কিস্তিতে নিন DELL এর ল্যাপটপ

আমার দেশ আমার গ্রাম” কিস্তিতে ল্যাপটপ কেনার সুযোগ করে দিচ্ছে। “ট্রাস্ট ব্যাংকের” সহায়তায় তারা এই সুবিধা দিচ্ছে। এই সুবিধা নিতে পারবে শুধুমাত্র শিক্ষার্থীরা এবং নারী উদ্যোক্তারা। মাত্র ২০% ডাউন পেমেন্ট দিয়ে ২ বছরের কিস্তিতে এই ল্যাপটপ নেয়া যাবে। প্রতিষ্ঠানটি এর বিনিময়ে মাত্র ১৫% সুদ নিবে।   সূত্র

তারা বর্তমানে দুটি মডেলের ল্যাপটপ বিক্রি করছে।

১। Dell Inspiron N3421, DUAL CORE 2127U

২। Dell Inspiron 3421 Core i3 3217U

ল্যাপটপের স্পেছিফিকেশনঃ

১। Dell Inspiron N3421, DUAL CORE 2127U

Brand

Dell

Model

Dell Inspiron N3421

Processor

Intel PDC 2127U

Clock Rate

1.90 GHz

RAM Type

DDR3

RAM

2 GB

HDD

500 GB

Display Size

14"

Display Type

LED Display

Graphics Chipset

Intel HD Graphics

Optical Device

SuperMulti DVD burner

Network

10/100 Base T

Wifi

802.11 b/g/n

Bluetooth

V4.0+HS

WebCam

1.0 MP

Card Reader

4 in 1

Backup Time

3 Hours

Battery

6 Cell

Operating System

Free DOS

Weight

2.23 Kg

Warranty

3 Year

Short Description

Dell Inspiron N3421 PDC 2127U (1.90GHz,2GB,500GB) 14 Inch Black Notebook

Long Description

Model - Dell Inspiron N3421, CPU - Intel PDC 2127U, CPU Clock Rate - 1.90GHz, Display Size - 14", Display Type - LED Display, RAM - 2GB, RAM Type - DDR3, HDD - 500GB, Graphics - Intel HD Graphics, Optical Device - DVD +/-WR, Network - 10/100 Mbps ,802.11 b/g/n, Bluetooth - 4.0 + HS, WebCam - 1.0, Card Reader - 4-in-1, Backup Time - 3 Hrs Backup, Battery - 6 Cell, Operating System - Free DOS, Weight - 2.23 Kg, Warranty - 3 Year Warranty, Color - Black

রায়ান্স এ এটির মূল্য ২৮,৩০০ টাকা। কিন্তু “আমার দেশ আমার গ্রাম” এর মতে এর মূল্য ৩১,৯০০ টাকা। যার ডাউন পেমেন্ট ৬,৩৮০ টাকা এবং মাসিক পেমেন্ট ১,২৩৭ টাকা, যা ২৪ মাসে পরিশোধযোগ্য।     সূত্র

২। Dell Inspiron 3421 Core i3 3217U

Brand

Dell

Model

Dell Inspiron 3421 Core i3 3217U (1.80GHz,2GB,500GB) 14 Inch Black Notebook

Processor

3rd Gen Intel Core i3 3217U

Clock Rate

1.80 GHz

RAM Type

DDR3

RAM

2 GB

HDD

500 GB

Display Size

14"

Display Type

LED

Graphics Chipset

Intel HD

Optical Device

DVD writer +/-

Network

10/100/1000Mbps gigabit Lan,802.11b/g/n (WiFi)

Bluetooth

Yes

WebCam

1.3 MP

Card Reader

Multi card reader

Backup Time

3 Hours

Battery

6 Cell

Operating System

Free DOS

Weight

1.9 Kg

Warranty

3 Year

Short Description

Dell Inspiron 3421 Core i3 3217U (1.80GHz,2GB,500GB) 14 Inch Black Notebook

Long Description

Model - Dell Inspiron 3421 Core i3 3217U (1.80GHz,2GB,500GB) 14 Inch Black Notebook, CPU - 3rd Gen Intel Core i3 3217U, CPU Clock Rate (GHz) - 1.80, Display Size (Inch) - 14, Display Type - LED, RAM (GB) - 2, RAM Type - DDR 3, HDD(GB) - 500, Graphics (Chipset) - Intel HD, Optical Device - DVD writer +/-, Network - 10/100/1000Mbps gigabit Lan,802.11b/g/n (WiFi), Bluetooth - Yes, WebCam (MP) - 1.3, Card Reader - Multi Card Reader, Backup Time (Hrs.) - 3, Battery (Cell) - 6, Operating System - Free Dos, Weight - 1.9kg, Warranty (Year) - 3

রায়ান্স এটির মূল্য নিবে ৩২,৮০০ টাকা। আর “আমার দেশ আমার গ্রাম” এর মূল্য নির্ধারণ করেছে ৩৬,৩০০ টাকা। এটি পেতে হলে ৭,২৬০ টাকা ডাউন পেমেন্ট এবং ২৪ টি সমান কিস্তিতে প্রতিমাসে ১,৪০৮ টাকা পরিশোধ করতে হবে।   সূত্র

