সবাই কেমন আছেন।আশা করি ভালো আছেন।জীবন চলার পথে সবারই কিছুনা কিছুনা পার্সনাল জিনিষ তৈরি হয়ে যায়।যা অন্য কারো থেকে লুকাতে হয়।সেজন্যই আমাদের কম্পিউটার বা মোবাইল থিকে অনেক কিছু অনেক সময় লুকিয়ে রাখি আমরা।এজন্য আমরা অনেক ধরনের Software ব্যবহার করি।যেমন আমি করতাম আমার কম্পিউটার এর জন্য (folder lock,wise folder,iobit protector)ইত্যাদি সফটওয়ার।তবে এগুলা যেমন কম্পিউটার এর রাম এর উপর প্রভাব ফেলে তেমন অনেক সময় পিসি স্লো করে দেই।তাই আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব কিভাবে সহজে কোন প্রকার সফটওয়ার ছাড়া কম্পিউটার এর ফোল্ডার হাইড করে রাখবেন।
পদ্বতিটা খুব সহজ এবং শিখে রাখতে পারলে আমার মনে হয় আপনি সফটওয়ার ব্যবহার এর চেয়েও আরামদায়ক মনে করবেন। কারন এটা অনেক high security পদ্বতি।
এর মাধ্যমে যদি আপনি আপনার ফোল্ডার হাইড করেন তাহলে আপনি ছাড়া আর কেউ এটা খুলতে পারবে না।যা অনেক অনেক সাহায্য করবে আপনাকে। কেউ কোন দিন জানতে ও পারবে না আপনি আপনার ফোল্ডার হাইড করে রাখছেন।আসলে আমরা যদি ফোল্ডার হাইড কোন সফটওয়ার দিয়ে করি তাহলে কিন্তু দেখা যায় যে আমরা আমাদের কিছু লক করে রেখেছি।কেননা সফটওয়ার টা তো screen থাকেই।কেউ তাই সহজেই আপনার প্রতি ধারনা নিতে পারে যে আপনি আপনার ফাইল এই সফটওয়ার দিয়ে লক করে রেখেছেন।
আসলে আমরা ফোল্ডার লক করার জন্য কম্পিউটার সাধারনত ফ্রি কোন software পাই না। আমি বা আপনি যা করি তাহলে বিভিন্ন ফেইক সিরিয়াল key দিয়ে আমরা software টা ব্যবহার করি।এতে সমস্যাও আছে বিভিন্ন কারনে ফেইক সিরিয়াল key আপডেট হয়ে software চলে যায়।ফলে আমরা এই সফটওয়ার পেইড না করে অনেক সময় ব্যবহার করতে পারি না। এরকম মার প্যাচে পড়ে আমাদের গুরুত্বপূর্ণ ফাইল গুলো হারিয়ে যায় বা ডিলেট হয়ে যায়।যেটা আমার সাথে হয়েছিল যখন আমি প্রথম প্রথম কম্পিউটার চালাতাম।ফলে আপনার বা আমার অনেক কষ্ট লাগে ফাইল হারিয়ে।তাই সফটওয়ার ব্যবহার না করে আমি আজকের টিউটোরিয়ালে শেয়ার করব তার চেয়ে ভালো ভাবে কিভাবে ফোল্ডার বা ফাইল হাইড করবেন।আসলে আমরা যদি software ব্যবহার ও করি তাহলে দেখা যায় বিভিন্ন কারনে আমাদের পিসি স্লো হয়ে যায়। এর কারন অনেক সফটওয়ার পিসিতে আপনি install দেওয়ার কারনে এর র্যাম এর ক্ষমতা কমে যায়।ফলে আপনার পিসি ঠিক মত কাজ করতে পারে না আর তাই আপনার পিসি স্লো হয়ে যায়।এজন্য বলব সফটওয়ার যত কম ব্যবহার করবেন ততই আপনি আপনার পিসি healthy পাবেন।
এজন্য বেশি কিছু করা লাগব না। আমি যে পদ্বতি শেয়ার করব সেটা যেনো আপনার সহজেই বুঝতে পারেন সেজন্য আমি এর উপর চেষ্টা করেছি সুন্দর করে একটা ভিডিও তৈরি করতে।যেনো আপনাদের বুঝতে সমস্যা না।আসলে এই টিউটোরিয়ালটি ভিডিও ছাড়া বুঝানো অনেক কষ্টের হয়ে।তবে ভিডিও দেখলে কিন্তু অনেক সহজ হয়ে যায় তো আর দেরি না করে আমি ভিডিও নিচে শেয়ার করলাম আপনারা দেখে নিন।
এরকম আরও সুপার টিপস পেতে আমার এবং টেকটিউনস এর সাথেই থাকুন ভালো কিছু পেতে। মেতে উঠুন প্রযুক্তির সুরে।
আমি ওমর এফ বাসিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।