আসসালামু আলাইকুম , আমি অনেক দিন ধরেই টেকটিউনসের পোষ্ট পরি । আমি আজ কম্পিউটারের ব্যাপারে অনেক কিছু জানি আর এর অনেকখানি অবদান টেকটিউনস এর । টেকটিউনের টিউন গুলি অনেক ভালো ও উপকারী তা হয়ত কাউকে বলতে হবে না । আজ আমি আমার প্রথম টিউন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি জানিনা এই টিউনটির ব্যাপারে কতজন জানেন বা জানেন না । যারা জানেন না আশা করছি তাদের কাজে লাগবে । যদি টিউনে ভুল হয়ে থাকে তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
তো চলুন আসল কথায় যাই , সবারই সময়ের দাম আছে , অযথা কথা বাড়িয়ে আপনাদের সময় নষ্ট করব না ।
আমি DELL n series এর N4110 মডেলের ল্যাপটপ ব্যবহার করি । বছর খানিক চলার পরে আমার ল্যাপটপে একটা সমস্যা দেখা দিল আর তা হল আমার ল্যাপটপ shut down হয় না । যেখান থেকে কিনেছিলাম ওখানে সার্ভিসিং করতে দিয়েছিলাম ওরা new windows 7 software install করে দিয়েছিল কিন্তু ঠিক হয় নি । কিছুদিন পর আবার এই সমস্যা দেখা দেয় । আগে থেকে কম্পিউটার ঘাটাঘাটি করতাম বলে ছোট ছোট কিছু বিষয় জানতাম তাই ভাবলাম চেষ্টা করি দেখব কাজ হয় কিনা ! আল্লাহর রহমতে কাজ হয়েছে এখন প্রায় ৫-৬ মাস হয়ে গেল আর এই সমস্যা নেই ।
যারা DELL ব্র্যান্ডের ল্যাপটপ ব্যবহার করেন অথবা যে কোন ব্র্যান্ডের হোক না কেন বা যে কোন অপারেটিং সিষ্টেম ব্যবহার করেন না কেন আশা করছি আপনার shut down problem solve হয়ে যাবে ।
প্রথমে যা করবেন তা হল আগে আপনার ল্যাপটপ ভালো করে চেক করে নিন যে বন্ধ না হওয়া ছাড়া আর কোন সমস্যা আছে কিনা । অনেক সময় ভাইরাস আক্রমণের ফলে এরকম হয়ে থাকে তাই anti virus দিয়ে whole system scan করে নিন । যদি ভাইরাস না থাকে তবে বুঝবেন অপারেটিং সিষ্টেম ঠিক মত কাজ করছে না ।
তখন রেজিষ্ট্রি সেটিংস ঠিক করে এ ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন ।
আসুন দেখি কিভাবে রেজিস্ট্রি ঠিক করবেন ।
প্রথমে desktop এ mouse এর Right বাটনে click করুন ,
click New,
click Shortcut,
\Windows\System32\shutdown.exe -s -t 00
click Next,
name as Shutdown . and click finish
এখন থেকে desktop এ যখন ই এই সর্টকার্টে কিক্ল করবেন আপনার পিসি বা ল্যাপটপ shut down হয়ে যাবে ।
এতেও যদি না হয় তবে ডিভাইস ড্রাইভার চেক করে নিন । যদি critical error ধরা পরে তবে বুঝবেন আপনার পিসি বা ল্যাপটপের hardware এ ত্রুটি আছে তখন আর ঘাটাঘাটি না করে সার্ভিসিং করতে দিন ।
আশা করি টিউনটি কাজে লাগবে আপনাদের । পোষ্টটি পরার জন্য ধন্যবাদ । 😆 😛
আমি shmilton। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I'm new here . i want to give you all of new tricks and i"ll try my best ... help me and suggest me how can i improve myself and my tunes ... thanks everybody to read my profile .. :)
Always try to buy Laptop and mobile from genuine importer or distributor or authorised seller.
This will help U get quality products and thus less trouble with good performace.