Walton এর ল্যাপটপ কিস্তিতে কেনার প্রক্রিয়া জেনে নিন (বিস্তারিত হিসাব নিকাশ সহ)

সম্প্রতি বাংলাদেশী ব্র্যান্ড Walton তাদের   ২০ টি বিভিন্ন মডেলে  ল্যাপটপ বাজারে ছেড়েছে।এসব ল্যাপটপ এ Intel এর corei3 থেকে শুরু করে corei7 পর্যন্ত প্রোসেসর ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটিই ৬ষ্ঠ প্রজন্মের প্রোসেসর।অপারেটিংসিস্টেম হিসেবে প্রত্যেকটি ল্যাপটপেই মাইক্রোসফট জেনুইন উইন্ডোজ অপারেটিংসিস্টেম ব্যবহার করা হয়েছে।

Waptop  Laptop এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে Walton এর সকল ল্যাপটপ কিস্তি তে কেনার সুবিধা থাকবে এ বিষয়ে ঘোষনা দেওয়া হয়েছে। ক্রেতারা  Walton Plaza থেকে ৩ মাস,৬ মাস,৯ মাস এবং সর্বোচ্চ ১২ মাসের সহজ কিস্তিতে Walton এর যেকোন ল্যাপটপ কিনতে পারবেন।

ক্রেতারা সরাসরি মাসিক টাকা প্রদান (Hand Cash) এবং ক্রেডিট কার্ড (Credit Card)উভয় পদ্ধতিতেই ল্যাপটপ কিস্তিতে কিনতে পারবে।

কিস্তিতে নেয়ার প্রক্রিয়া:(Hand Cash)

আমরা এখানে উদাহরন হিসেবে Walton Passion WP146u3S মডেলটি বেছে নিলাম; যার মূল্য ২৯৯৯০ টাকা; এই ল্যাপটপের বিস্তারিত ফিচার এখান থেকে দেখে নিন

ডাউনপেমেন্ট দেয়ার পর যে টাকাটি অবশিষ্ট থাকবে তার ওপর লাভ্যাংশ ধরা হবে।

যদি ক্রেডিট কার্ড না থাকে আর যদি অর্থের মাধ্যমে কিস্তিতে নিতে চাই তবে আমাদের মোট মূল্যের সর্বনিম্ন ৩০% ডাউনপেমেন্ট দিতে হবে; সুতরাং দাম ২৯৯৯০ টাকা হলে ৮৯৯৭ টাকা ডাউনপেমেন্ট দিতে হবে।

এখন সুবিধা অনুযায়ী ৩ মাস মেয়াদী,৬ মাস মেয়াদী, ৯ মাস মেয়াদী এবং ১২ মাস মেয়াদী এই চারটি মেয়াদে কিস্তি নেয়া যাবে।

  • যদি ৩ মাস মেয়াদী কিস্তি নেয়া হয় তবে ডাউনপেমেন্ট ৩০% (৮৯৯৭/=)দেয়ার পর ০% লাভ্যাংশ হারে মোট বাকি থাকবে ২০৯৯৩ টাকা এবং প্রতিমাসে ৬৯৯৮  টাকার মতন কিস্তি প্রদান করতে হবে।
  • যদি ৬ মাস মেয়াদী কিস্তি নেয়া হয় তবে ডাউননপেমেন্ট ৩০% (৮৯৯৭/=)দেয়ার পর ৩% লাভ্যাংশ হারে মোট বাকি থাকবে ২১৬২৩ টাকা এবং প্রতিমাসে ৩৬০৪ টাকার মতন কিস্তি প্রদান করতে হবে।
  • যদি ৯ মাস মেয়াদী কিস্তি নেয়া হয় তবে ডাউনপেমেন্ট ৩০% (৮৯৯৭/=)দেয়ার পর ৬% লাভ্যাংশ হারে মোট বাকি থাকবে ২২২৫২ টাকা এবং প্রতিমাসে ২৪৭২ টাকার মতন কিস্তি প্রদান করতে হবে।
  • যদি ১২ মাস মেয়াদী কিস্তি নেয়া হয় তবে ডাউনপেমেন্ট ৩০% (৮৯৯৭/=)দেয়ার পর ৮% লাভ্যাংশ হারে মোট বাকি থাকবে ২২৬৭২ টাকা এবং প্রতিমাসে ১৮৮৯ টাকার মতন কিস্তি প্রদান করতে হবে।


কিস্তিতে নেয়ার প্রক্রিয়া:(Credit Card)

ক্রেডিট কার্ডে নেয়ার ক্ষেত্রে ৬ মাস মেয়াদী, ৯ মাস মেয়াদী এবং ১২ মাস মেয়াদী এই তিনটি মেয়াদী কিস্তিতে ল্যাপটপ ক্রয় করা যাবে,এবং ডাউনপেমেন্ট সর্বনিম্ন ৩০% অর্থাত দাম ২৯৯৯০ টাকা হলে ডাউনপেমেন্ট ৮৯৯৭ টাকা (৩০%)  প্রদান করতে হবে।

ডাউনপেমেন্ট দেয়ার পর যে টাকাটি অবশিষ্ট থাকবে তার ওপর লাভ্যাংশ ধরা হবে।

  • যদি ৬ মাস মেয়াদী কিস্তি নেয়া হয় তবে ডাউনপেমেন্ট ৩০% (৮৯৯৭/=)দেয়ার পর ০% লাভ্যাংশ হারে মোট বাকি থাকবে ২০৯৯৩ টাকা এবং প্রতিমাসে ৩৪৯৮ টাকার মতন কিস্তি প্রদান করতে হবে।
  • যদি ৯ মাস মেয়াদী কিস্তি নেয়া হয় তবে ডাউনপেমেন্ট ৩০% (৮৯৯৭/=)দেয়ার পর ৩% লাভ্যাংশ হারে মোট বাকি থাকবে ২১৬২৩ টাকা এবং প্রতিমাসে ২৪০২ টাকার মতন কিস্তি প্রদান করতে হবে।
  • যদি ১২ মাস মেয়াদী কিস্তি নেয়া হয় তবে ডাউনপেমেন্ট ৩০% (৮৯৯৭/=)দেয়ার পর ৬% লাভ্যাংশ হারে মোট বাকি থাকবে ২২২৫২ টাকা এবং প্রতিমাসে ১৮৫৪ টাকার মতন কিস্তি প্রদান করতে হবে।

বি:দ্র: এখানে আমরা উদাহরন হিসেবে Walton Passion WP146u3S মডেলটি বেছে নিয়েছিলাম,অন্যান্য ল্যাপটপেও একই হিসাবে দামের ওপর তাদের কিস্তির অাকার পরিবর্তিত হবে।আর উদাহরন হিসেবে এখানে ডাউনপেমেন্ট ধরা হয়েছিল ৩০%।

আশা করি টিউনটি সকলের ভালো লেগেছে।ভালো লাগলে টিউমেন্ট এ জানাবেন।এরকম আরও দারুন দারুন টিউন পড়ার জন্য আমার ওয়েবসাইট এ সবার আমন্ত্রন রইল।

টিউনটি আগে এখানে প্রকাশিত হয়েছিলো

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার নাম বাছেদ
নগদ ৩০% দেওয়ার পর লেপটপ ১২ মাসের কিস্তি পর্যন্ত উল্লেখ আছে কিন্ত ক্রেডিট কার্ড ছাড়া কিভাবে আমি আপনাদের টাকা পরিশোধ করবো।
যদি বিষয়টা জানালে ভালো হতো।