বর্তমানে বাজারের সেরা ল্যাপটপ কি কি?

বন্ধুরা তোমরা হইত ল্যাপটপ কিনার কথা ভাবছো? কিন্তু বুঝে পাচ্ছো না কি ল্যাপটপ কিনবে। তাহলে তোমার জন্য এই টিউন টি হবে একদম আদর্শ। আজ আমি তোমাদের কাছে তুলে ধরবো বাজারের সেরা ৫ টি ল্যাপটপ ফিচার, যেগুলো কিনলে তুমি কখনো ঠকবে না। তাহলে আসুন জেনে নিই বাজারের সেরা ৫ টি ল্যাপটপ কি কি ?

১. Lenovo ThinkPad X1 Yoga

বাজারের সেরা ল্যাপটপ
Caption: lenovo.com

লিনোভো থিনকপ্যাড এক্স১ ইয়োগা হচ্ছে টেবিল মুড ল্যপটপ, যেটাকে আপনি যত ইচ্ছা ঘুরাতে পারবেন। এটা আপনার পছন্দের শীর্ষে থাকার জন্য যথেষ্ট কারণ এতে নতুন করে যুক্ত করা হয়েছে ওএলইডি (OLED) ডিসপ্লে। আর তাই এই জন্যই আপনি এটাই যেকোন মুভি অথবা প্রোগ্রাম দেখে পাবেন আসল টিভির মত স্বাদ। এটা যেমন স্টাইলিস তেমনি টেকসই।

কি কি ফিচার রয়েছে Lenovo ThinkPad X1 Yoga তে

  • ১৪" ডিসপ্লে যেটা আবার ২-১। যার কারণে আপনি এটাকে কি প্যাড বাদেই ৫ টা আলাদা কোণে ঘুরিয়ে নিতে পারবেন ডিসপ্লেকে।
  • ওএলইডি ডিসপ্লে যেটা আপনাকে দিবে বড় স্কিনে টিভি দেখার মত সুবিধা।
  • ওজনের দিক থেকেও এটা সবার থেকে এগিয়ে কেননা এটার ওজন মাত্র ১.২৭ কেজি। যেটা একে এখনকার সবথেকে কম ওজন ও সবথেকে চিকন ল্যপটপ এ পরিনত করেছে।
  • এটার সাথে থাকছে একটি পেন মানে ডোকেবল (Dockble) পেন যেটাকে মাত্র ১৫ সেঃ চার্জ দিলে ১০০ মিনিট পর্যন্ত চলবে। যেটার সাহায্য আপনি সব কাজ করতে পারবেন।
  • হার্ডওয়্যার এর দিক থেকেও এটা বেশ এগিয়ে কেননা এটাতে ব্যবহার করা হয়েছে রাইটাআইটি (WRITEit) হার্ডওয়্যার ও এর সাথে থাকছে ১০০ টির বেশি এপ্স।
  • এটাকে আপনি ট্যবলেট হিসাবেও ব্যবহার করতে পারবেন। এটার ডিসপ্লেকে খুলে ট্যাব হিসাবে চালালে এটা ১৬ ঘন্টা ব্যকআপ দিবে।

২. Dell Inspiron 7000 2-in-1

বাজারের সেরা ল্যাপটপ
Caption: Dell.com

আপনার পছন্দের ২য় তে থাকার জন্য এটা যথেষ্ট কেননা এর ডিসপ্লে আর কনফিগারেশন দিয়ে এটা হয়ে উঠেছে অসাধারণ একটি ল্যাপটপ। ডিসপ্লের সাইজ ১৫" ও ১৩" আপনি যেটা ইচ্ছা সেটাই কিনতে পরবেন। সিপিইউ কোর আই৫  হওয়াই এটি যেকারো পছন্দের তালিকাই থাকার দাবিদার। এটার এটার কনফিগারেশন এর সাথে পরির্বতনশীল। কনফিগারেশন যত বেশি নিবেন এর দাম টাও তত বাড়বে। ৭৮৯.৯৯  ডলার থেকে শুরু করে ১০৪৯.৯৯ ডলার গিয়ে ঠেকেছে এর দাম। তাই আপনি আপনার বাজেট মত আপনার Dell Inspiron 7000 2 -in-1 টি কিনতে পারেন।

কি কি ফিচার  থাকছে Dell 7000 2-in-1 এ

  • ১৩" থেকে ১৫" ডিসপ্লে যেটা আপনার দাম ও কনফিগারেশন এর সাথে সম্পর্ক যুক্ত।
  • কোর আই৫ (৬ জেনারেশন) (CoreI5 6th Generation processor) ও ৭ জেনারেশন (7th generation processor)। এটাও দাম এর সাথে সম্পর্ক যুক্ত।
  • টার্চ স্কিন।
  • ব্যাটারি ব্যাকআপ ৮ ঘন্টার বেশি মাত্র ২৪ মিনিট চার্জ দিলেই হবে। 🙂
  • ৮-১৬ জিবি র‍্যাম (ডিডি আর ৪)। (দাম এর সাথে সম্পর্ক যুক্ত)।
  • এটার স্কিনকে আপনি ৩৬০ ডিগ্রী ঘুরিয়ে নিতে পারবেন।

৩. Dell XPS 15

বাজারের সেরা ল্যাপটপ
Caption: dell.com

এটাকে সেরা ৫ এর মাঝে রাখার পেছনে কারণ হিসেবে আমি একটি কথাই বলতে পারবো, এটা আপনাকে দিবে ম্যাকবুক চালানোর মত স্বাদ। এটার স্কিন সাইজ ১৫" এবং দেখতে অনেকটা ম্যাকবুক প্রো এর মত। এটার সবথেকে বড় দিকটি হচ্ছে আপনি এটাতে ৪ কে রেজুলেশন ডিসপ্লে। এটারো কনফিগারেশন এর সাথে দাম এর  সম্পর্ক রয়েছে।

কি কি ফিচার থাকছে Dell XPS 15

  • এটার দাম ৯৯৯.৯৯ থেকে শুরু করে যথাক্রমে ১১৯৯.৯৯, ১৩৯৯.৯৯, ১৬৯৯.৯৯ ডলার পর্যন্ত  রয়েছে।
  • এটাতে রয়েছে কোর আই ৩ (Core I3), কোর আই ৫ (Core I 5), কোর আই ৭ (Core I 7) 6 th generation প্রোসেসর। (দামের সাথে সম্পর্ক যুক্ত)
  • র‍্যাম ৮ জিবি।
  • ইন্টেল এইস ডি গ্রাফিক্স কার্ড ৫০০ রয়েছে এতে।
  • ১৫.৬" ডিসপ্লে।
  • এটার ওজন ১.৭৮ কেজি।
  • ৫০০ জিবি থেকে ১০০ জিবি পর্যন্ত মেমোরি।

৪. HP EliteBook Folio G1

বাজারের সেরা ল্যাপটপ
Caption : Hp.cm

এইচপি এলিট বুক আপনার পছন্দের ল্যাপটপ এর মাঝে থাকার জন্য ২ টা বিষয় রয়েছে। প্রথমত এটা হচ্ছে অনেক চিকন ও ২য় কথা হচ্ছে এটাতে আছে ইউএসবি - সি পোর্ট।এটার স্কিন ১৩"যা আপনাকে দিবে একটু বেশি সস্তি, ডিজাইন ও স্টাইল এর দিক থেকে এটা আপনাকে দিবে অন্য রকম লুক।

কি কি ফিচার থাকছে HP EliteBook Folio G1

  • এটার দাম ৯৯৯.৯৯ ডলার যা অনান্য ল্যাপটপ এর থেকে অনেক কম।
  • বায়োমেট্রিক টার্চ লক।
  • ৪ কে রেজুলেশন স্কিন সাপোর্ট।
  • কোর আই ৫(Core I5) 6th generation প্রোসেসর।
  • ৮ জিবি র‍্যাম ও ২৫৬ হার্ড ডিস্ক।
  • ৭২০পিক্সেল ওয়েব ক্যামেরা।
  • ব্যাটারি ব্যাক আপ ৭ ঘন্টা ২ মিনিট ও ৪ কে ভিডিও চলবে  ৪ ঘন্টা ২০ মিনিট।

৫. Apple MacBook Pro (13-inch)

বাজারের সেরা ল্যাপট্প
Caption: apple.com

এপেল ম্যাকবুক কে কেন পছন্দের তালিকাই রেখেছি তা আর আপনাদের আলাদা করে বলা লাগবে না। এটির স্লিম স্কিন ও ১৩" স্কিন আপনাদের দিবে  আন্য রকম আনন্দ। এটাতে আপনি পাচ্ছেন স্কিন ও কিপ্যাড এর আলাদা রকম কম্বিনেশন। ২০১৬এর শেষের দিকে আসলেও এটার কদর ২০১৭ তেও সেই আগের মতই আছে।

কি কি ফিচার আছে Apple MacBook Pro তে

  • দামের দিক থেকে এটার দাম একটু বেশি ১২৯৯ ডলার।
  • স্কিন সাইজ ১৩"।
  • ২.৫ গিগা হার্জ ডুয়েল কোর প্রোসেসর।
  • ৪ জিবি ডিডি আর ৩ র‍্যাম।
  • ৫০০ জিবি হার্ড ডিস্ক।
  • ওজন ২.৭ কেজি ও ০.৬ " প্রস্থ।
  • ইন্টেল ৪০০০ গ্রাফিক্স কার্ড আছে এতে।
  • ৭ ঘন্টার ওপরে ব্যাটারি ব্যাক আপ।

শেষকথা

সকল দিক থেকে বিবেচনা করলে এই ৫ টি ল্যাপটপ কেই আমি সবার শীর্ষে রেখেছি, আমি আশা করি আপনারা যদি এদের মধ্য থেকে যেকোন একটি কিনে থাকেন তাহলে আপনি অব্যশ্যই ঠকবেন না। আপনাদের টিউনটি কেমন লেগেছে তা নিয়ে টিউমেন্ট করবেন আশা করছি।

আশা করছি আপনারা জানাবেন টিউনটি কেমন হয়েছে। টিউনটি পূর্বে প্রকাশিত হয়েছে টেকহিলস.নেট এ

Level 2

আমি সাঈদ পাপ্পু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হ্যালো, আমি সাঈদ পাপ্পূ। আপনাদের মাঝে এসেছি কিছু শিখতে এবং শিখাতে। আমি টেকনোলজি ও টেকনিউজ পড়তে ও লিখতে খুব ভালোবাসি তাই আপনাদের মাঝে এসেছি। আমার নিজেরও ব্লগ আছে http://bn.techills.net


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর পোষ্ট ভাই

    ধন্যবাদ ভাইয়া।
    আপনারা আরো অনুপ্রেরণা দিলে আরো ভালো পোষ্ট করতে পারবো।