর্চ্চো cache রয়েছে HP ENVY x360 Core i7 এর ভেরিয়েন্টে যা 12 MB. এই প্রসেসরগুলি ব্রাউজিং থেকে শুরু করে গেমিং বা ইডিটিং ও ভালো পারর্ফমেন্স দিতে সক্ষম। তবে যারা একটু ভালো গেমিং বা হেভি ইউজিং করে থাকেন তাদের জন্য HP ENVY x360 Core i7 অথবা AMD Ryzen 7 এর ভেরিয়েন্টিই সেরা পছন্দ হবে। দাম কিছুটা বেশি হলেও এর দুর্দান্ত পারর্ফমেন্স আপনাকে সেটি ভাবতেও দিবে না।
HP ENVY x360 মডেলটির ভাসর্ন বা ভেরিয়েন্ট ভেদে ব্যবহার করা হয়েছে ইন্টেল এর Iris® Xe রাইজেনের AMD Radeon™ Graphics এবং NVIDIA® GeForce® MX450 এর গ্রফিক্স সিস্টেম। যেগুলির মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে পারর্ফমেন্স এর দিক থেখে যেমন ইন্টেলের Iris® Xe এবং AMD Radeon™ কিছুটা পুরোনো প্রসেসর হিসেবে গন্য করা হয় অন্যদিকে GeForce® MX45 এই প্রসেসরটি ১৫ই আগস্ট ২০২০ এ ল্যাঞ্চ করা হলেও অনেকটা আপগ্রেডেড এবং এখন পর্যন্ত এই প্রসেসরটি প্রিয়িমাম এবং লেটেস্ট ডিভাইসগুলিতে ব্যবহার করতে দেখা দিচ্ছে। শুধু আগে ল্যাঞ্চ হলেও যে পুরোনো বলে উল্লেখিত হবে বিষয়টা তা নয় পুরোনো বলা চলে পারর্ফমেন্স এর উপর ভিত্তি করে। কিছু সংক্ষিপ্ত ধারনা দেওয়া যাক প্রসেসরগুলির সক্ষমতা বা পারর্ফমেন্স উপর। ইন্টেলর Iris® Xe গ্রাফিক্স সিস্টেমটিতে যদি আপনি গেমিং করেন তবে এই গ্রাফিক্সটি আপনাকে 1080p 60FPS পর্যন্ত পারর্ফমেন্স দিতে সক্ষম যা গেমিং এর জন্য খুব ভালো ঠিক একই ভাবে AMD Radeon™ প্রসেসরটির গেমিং পারর্ফমেন্সও রয়েছে এর কাছাকাছি বলা চলে। তবে GeForce® MX450 এর পারর্ফমেন্স কিছুটা আগ্রেডেড এদের তুলনায় বিশেষ করে প্রসেসরটির ক্লক স্পিড। প্রসেসরটিতে বুস্ট ক্লক স্পিড রয়েছে 1575 MHz যেটির আপনার গেমিং এক্সেপিরিয়েন্সকে করে তুলবে আরো ফাস্ট এবং সম্মুথ। এ গ্রফিক্স সিস্টেমটিতে তুলনা অনেকটা বেশি FPS এবং সম্মুথনেস পাওয়া যাবে Iris® Xe। আপনি যদি একটি ভালো ইডিটিং বা গেমিং করে থাকেন বা করতে চান তবে আপনার GeForce® MX450 এর ভেরিয়েন্টিই হবে একটি ভালো পছন্দ
প্রাইস রেঞ্জটা যখন এক লক্ষ থেকে দেড় লক্ষ তখন একটু কনফিউশন কাজ করায় স্বাভাবিক কারন এই প্রাইস রেঞ্জে বাজারে রয়েছে অগনিত ল্যাপটপ যা মাথা গুরিয়ে দেওয়ার মতো তবে শুধু ভালো লুক এবং বেশি বেশি স্পেসিফিকেশন হলেই সেরা নয় অবশ্যই এর মূল্য যাচাই করতে কতটা অর্থযোগ্য ল্যাপটপটি মডেলটি এবং কি বিশেষ দিক রয়েছে ল্যাপটপটিতে যা আমার কাজে সহযোগিতা করবে অবশ্যই এগুলো বিবেচনা করে ক্রয় করতে হবে। আমার নিজস্ব রেটিং চাইলে এই ল্যাপটপ মডেলটির উপরে তবে আমি এটিকে ১০ এ ৮.৫০ দিতে পছন্দ করব। আপনাদের মতামত আমাকে জানান।
-
সৌজন্যে: MC Solution BD
আমি রাকিব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।