ক্রেতার যোগ্যতাঃ

v ছাত্রছাত্রী-

  • যেকোন ছাত্রছাত্রী লোনের জন্য আবেদন করতে পারবে।
  • যদি ছাত্রছাত্রীরা লোন গ্রহণের জন্য যোগ্য না হয়, তবে তার পক্ষে আবেদনের জন্য গ্যারান্টর অভিভাবক দরকার হবে। অভিভাবকদের নিম্নোক্ত যোগ্যতা থাকতে হবেঃ-
    • পাসপোর্ট/ভোটার আইডি/ড্রাইভার লাইসেন্স/ওয়ার্ড কমিশনার প্রদত্ত সার্টিফিকেট।
    • ছবি এবং বিজনেস কার্ড
    • বিগত ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট
    • স্যালারি স্লিপ
    • ট্রেড লাইসেন্স
    • টিন (TIN)
    • জমির দলিল/ভাড়ার স্লিপ
  • আবেদনকারীর বয়স হতে হবে ২১-৬৫ বছরের মধ্যে।
  • আবেদনকারীর (ছাত্রছাত্রী/গ্যরান্টর অভিভাবক) দু’জন গ্যারান্টর লাগবে, যার একজন হবেন আবেদনকারীর পরিবারের মধ্য থেকে এবং অন্যজন সহকর্মী বা বন্ধু।
  • গ্যারান্টরদের নিম্নোক্ত যোগ্যতা থাকতে হবেঃ-
    • চাকরিজীবী – ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতাসহ বর্তমান কর্মক্ষেত্রে ৬ মাসের চাকরির স্থায়িত্ব। বেতন সরকারি ন্যূনতম ১২,০০০ টাকা এবং বেসরকারি – ন্যূনতম ১৫,০০০ টাকা।
    • প্রফেশনাল – ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা। আয় ন্যূনতম ২৫,০০০ টাকা।
    • ব্যবসায়ী – বর্তমান ব্যবসায়ে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা। আয় ন্যূনতম ২৫,০০০ টাকা।            সূত্র

v মহিলা উদ্যোক্তা-

  • পাসপোর্ট/ভোটার আইডি/ড্রাইভার লাইসেন্স/ওয়ার্ড কমিশনার প্রদত্ত সার্টিফিকেট।
  • ছবি এবং বিজনেস কার্ড
  • ন্যূনতম ৩ বছরের ব্যবসায়ীক অভিজ্ঞতা
  • বিগত ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট
  • স্যালারি স্লিপ
  • ট্রেড লাইসেন্স
  • টিন (TIN)
  • জমির দলিল/ভাড়ার স্লিপ
  • আবেদনকারীর বয়স হতে হবে ২১-৬৫ বছরের মধ্যে।

v আবেদনকারীর দু’জন গ্যারান্টর লাগবে, যার একজন হবেন আবেদনকারীর পরিবারের মধ্য থেকে এবং অন্যজন সহকর্মী বা বন্ধু।

v গ্যারান্টরদের নিম্নোক্ত যোগ্যতা থাকতে হবেঃ-

  • বেতন-

¨     সরকারি – ১২,০০০ টাকা

¨     বেসরকারি – ১৫,০০০ টাকা

¨     ব্যবসায়ী – ২৫,০০০ টাকা             সূত্র

v লোন আবেদনের জন্য যেসব ডকুমেন্ট দিতে হবেঃ-

  • পাসপোর্ট/ভোটার আইডি/ড্রাইভার লাইসেন্স/ওয়ার্ড কমিশনার প্রদত্ত সার্টিফিকেট।
  • ছবি এবং বিজনেস কার্ড
  • বিগত ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট
  • স্যালারি স্লিপ
  • ট্রেড লাইসেন্স
  • টিন (TIN)
  • জমির দলিল/ভাড়ার স্লিপ
  • গ্যারান্টর ফর্ম

সব ডকুমেন্ট জমা দেয়ার ৪৮ ঘণ্টার মধ্যে, ব্যাংক লোনের ব্যাবস্থা করবে।   সূত্র

১। Dell Inspiron N3421, DUAL CORE 2127U  এর জন্য আবেদন করুন এখানে, এবং

২। Dell Inspiron 3421 Core i3 3217U এর জন্য এখানে

যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন +৮৮০১৯৩৫১৯৪৩১৬

খাজনার চেয়ে বাজনা বেশী হলেও এটা নিঃসন্দেহে অনেকেরই উপকার করবে।

Level 2

আমি ghosthost। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai,Pabna thekhe ki kena jabe?

    Level 2

    @ইউনুস আহমেদ কোমল: আমার মনে হয় এটা সারা দেশে প্রযোজ্য। তবুও আপনার যেকোন তথ্যের জন্য ওদের হেল্পলাইন (+৮৮০১৯৩৫১৯৪৩১৬) এ যোগাযোগ করুন। ধন্যবাদ।

DELL Inspiron series laptop gulor quality valo na… 3 years ki full warranty naki only service warranty?

Dell latitude series hole valo hoto…

    Level 2

    @shaon_encode: 3 Years (condition apply) ওদের ওয়েবসাইট এ এই তথ্যই দেয়া আছে। আর আমার জানা মতে কোথাও গ্যারান্টি দেয়া হয় না। শুধু সার্ভিস ওয়ার‍্যান্টিই দেয়।