এবার আপনার ল্যাপটপকে বানিয়ে ফেলুন টাচস্ক্রীন !!! (ভিডিওসহ)

টাচস্ক্রিন প্রযুক্তির ল্যাপটপ ব্যবহারের ইচ্ছা সকলেরই। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের টাচস্ক্রিন প্রযুক্তি ল্যাপটপও পাওয়া যাচ্ছে। কিন্তু উচ্চ মূল্যের কারণে সাধারণত অনেকেই টাচস্ক্রিন প্রযুক্তির ল্যাপটপ থেকে দূরে থাকতে বাধ্য হচ্ছেন।

তবে সেই আক্ষেপ এবার মিটতে চলেছে সহজেই। ছোট্ট একটি ডিভাইস ব্যবহার করেই এবার যেকোনো ল্যাপটপের স্ক্রিনকে পরিণত করা যাবে টাচস্ক্রিনে!

নতুন এই ডিভাইসটির নাম ‘এয়ারবার’। এটি একটি বিশেষ ধরনের ইউএসবি ডিভাইস, যা যেকোনো ল্যাপটপে সংযোগ করা মাত্রই ল্যাপটপের স্ক্রিন পরিণত হবে টাচস্ক্রিনে।

ইউএসবি পোর্টে সংযোগ দিয়ে এয়ারবাস ডিভাইসটি ল্যাপটপের স্ক্রিনে নিচে লাগানো মাত্রই এর থেকে নির্গত একটি অদৃশ্য ল্যাপটপের ডিসপ্লেকে আবৃত করে রাখবে। আর এর ওপর টাচ করেই ল্যাপটপে টাচস্ক্রিনে কাজ করা যাবে।

সবথেকে মজার বিষয় হচ্ছে, এয়ারবার-এর সাহায্যে আপনি খালি হাতে বা গ্লাভস হাতে অথবা যেকোনো বস্তু দিয়েও ইশারা করে এর টাচ প্রযুক্তিটি ল্যাপটপে ব্যবহার করতে পারবেন।

এই ডিভাইসটির বিশেষ সুবিধা হচ্ছে এটি ব্যবহার করতে বাড়তি কোনো সফটওয়্যার লাগবে না। উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত যে কোনো ল্যাপটপ ও ক্রোমবুকে এটি ব্যবহার করা যাবে। ডিভাইসটির মূল্য মাত্র ৪৯ ডলার। http://air.bar সাইট থেকে এটির প্রি-অর্ডার দেওয়া যাবে।

 

ভিডিওতে দেখুন এয়ারবার ডিভাইসটির সুবিধা:

 

Level New

আমি মোঃ শাহীন শাহ শাহীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

free order kora jay na too…..