ইন্টেল, ওয়াল্টন ও মাইক্রোসফটের যৌথ উদ্যোগে আসছে ল্যাপটপ

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে সাড়া জাগাতে একসাথে মাঠে নামছে তিন জায়ান্ট। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান মাইক্রোসফট, ইন্টেল করপোরেশন ও বাংলাদেশের ওয়াল্টন এই তিন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে ওয়াল্টন ব্র্যান্ডের ব্যানারে দেশের বাজারে একে একে আসছে বিভিন্ন প্রযুক্তির পণ্য। প্রথম প্রোডাক্ট হিসেবে চলতি মাসের শেষের দিকে বাজারে আসছে ওয়াল্টন ল্যাপটপ। ওয়াল্টন সূত্র জানায়, বাংলাদেশের প্রযুক্তিপ্রেমীদের জন্য অপেক্ষা করছে নতুন চমক, বড় সুখবর।

তথ্যপ্রযুক্তি খাতে বিশাল পরিকল্পনা নিয়ে মাঠে নামছে ওয়াল্টন। প্রযুক্তি পণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশের কাতারে খুব তাড়াতাড়ি নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। যা প্রযুক্তিবিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি অবশ্যই তুলে ধরবে। এই উদ্যোগে সার্বিক সহায়তা দিচ্ছে মাইক্রোসফট ও ইন্টেল।

বাংলাদেশে প্রথমবারের মতো কম্পিউটার হার্ডওয়্যার উৎপাদনে যাচ্ছে ওয়াল্টন। তৈরি হবে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ইলেকট্রনিক্স মাদারবোর্ড। ইউরোপ থেকে সরাসরি আনা হয়েছে মাদারবোর্ড কারখানার প্রযুক্তি। গাজীপুরের চন্দ্রায় ওয়াল্টন কারখানা কমপ্লেক্সে বিশাল পরিসরে পুরাদমে চলছে মেশিনারিজ ইনস্টলেশন। এর আগে জাপান থেকে এসেছে অটো ইনসারশন (এআই) টেকনোলজি এবং সারফেস মাউন্টিং টেকনোলজি (এসএমটি)। যা এখন উৎপাদনে আছে। ওয়াল্টন কারখানায় তৈরি হবে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, উচ্চমানের এলইডি টিভি, মোবাইল ফোন ছাড়াও প্রায় সকল ধরনের কম্পিউটার সামগ্রী। প্রথম আইটি পণ্য হিসেবে সেপ্টেম্বরের শেষের দিকে ক্রেতারা হাতে পাবেন ষষ্ঠ প্রজম্মের উচ্চগতির মাল্টিটাস্কিং বৈশিষ্ট্য সম্বলিত ইন্টেল ল্যাপটপ।

ওয়াল্টন ল্যাপটপে সার্বিক সহায়তা দিচ্ছে ইন্টেল, যার মধ্যে রয়েছে ড্রইং, ডিজাইন, প্রশিক্ষণ, আর্থিক, বিপণন ইত্যাদি। ব্যবহৃত হবে ইন্টেলের লোগো। অন্যদিকে মাইক্রোসফট দিচ্ছে প্রধানত সফটওয়্যার সহযোগিতা যাতে থাকছে বিপণন এবং প্রশিক্ষণ কৌশলগত সহায়তাও। মাইক্রোসফটের জেনুইন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম উইন্ডোজ থাকায় কোনো ধরনের অ্যান্টিভাইরাস ছাড়াই ব্যবহার করা যাবে ওয়াল্টন ল্যাপটপ। বর্তমান বাজার দরের প্রায় অর্ধেক দামে মাইক্রোসফটের জেনুইন অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার বাজারজাত করবে ওয়াল্টন। ওয়াল্টন কর্তৃপক্ষগণ জানায়, আন্তর্জাতিক বাজারের শীর্ষমান নিশ্চিত করতে মাইক্রোসফটের ও ইন্টেলের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে ওয়াল্টন।

ওয়াল্টন ল্যাপটপে ষষ্ঠ প্রজম্মের কোরআই - ৭, ৫ ও ৩ প্রসেসর সরবরাহ করছে ইন্টেল। বাংলাদেশে স্থানীয় ব্র্যান্ড হিসেবে ওয়াল্টনকেই সর্বপ্রথম এ ধরনের সহযোগিতা দিচ্ছে তারা।

