ল্যাপটপ কোলে কাজ নয়!

ল্যাপটপ আসার ফলে কম্পিউটারে কাজ করার বিষয়টা যেমন সহজ হয়েছে তেমনি তা নতুন করে সমস্যাও তৈরি করেছে। ল্যাপটপ ব্যবহারের ধরন শরীরের ওপর প্রভাব ফেলে। কাজের সুবিধার্থে কোলের ওপর দীর্ঘক্ষণ ধরে ল্যাপটপ ব্যবহারে নতুন একটি সমস্যার কথা জানিয়েছেন গবেষকেরা। গবেষকেরা জানিয়েছেন, কোলের ওপর ল্যাপটপ রাখলে ‘ল্যাপটপ থাই ডিসঅর্ডার’ নামে ত্বকের সমস্যা তৈরি হয়। এক খবরে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ভারতের গবেষকেরা জানিয়েছেন, সাধারণত তরুণরা দীর্ঘক্ষণ কোলের ওপর ল্যাপটপ রেখে ব্যবহার করে। এতে প্রাথমিক অবস্থায় তাদের উরুতে হালকা দাগ দেখা যায় যা পরবর্তীতে গাড় কালো হয়ে ত্বকে সমস্যা তৈরি করে।

ভারতের দীপক রাজপুত নামের একজন ব্যক্তি সম্প্রতি ‘ল্যাপটপ থাই ডিসঅর্ডার’ সমস্যার সম্মুখীন হয়েছিলেন। দীপক তাঁর অভিজ্ঞতার কথা জানিয়েছেন, কোলের ওপর ল্যাপটপ রেখে ব্যবহার করা আমার দীর্ঘদিনের অভ্যাস, আমার কখনও কোনো সমস্যা হয়নি। কিন্তু একদিন আমার উরুতে গাঢ় দাগ থেকে চিকিত্সকের কাছে যায়। তিনি আমাকে কোলের পরিবর্তে টেবিলের ওপর ল্যাপটপ রেখে ব্যবহারের পরামর্শ দেন। ’


ভারতের ভেলরের খ্রিস্টান মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিত্সক বিমল কানিশ জানিয়েছেন, যখন দীর্ঘক্ষণ ধরে কোলের ওপর ল্যাপটপ রেখে ব্যবহার করা হয়, তখন ল্যাপটপের তাপমাত্রা একটি নির্দিষ্ট মাত্রা ছাড়িয়ে যায়। এতে ত্বক গরম হয় এবং চুলকাতে শুরু করে। যখন ল্যাপটপের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় এবং উরুতে দাগ বসাতে শুরু করে তখন ল্যাপটপ থাই ডিসঅর্ডার দেখা দেয়। এ সমস্যা তরুণ ও তরুণী সবার ক্ষেত্রেই দেখা যায়।

গবেষকেরা বলছেন, তিন থেকে চার বছর আগে থেকেই ল্যাপটপ থাই ডিসঅর্ডারের মতো সমস্যা আলোচনায় আসছে। বর্তমানে এ সমস্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। এ ধরনের সমস্যার ক্ষেত্রে যতজন চিকিত্সা নেন তার চেয়ে অনেক ঘটনাই আড়ালে থেকে যায়। অনেকে সচেতনতার অভাবে এ সমস্যাটিকে বড় সমস্যা বলে চিকিত্সা নেওয়ারও প্রয়োজন মনে করেন না।


এর আগে যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের ৩০ বছর বয়সী বৈদ্যুতিক মিস্ত্রি স্কট রিড ও তাঁর স্ত্রী লরা সন্তান নেওয়ার ক্ষেত্রে জটিলতার মুখে পড়েছিলেন। চিকিত্সকের পরামর্শ নিতে গেলে তিনি জানান, শুক্রাণুর সমস্যা হওয়ায় সন্তান নেওয়ার ক্ষেত্রে এ জটিলতা তৈরি হয়েছে। আর এর মূলে রয়েছে ল্যাপটপ। রিড সব সময় তাঁর কোলের ওপর রেখে ল্যাপটপ ব্যবহার করতেন।

গবেষকেদের পরামর্শ হচ্ছে কোলের ওপর ল্যাপটপ ব্যবহার করতে হলে অবশ্যই তিন ইঞ্চির বেশি পুরু কোনো শক্ত বোর্ড বা বাতাস বের হতে পারে এমন পুরু তোয়ালে ব্যবহার করবেন। ল্যাপটপ অতিরিক্ত গরম হলে টেবিলের ওপর রেখে ব্যবহার করবেন। ল্যাপটপ থেকে বের হওয়া গরম বাতাস যেন ত্বকের সংস্পর্শে না আসে সে বিষয়ে সচেতন থাকুন।

Level 3

আমি ইমরান হোসেন হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

I am Imran Hossen Hridoy. My Professional Skills Web designing, Software Makeing, Internet, OLD Phones Expert, Smart Phones Expert, Computer Expert , Etc. My website: theshopinfo.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস