আপনার Laptop এর ব্লুটুথ এর নাম পরিবর্তন করুন ( নতুন ব্যবহারকারীদের জন্য)

(এই পোস্ট শুধু মাত্র নতুন Laptop ব্যবহারকরীদের জন্য। এক্সপার্টদের ভিতরে প্রবেশ করে সময়ক্ষেপন করার প্রয়োজন নেই।)

কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন। আজ দেখাব কিভাবে আপনার Laptop এর ব্লুটুথ এর নাম পরিবর্তন করবেন।

আপনি একটি Laptop কিনেছেন। ব্লুটুথ দিয়ে Data আদান প্রদান করার সময় দেখলেন Default একটি নাম দেওয়া আছে। অনেক চেষ্টা করেও এই নামটি পরিবর্তন করে নিজের পছন্দসই নাম দিতে পারছেন না। তাহলে এই টিউনটি আপনার জন্য।

আপনার Laptop এর ব্লুটুথ এর নাম পরিবর্তন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

১। প্রথমে Run এ গিয়ে Devmgmt.msc লিখে ok দিন। (Run এ যাবার জন্য Window Key + R চাপুন)

ধাপ ১

২। Device Manager চালু হলে ছবিতে দেখানো ত্রিভুজের মত অংশে মাউসের রাইট ক্লিক করুন।

ধাপ ২

৩। এবার ছবিতে দেখানো Bluetooth Device অংশে ডাবল ক্লিক করুন।

ধাপ ৩

৪। নতুন প্রাপ্ত ডাইয়ালগ বক্স হতে Advance tab নির্বাচন করে Radio Information এ আপনার পছন্দ মত নামটি দিয়ে ok দিন।

ধাপ ৪

৫। এবার আবার Bluetooth Device অংশে মাউসের রাইট ক্লিক করে Scan for hardware changes নির্বাচন করুন।

৬। Congrats আপনার Laptop এর ব্লুটুথ নেম চেঞ্জ হয়ে গেছে। এবার Device Manager Window টি বন্ধ করুন।

আবার বলছি, এই পোস্ট শুধু মাত্র নতুন laptop user দের জন্য। অন্যকেউ এতে বিরক্ত হলে নিজ দায়িত্বে হবেন।

আমার ব্লগ দেখতে চাইলে ঘুরে আসুন।

Level 0

আমি Md. Ariful Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের চলার পথে ছড়িয়ে ছিটিয়ে থাকা জ্ঞানগুলোকে নিজের মধ্যে সঞ্চিত্ত করে সকলে উপকারে ছড়িয়ে দিতে চাই। নিজের সম্পর্কে বলতে চাই আমিও আপনার মত সাধারণ একজন, আসুন একসাথে পথ চলি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ ভাই। একটা বেপার বুঝলাম না………! আজকে ই এটা try করে পারি নাই। আজকে ই TT তে ধুকে দেখি এটা নিয়ে লেখা হয়েছে। এর আগে ও অনেক বার এরকম হয়েছে যে, যে বেপার টা নিয়ে Problem এ পরেছি, TT তে ধুকে ই দেখি ওই টা নিয়ে Post করা হয়েছে…!

ভাই, । আমার Laptop এর ব্লুটুথ কাজ করছে না, bluetooth device working properly দেখায়, কিন্ত কোন ডিভাইস search করে পায় না

model: Acer Aspire 4752