এডুমেকার ল্যাপটপ মেলা-২০১৫ এর দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার ছুটির দিনটি ক্রেতা-দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে। আর এ মেলায় যুক্তরাষ্ট্রের স্বনামধন্য প্রযুক্তিপ্রতিষ্ঠান এইচপি এনেছে ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ল্যাপটপ। তবে স্মার্ট টেকনোলজির এ ল্যাপটপ বিক্রিতে নগদ ৩ হাজার টাকা ছাড় ও এইচপির আকর্ষণীয় হেডফোন বিনামূল্যে দিচ্ছে।এভরি কাস্টমার ইজ উইনার- এ স্লোগানে এইচপি বাংলাদেশের বিপণন বিশেষজ্ঞ ফাহিমা আফরিন এষা বলেন, "মেলায় ক্রেতাদের সমাগমে আমরা খুশি। প্রথম দিনের চেয়ে দ্বিতীয়দিনে বিক্রি আরও বেড়েছে। সন্ধ্যা নাগাদ এ বিক্রি আরও বাড়বে বলেই আশা করি। আমাদের প্যাভেলিয়নে আমরা দর্শনার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। থাকছে পুরস্কারের ব্যবস্থা। ল্যাপটপ কিনলেই পাচ্ছে স্ক্র্যাচ কার্ড সুবিধা।"স্মার্ট টেকনোলজি সর্বনিম্ন ২৩ হাজার টাকা থেকে ১ লাখ ১০ হাজার টাকা পর্যন্ত এইচপির ল্যাপটপ বিক্রি করছে। শীতকালীন উদযাপন উপলক্ষে তারা দিয়েছে ডাবল গিফট অফার। ৭০০ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। কোর আই থ্রি অথবা কোর আই ফাইভ যে কোনো ল্যাপটপের সঙ্গে মাউস ফ্রি।এদিকে, এইচপি এনভি-১৫ নামের লাখ টাকার এ ল্যাপটপে আছে পঞ্চম জেনারেশনের ৩ গিগাহার্জ ক্লক স্পিডের কোর আই ৭ প্রসেসর। এতে আছে ৮ জিবি র্যাম ও ৪ জিবি এনভিডিয়া গ্রাফিক্স কার্ড। ১ টেরা বাইট হার্ডডিস্কের সঙ্গে আরো আছে ২৫৬ জিবি সলিড স্ট্রেইট ড্রাইভ। মডার্ন সিলভার কালার এ ল্যাপটপে ডিভিডি রাইটারও আছে। আছে ১৫ দশমিক ৬ ইঞ্চির টাচ স্ক্রিন ডিসপ্লে।এছাড়া, এইচপির সর্বনিম্ন ল্যাপটপটির নাম এইচপি ১৪-জি১০৩এইউ। ২৩ হাজার টাকা মূল্যের এ ল্যাপটপে এএমডি ডুয়েল কোর প্রসেসর, ২ জিবি র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক আছে। কম দামের হলেও এতে ১ জিবি রেডন এইচডিআর ২ গ্রাফিক্স কার্ড আছে। ১৪ ইঞ্চির মনিটরসহ এটিতে আছে ডিভিডি রাইটারও।স্মার্ট টেকনোলজি এবং এইচপি নোটবুকগুলোতে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেবে।
টিউনটি পূর্বে
এখানে প্রকাশিত হয়েছে।
ঘরে বসে আয় করার জন্য এই পোষ্টটি দেখতে পারেন।
https://goo.gl/iGaqGW