ল্যাপটপ কেনার ব্যাপারে Expert ভাইরা হেল্প করেন

আসসালামু আলাইকুম,এটা টেকটিউনস-এ আমার প্রথম টিউন

  😈 আমি  একটা  2nd  Hand  ল্যাপটপ  কিনতে চাচ্ছি।www.ekhanei.com এ অনেক গুলো কোম্পানির এড দেখলাম।এই কোম্পানি/দোকান গুলোর উপরে কি বিশ্বাস করা যায়  ? আর 2nd hand ল্যাপটপ কেনার ব্যাপারে কি কি জিনিস দেখে নিতে হবে ? Kindly জানাবেন

 

আর আরেকটা বিষয় জানার ছিল টেকটিউনস এ টিউন করতে বিষয়বস্তু ২০০ শব্দের হতে লাগে কিন্তু আমি কিছু টিউন দেখেছি যেগুলাতে ২০০ শব্দ থাকে না। আবার অনেক সময় কিছু কিছু টিউন হয় যেগুলা ২০০ সব্দের আগেই শেষ হয়ে যায়। এই টিউনাটা প্রায় শেষ কিন্তু এখানে কেবল ৮০টা শব্দ দেখাচ্ছে।এক্ষেত্রে কি করব...?

আগের একটা অন্য টিউন ছিল দিতে পারি নাই এখানে দিয়ে দিলাম...Don't mind

অ্যাপলের তৈরি আইফোনের পরবর্তী সংস্করণ আইফোন ৬এস চীনের বিভিন্ন কারখানায় তৈরি হচ্ছে বলে জানিয়েছে একাধিক সংবাদসংস্থা, আর এর মধ্যেই ফাঁস হয়ে গেছে ডিভাইসটির ছবি।

আনুষ্ঠানিক ঘোষণার আগে নির্মাণাধীন পণ্যবিষয়ে কঠোর গোপনীয়তার রেওয়াজ রয়েছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ফাঁস হওয়া ছবি দেখে বর্তমান আইফোন ৬-এর সঙ্গে আইফোন ৬এস-এর তেমন কোনো পার্থক্য লক্ষ্য করা যায় নি। তবে ৬এসের আভ্যন্তরীণ যন্ত্রাংশে বড় পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

৪.৭ ইঞ্চির আইফোন ৬এস দেখতে প্রায় আইফোন ৬-এর মতোই হবে বলে জানিয়েছে সিএনএন। তবে ক্যামেরার অবস্থানে ছোট পরিবর্তনের সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে সাইটটি। সত্যতা মেলেনি ৬এস-এ ডুয়াল-লেন্স ক্যামেরা থাকার গুজবের। ফাঁস হওয়া ছবিগুলোর ৬প্লাস-এর কেসিংয়ের মাউন্টিং পোর্টের অবস্থানের পরিবর্তনের কারণে ধারণা করা হচ্ছে নতুন লজিক বোর্ড থাকবে স্মার্টফোন গুলোতে।

আইফোন ৬-এর কিনারা ঘেষে রাখা ‘অ্যান্টেনা লাইন’-এর অনুপস্থিতি থাকবে ৬এসে-- এমন গুজবও শোনা যাচ্ছিল প্রযুক্তি পণ্যের বাজারে। তবে ফাঁস হওয়া ছবিগুলো বিশ্লেষণের পর নাইনটুফাইভম্যাকের মত-- ৬এসেও থাকবে ‘অ্যান্টেনা লাইন’।

এখন পর্যন্ত আই ফোন ৬এস-এর সব চেয়ে আলোচিত ফিচার হিসেবে বিবেচনা করা হচ্ছে এর ‘ফোর্স টাচ’ ফিচার। এর মাধ্যমে টাচ স্ক্রিনে আঙুলের চাপের মাত্রা বুঝতে পারবে ডিভাইসটি।

Level 0

আমি আবু সাঈদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি এক কথায় বলতে চাই! এখান থেকে কিছু কিনেন না!

new kenai valo……… er budget 20 hazar er kacakaci hole 25 hazar er moddhe new netbook paben asus/samsung/acer er

Thnx For share