গুগলের ক্রোমবুক বাজারে আসার সাথে সাথে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই নেটবুকটি অত্যন্ত সস্তা এবং ইউজার ফ্রেন্ডলি হওয়ায় সহজে ক্রেতা আকৃষ্ট করতে পারছে।
এই বাজার ধরতেই আরো সস্তায় এবং অনেক বেশি সুবিধা নিয়ে বাজারে এসেছে উইন্ডোজের HP Stream 11। এই ল্যাপটপটি অনেকটা নেটবুকের মতোই। এর অপারেটিং সিস্টেম ইউন্ডোজ ৮.১। স্ক্রিন সাইজ ১১.৬ ইঞ্চি।
হালকা ও কালারফুল কভার সম্বলিত ল্যাপটপটিতে রয়েছে ইনটেল সেলেরন প্রসেসর। উইন্ডোজের সব সুবিধাই এতে পাওয়া যাবে। এছাড়া ডেস্কটপের অন্য সব সফটওয়্যার ইনস্টলের সুবিধাও আছে যেটা গুগলের ক্রোমবুকে নেই।
এছাড়া ক্রেতা আকর্ষণের জন্য মাইক্রোসফটের জনপ্রিয় অফিস প্রোগ্রামের মোবাইল সংস্করণ Office 365 এক বছরের জন্য ফ্রি দেয়া হবে। শুধু তাই নয় অনলাইন স্টোরেজ OneDrive এ এক টেরাবাইট মেমোরি ফ্রি।
আকর্ষণীয় এই ল্যাপটপের দাম ধরা হয়েছে মাত্র ২০০ ডলার! বা বাংলাদেশি ১৫ হাজার ৪৬২ টাকা। এটি অবশ্য বাংলাদেশের বাজারে আসতে একটু সময় লাগবে।
টিউনটি আগে এখানে প্রকাশিত। ভালো লাগলে বাংলা ব্লগ সাইট - freelancer tunes এও এক্টিভ থাকার জন্য অনুরোধ করছি।
আমি Sumon Web expert। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এসো এসো… আমার ঘরে এসো…