যত্নে রাখুন আপনার শখের প্রযুক্তি পণ্য

আমার আজকের টিউন টি আপনার শখের ল্যাপটপ টি কিভাবে অনেক দিন পর্যন্ত ব্যবহার করবেন  কোন রকম সমস্যা ছাড়া।

ল্যাপটপের ব্যাটারির যত্ন : ব্যাটারির লাইফ টাইম বাড়াতে স্কিনের ব্রাইটনেস কমিয়ে ব্যবহার করুন।  প্রসেসরের উপর চাপ কমাতে অপ্রয়োজনীয় প্রোগ্রাম বন্ধ রাখুন।  ব্যাটারি কানেক্টরের লাইন মাঝে মাঝে পরিষ্কার করুন।  কম দরকারি উইন্ডোগুলো মিনিমাইজ করে রাখুন।  সরাসরি সূর্যের আলোয় ল্যাপটপ ব্যবহার করা থেকে বিরত থাকুন।  ল্যাপটপের সিডি/ডিভিডি রমের ক্ষমতা কম থাকে তাই সব সময় হার্ডডিস্ক থেকে মুভি/গান চালাবেন।  এয়ার ভেন্টের পথ খোলা রেখে সহজে বাতাস চলাচল করে এমন স্থানে ল্যাপটপ রেখে কাজ করুন।  শার্টডাউনের পরিবর্তে হাইবারনেট অথবা স্লিপ অপশন ব্যবহার করতে পারেন।  দরকার ছাড়া ব্লু-টুথ এবং ওয়াই-ফাই কানেকশন বন্ধ রাখুন।  হার্ডডিস্ক ও সিপিইউ এর মেইনটেন্স এর সময় কোন প্রকার কাজ করা উচিত নয়।  এসব নিয়মগুলো অনুসরণ করলে আপনার ল্যাপটপের ব্যাটারি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে।
এন্টি-ভাইরাস ব্যবহার করুন : বেশির ভাগ ক্ষেত্রেই ভাইরাস ও ট্রোজান ক্ষতি করে বলেই অনেকেই বিশ্বাস করেন।  কিন্তু এমন কিছু প্রোগ্রাম আছে যেগুলো নিজে নিজেই কপি হয় এবং কম্পিউটারের ক্ষতি সাধন করে সেসবকে ধ্বংস করতে এই এন্টি-ভাইরাসই কিন্তু কার্যকরি ভূমিকা রাখে।  অন্যদিকে, কম্পিউটারের গোপনীয় কোডগুলোকে সুরক্ষিত রাখে ট্রোজান।  কাজেই কম্পিউটার বা ল্যাপটপকে ভালো লাখতে চাইলে অবশ্যই ভাল মানের একটি এন্টি-ভাইরাস ব্যবহার করতে হবে।
পাবলিক ওয়াই-ফাই থেকে দূরে থাকুন : পাবলিক ওয়াই-ফাই ব্যবহার থেকে সবসময় দূরে থাকুন।  কারণ এতে করে নেটওয়ার্কের সমস্যার পাশাপাশি আপনাকে চরম বিপদে পড়তে হয়।  এমনকি এটি ব্যবহারে কোনো পাসওয়ার্ড না থাকায় আপানার কাজ অন্য একজন সহজেই দেখতে পারবে।  এমনকি তারা আপনার ব্যক্তিগত তথ্য কিংবা আপানার পাসওয়ার্ডও চুরি করতে পারে।  কাজেই যতটা সম্ভব পাবলিক ওয়াই-ফাই ব্যবহার এড়িয়ে চলার চেষ্টা করুন।
হ্যাকার থেকে সাবধান : হ্যাকারদের হাত থেকে প্রযুক্তি পণ্যকে বাঁচাতে চাইলে প্রথমত সুরক্ষিত পাসওয়ার্ড ব্যবহার করুন।  পাসওয়ার্ড দেয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রতীক ব্যবহার করতে পারেন।  তা না হলে সহজ পাসওয়ার্ডে হ্যাকাররা সহজেই তথ্য হ্যাক করে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।

ভাল লাগলে আমার সাইটা ঘুরে আসতে পারেন 

Level 0

আমি শান্ত খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস