লেনেভো আইডিয়া পেড ৫ এর সাথে এএমডির অত্যাধুনি রেজন চিপসেট মাত্র ৬৮৮ ডলার

আশা করি সাবই ভালো আছেন। আজ আপনাদের সামনে নতুন একটি টিউন নিয়ে হাজি হয়েছি যেটি আমার ২য় টিউন। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন কথা না বাড়িয়ে জেনে নিই কি টিউনটি।

আপনি যদি লেনেভোর অত্যাধুনি লেপটোপ খুঁজে থাকেন তবে  আপনার জন্য থিঙ্ক প্যাড সিরিজের লেপটোপ গুলো ভালো হবে কিন্তু আপনি যদি গেমার হয়ে  থাকেন তবে অবশ্যই লিজেন সিরিজ। তবে সাশ্রয়ী মূলের ভিতর আইডিয়া প্যাডের ল্যাপটোপ গুলো সুন্দর হয়ে থাকে। লেনেভো  এইবার সাশ্রয়ী মূলের ভিতর আইডিয়া পেড ৫ (Lenovo Ideapad 5) এর সাথে এএমডির অত্যাধুনি রেজন চিপসেট প্রসেসর বাজারে এনছে।

ইন্টেল এর প্রসেসর যেমন প্রতিবার কোনা কোন লেপটোপকে বারজারে তুলে ধরে ঠিক তেমনি এইবার বাজারে আইডিয়া পেড ৫ (Lenovo Ideapad 5)  কে এএমডির অত্যাধুনি রেজন ৪০০০ সিরিজের চিপসেট প্রসেসর সবার সামনে নিয়ে আসবে যা সবার সাধ্যের মধ্যে থাকবে আশা কর যায়। এর জন্য এএমডিকে ধন্যবাদ ই দিতে হয় কারন এতো ভালো এবং শক্তিশালী মানের প্রসেসর বাজারে আনার জন্য। আপনি এই আইডিয়া প্যাড (Lenovo Ideapad 5) এ ১ টিবি অবধি স্টোরেজ এবং ১৬ গিগাবাইট পর্যন্ত র‍্যাম লাগাতে পারেন।

ডিসপ্লের দিক থেকে ল্যাপটপটি ১৫ ইঞ্চি এইপিএস (IPS) এন্টি গ্ল্যা এর এফডিএফ রেজুলেশন সাথে ১৯২০X১০৮০ প্রিকজেলর ডিসপ্লে। ব্রাইটনেস এর দিক থেকে নন টাচ এর জন্য ৩০০ নিটস এবং টাচ এর জন্য মাত্র ২৫০ নিটস (Nits)। এর সাথে থাকছে ক্যামেরর জন্য প্রাইভেসি সাটার, সি টাইপ পোর্ট, একটি অপশোনাল ফিঙ্গার টার্চ সেন্সর এবং ১৫ ঘন্টা লাইফ টাইম এর কুইক চার্জিংব্যাটারি।

ল্যাপটপটির উইন্ডোজ ১০ হোম ভার্সন হওয়ায় ব্যাটারির লাইফ টাইম ১৫ ঘন্টা অবধি স্থায়ী হতে পারে এবং কুইক চার্জারের মাধ্যমে মাত্র ৩ ঘন্টা ১৫ মিনিটের মধ্যে এটিকে সম্পূর্ণ চার্জ হয়ে যায়।

এটি বাজারে প্লাটিনাম গ্রে, গ্রানাইট গ্রে, লাইট টিয়েল এই তিনটি কালারের পাওয়া যাবে। ল্যাপটোপ টি লেনোভোর যুক্তরাজ্য এবং যুক্তরাষ্টের ওয়েব সাইট থেকে কেনা যাবে। এটি ৬৮৮ ডলার দিয়ে ৮ জিবি র‌্যামের নন আপগ্রেডের মডেল টি পাওয়া যাবে এবং এটি যুক্তরাজ্য ৪০৫ পাউন্ড দিয়ে কেনা যাবে।

পোষ্টটি আপনাদের ভালো লাগলে মতামত দিয়ে জানাবেন। আমার সাইট  Mobile Dokan সময় থাকলে ঘুরে আসতে পারেন।

 

 

Level 0

আমি রাজিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আইুট সাপোর্ট এ কাজ করি । আমার নাম রাজিব হোসেন। কিন্তু আমার ওয়ার্ডপ্রেস নিয়ে আজ করতে ভালোলাগে। এই ভালোলাগা থেকে নিজে একটি সাইট পরিচালনা করি অবসর সময়ে সাইটি আপডেট করে থাকি।সময় থাকলে ঘুরে আসতে পারেন আমার সাইটটি থেকে https://mobiledokan.live


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস