লাইটওয়েট গেমিং ল্যাপটপ গেমিং এখন সবখানেই

আসসালামু আলাইকুম,

ছাত্র এবং চাকুরীজীবী, যারা হোস্টেল বা মেসে থাকে, অথবা যারা ট্র্যাভেল বেশি করে তাদের জন্য ল্যাপটপের বিকল্প নেই। বাজারে অনেক লাইটওয়েট অনেক ল্যাপটপ রয়েছে, তবে যারা গেম পাগল তাদের জন্যও বেশ কিছু গেমিং ল্যাপটপ রয়েছে যেগুলো নরমাল ল্যাপটপ থেকেও ওজনে অনেক হালকা। ফলে যখন খুশি যেখানে খুশি আপনি আপনার পচন্দের গেমসগুলো খেলতে পারবেন।

তবে ওজনে হালকা হওয়ার কারনে লাইটওয়েট গেমিং ল্যাপটপগুলোর দাম সাধারণ গেমিং ল্যাপটপগুলো থেকে কিছুটা বেশি।

আমাদের দেশে বর্তমানে সব ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যাচ্ছে।

আজকে টিউন বাজেট এবং স্পেসিফিকেশন অনুযায়ী কয়েকটি লাইটওয়েট গেমিং ল্যাপটপ নিয়ে।

(এই স্পেসিফিকেশনে আরো অনেক ব্র্যান্ডের ল্যাপটপ রয়েছে তবে সেগুলোর দাম স্পেসিফিকেশন অনুযায়ী আমার কাছে বেশি মনে হয়েছে, আপনাদের যদি বাজেটের সমস্যা না থাকে তবে আপনি আপনার বাজেট অনুযায়ী যে কোন ব্র্যান্ডের ল্যাপটপ নিতে পারেন)

0

0

Asus Vivobook pro 15 N580VD

দামঃ ৭০০০০টাকা

  • প্রসেসরঃ ইন্টেল কোর আই৫ ৭৩০০এইচকিউ
  • গ্রাফিক্সঃ এনভিডিয়া জিটিএক্স ১০৫০ ৪জিবি
  • ডিসপ্লেঃ ১৫.৬" (১০৮০*১৯২০)
  • রেমঃ ৮জিবি
  • হার্ডডিস্কঃ ১টিবি
  • ওজনঃ ১.৯৯ কেজি

(দাম হিসেবে বেশ ভালো একটি ল্যাপটপ)

0

0

Msi GS43vr Phantom Pro 069

  • দামঃ ১৩৯৯ ডলার, প্রায় ১.১৫লক্ষ-১.২০লক্ষ টাকার মত।
  • প্রসেসরঃ ইন্টেল কোর আই৭ ৭৭০০এইচকিউ
  • গ্রাফিক্সঃ এনভিডিয়া জিটিএক্স ১০৬০ ৬জিবি
  • ডিসপ্লেঃ ১৪" (১০৮০*১৯২০)
  • রেমঃ ১৬জিবি
  • হার্ডডিস্কঃ ১টিবি +১২৮জিবি এসএসডি
  • ওজনঃ ১.৬ কেজি

(আমার দেখা বেস্ট লাইটওয়েট গেমিং ল্যাপটপ দাম হিসেবে সবদিক দিয়ে পারফেক্ট, ওজন মাত্র ১.৬ কেজি)

0

0

Msi GS63vr 7RF Stealth pro

দামঃ ১৬৫০০০টাকা

  • প্রসেসরঃ ইন্টেল কোর আই৭ ৭৭০০এইচকিউ
  • গ্রাফিক্সঃ এনভিডিয়া জিটিএক্স ১০৭০ ৮জিবি
  • ডিসপ্লেঃ ১৫.৬" (১০৮০*১৯২০)
  • রেমঃ ১৬জিবি
  • হার্ডডিস্কঃ ১টিবি +২৫৬জিবি এসএসডি
  • ওজনঃ ১.৮ কেজি

(জিটিএক্স ১০৭০ সহ ওজন মাত্র ১.৮কেজি)

0

0

Asus Zephyrus GX501vi XZ74

দামঃ ২৬৯৯ ডলার (২২৩০০০টাকা), আমাদের দেশে দামঃ ৩লক্ষ টাকার মত।

  • প্রসেসরঃ ইন্টেল কোর আই৭ ৭৭০০এইচকিউ
  • গ্রাফিক্সঃ এনভিডিয়া জিটিএক্স ১০৮০ ৮জিবি
  • ডিসপ্লেঃ ১৫.৬" (১০৮০*১৯২০)
  • রেমঃ ১৬জিবি
  • হার্ডডিস্কঃ ৫১২জিবি এসএসডি
  • ওজনঃ২.৩ কেজি

(জিটিএক্স ১০৮০ এবং ওজন ২.৩কেজি, পাওয়ারহাউজ। তবে আমাদের দেশে দাম একটু বেশি)

0

0

(ল্যাপটপগুলোর দাম অনুযায়ী বেশ কিছু কনফিগারেশন রয়েছে, বাজেট হিসেবে আপনি পছন্দ করে নিতে পারেন)

(ল্যাপটপগুলো সম্পর্কে আরো তথ্য জানার জন্য গুগলে সার্চ করুন)

(আপনার কাছে যদি ল্যাপটপের ওজন কোনো বিষয় না হয় তবে আপনি এই একই বাজেটে অন্য অনেক গেমিং ল্যাপটপ দেখতে পারেন, এর থেকে আরো ভালো কনফিরেশন পাবেন)

#Happy_gaming 🙂

0

0

ফেসবুকে আমিঃ Muhammad Easin Islam

Level 0

আমি Muhammad Easin Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস