বন্ধুরা তোমরা হইত ল্যাপটপ কিনার কথা ভাবছো? কিন্তু বুঝে পাচ্ছো না কি ল্যাপটপ কিনবে। তাহলে তোমার জন্য এই টিউন টি হবে একদম আদর্শ। আজ আমি তোমাদের কাছে তুলে ধরবো বাজারের সেরা ৫ টি ল্যাপটপ ফিচার, যেগুলো কিনলে তুমি কখনো ঠকবে না। তাহলে আসুন জেনে নিই বাজারের সেরা ৫ টি ল্যাপটপ কি কি ?
লিনোভো থিনকপ্যাড এক্স১ ইয়োগা হচ্ছে টেবিল মুড ল্যপটপ, যেটাকে আপনি যত ইচ্ছা ঘুরাতে পারবেন। এটা আপনার পছন্দের শীর্ষে থাকার জন্য যথেষ্ট কারণ এতে নতুন করে যুক্ত করা হয়েছে ওএলইডি (OLED) ডিসপ্লে। আর তাই এই জন্যই আপনি এটাই যেকোন মুভি অথবা প্রোগ্রাম দেখে পাবেন আসল টিভির মত স্বাদ। এটা যেমন স্টাইলিস তেমনি টেকসই।
আপনার পছন্দের ২য় তে থাকার জন্য এটা যথেষ্ট কেননা এর ডিসপ্লে আর কনফিগারেশন দিয়ে এটা হয়ে উঠেছে অসাধারণ একটি ল্যাপটপ। ডিসপ্লের সাইজ ১৫" ও ১৩" আপনি যেটা ইচ্ছা সেটাই কিনতে পরবেন। সিপিইউ কোর আই৫ হওয়াই এটি যেকারো পছন্দের তালিকাই থাকার দাবিদার। এটার এটার কনফিগারেশন এর সাথে পরির্বতনশীল। কনফিগারেশন যত বেশি নিবেন এর দাম টাও তত বাড়বে। ৭৮৯.৯৯ ডলার থেকে শুরু করে ১০৪৯.৯৯ ডলার গিয়ে ঠেকেছে এর দাম। তাই আপনি আপনার বাজেট মত আপনার Dell Inspiron 7000 2 -in-1 টি কিনতে পারেন।
এটাকে সেরা ৫ এর মাঝে রাখার পেছনে কারণ হিসেবে আমি একটি কথাই বলতে পারবো, এটা আপনাকে দিবে ম্যাকবুক চালানোর মত স্বাদ। এটার স্কিন সাইজ ১৫" এবং দেখতে অনেকটা ম্যাকবুক প্রো এর মত। এটার সবথেকে বড় দিকটি হচ্ছে আপনি এটাতে ৪ কে রেজুলেশন ডিসপ্লে। এটারো কনফিগারেশন এর সাথে দাম এর সম্পর্ক রয়েছে।
এইচপি এলিট বুক আপনার পছন্দের ল্যাপটপ এর মাঝে থাকার জন্য ২ টা বিষয় রয়েছে। প্রথমত এটা হচ্ছে অনেক চিকন ও ২য় কথা হচ্ছে এটাতে আছে ইউএসবি - সি পোর্ট।এটার স্কিন ১৩"যা আপনাকে দিবে একটু বেশি সস্তি, ডিজাইন ও স্টাইল এর দিক থেকে এটা আপনাকে দিবে অন্য রকম লুক।
এপেল ম্যাকবুক কে কেন পছন্দের তালিকাই রেখেছি তা আর আপনাদের আলাদা করে বলা লাগবে না। এটির স্লিম স্কিন ও ১৩" স্কিন আপনাদের দিবে আন্য রকম আনন্দ। এটাতে আপনি পাচ্ছেন স্কিন ও কিপ্যাড এর আলাদা রকম কম্বিনেশন। ২০১৬এর শেষের দিকে আসলেও এটার কদর ২০১৭ তেও সেই আগের মতই আছে।
শেষকথা
সকল দিক থেকে বিবেচনা করলে এই ৫ টি ল্যাপটপ কেই আমি সবার শীর্ষে রেখেছি, আমি আশা করি আপনারা যদি এদের মধ্য থেকে যেকোন একটি কিনে থাকেন তাহলে আপনি অব্যশ্যই ঠকবেন না। আপনাদের টিউনটি কেমন লেগেছে তা নিয়ে টিউমেন্ট করবেন আশা করছি।
আমি সাঈদ পাপ্পু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হ্যালো, আমি সাঈদ পাপ্পূ। আপনাদের মাঝে এসেছি কিছু শিখতে এবং শিখাতে। আমি টেকনোলজি ও টেকনিউজ পড়তে ও লিখতে খুব ভালোবাসি তাই আপনাদের মাঝে এসেছি। আমার নিজেরও ব্লগ আছে http://bn.techills.net
🙂