ওয়াল্টন গ্রুপের পরিচালক এস এম রেজাউল আলম বলেন, ওয়াল্টন ল্যাপটপ অবশ্যই অন্যান্য ব্র্যান্ডের তুলনায় অনেকটাই সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। এরই মধ্যে, ওয়াল্টন কারখানায় মাদারবোর্ডের মতো উচ্চপ্রযুক্তির হার্ডওয়্যার তৈরির প্রক্রিয়ার কাজ চলছে। পর্যায়ক্রমে প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নের মাধ্যমে দেশেই তৈরি হবে সম্পূর্ণ ল্যাপটপ। তখন অন্যান্য ব্র্যান্ডের তুলনায় ওয়াল্টন ল্যাপটপের মূল্য নেমে আসবে প্রায় অর্ধেক দামে। বিশেষ করে হার্ডওয়্যার উৎপাদন এবং দেশ-বিদেশের বাজারে তা বিপণনে ওয়াল্টন দৃষ্টান্ত স্থাপন করতে চায়। তাদের প্রত্যাশা হলো, মেড ইন বাংলাদেশ খ্যাত প্রযুক্তিপণ্য বাজারজাতকরণের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে।

2016-09-03-19-26-13-806
বাংলাদেশে ইন্টেল করপোরেশনের কান্ট্রি ম্যানেজার জিয়া মঞ্জুর বলেন, বাংলাদেশে প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পের অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখায় ওয়াল্টনকে ইন্টেলের পক্ষ থেকে অনেক অভিনন্দন। বাংলাদেশের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে প্রযুক্তিপণ্য পৌঁছে দিতে ওয়াল্টনের উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে ইন্টেল সব সময় ওয়াল্টনের পাশে থাকবে।

মাইক্রোসফটের পূর্ব-দক্ষিণ এশিয়ার ওইএম পরিচালক পুবুদো বাসনায়েকে বলেন, সারা বিশ্বে ছড়িয়ে থাকা বিভিন্ন পার্টনারদের সহযোগিতায় স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন ডিভাইস বিপণনের মাধ্যমে মাইক্রোসফটের বাজার সম্প্রসারিত হচ্ছে। ওয়াল্টনের সঙ্গে স্থানীয়ভাবে আইটি ডিভাইস তৈরিতে থাকতে পেরে মাইক্রোসফট অনেক সন্তুষ্ট। আশা করছি আমাদের এই যৌথ উদ্যোগ বাংলাদেশের আইটি খাতে ইতিবাচক অবদান অবশ্যই রাখবে। তিনি আরো বলেন, ওয়াল্টন বাংলাদেশের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স উৎপাদন শিল্পে নেতৃত্ব দিচ্ছে।

আশা করছি আমাদের এই যৌথ উদ্যোগ বাংলাদেশের আইটি খাতে ইতিবাচক অবদান অবশ্যই রাখবে। তিনি আরো বলেন, ওয়াল্টন বাংলাদেশের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স উৎপাদন শিল্পে নেতৃত্ব দিচ্ছে। আশা করছি ল্যাপটপের মতো প্রযুক্তিপণ্যেও তারা দেশকে নেতৃত্ব দেবে। এক্ষেত্রে ওয়াল্টনকে যতটা সম্ভব সব ধরনের সহযোগিতা দেবে মাইক্রোসফট। সময় এখন বাংলাদেশের এই স্লোগান নিয়ে বিপণন কৌশল সাজিয়েছে ওয়াল্টন। প্রাথমিকভাবে ষষ্ঠ প্রজম্মের প্রসেসরসমৃদ্ধ কেরোন্ডা, ওয়্যাক্স জাম্বু, প্যাশন ও টেমারিন্ড – এই চার সিরিজের মোট ১৯ টি মডেলের ল্যাপটপ বাজারে ছাড়ছে তারা। দাম থাকছে ২৯,০০০ টাকা

নতুন সব মিউজিক পেতে
OnekBD.Comভিজিট করুন

Level 1

আমি মোঃ শাহিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস