কিভাবে সবচেয়ে বেস্ট ল্যাপটপ অর নোটবুক কম্পিউটার সিলেক্ট করবেন আপনার জন্য

how to choose a best laptop , Computer, laptop, notebook computer,laptops, best laptops	কিভাবে সবচেয়ে বেস্ট ল্যাপটপ অর নোটবুক কম্পিউটার সিলেক্ট করবেন আপনার জন্য।প্রিয় পাঠক আজকে আমি আপান্দের সাথে কয়েকটি  গুরুতপুন্ন টিপস অ্যান্ড  টিকস শেয়ার করব যা আপনাদের অনেক উপকারে আসবে বলে আমার ধারনা।আমারা অনেকেই না জেনে না বুঝে কার কাছে না শুনে  ব্যাড কনফিগারেশন এর ল্যাপটপ অর নোটবুক কিনে থাকি কিন্তু পরে যখন ওই ল্যাপটপ দিয়া কোন কাজ করা ,বা গেম খেলা যাই না তখন আমরা বুঝতে পারি ।কিন্তু  পড়ে বুঝে  লাভ হয় ণা।তাই যদি ল্যাপটপ অর নোটবুক কম্পিউটার কিনার আগে যদি আমারা একটু  ভালো  কনফিগারেশন এর ল্যাপটপ অর নোটবুক কিনে থাকি তাহলে  ফিঊচারে আর প্রব্লেম হবে না।

ত চলুন দেখি  ল্যাপটপ অর নোটবুক কিনার আগে আমাদের কোন কোন  বিষয়ের প্রতি খেয়াল রাখা উচিত।

১. প্রথমে আপনি ডিসিশন নিন আপনি ল্যাপটপ অর নোটবুক দিয়া কি কাজ করবেন যেমনঃ সিমপ্লে কাজ করবেন ,নাকি গেম খেল্বেন না জটিল কোন কাজ করবেন।

২.তারপর কোন ব্রান্ডের ল্যাপটপ অর নোটবুক কিনতে চান সেটা ঠিক করেন। যেমন আপনি  এইচপি, সামসুং, ডেল ,তসিবা,আসুস ,এসার,লেণোভ,কমপ্যাক ইত্তাদি পারেন।আর যদি বাজেট বেশি হয় তাহলে অ্যাপল মাকবুক অরসনি ভাইও কিনতে পারেন।

৩.যদি আপনি ল্যাপটপ দিয়া জটিল কাজ যেমন প্রগ্রাম্মিং,আপ্পস ডেভেলপমেন্ট ,অর সিমুলেশন করতে চান তাহলে  হার্ডডিস্ক নিবেন ৫০০জিবি অর তার চেয়ে বেশি,  র‍্যাম ২জিবি অর ৪ জিবি।প্রসেসর কোর i3 or core i5 অ্যান্ড ব্যাটারি বাকপ মিনিমাম ৩ আওউর।

৪.যদি আপনি ল্যাপটপ দিয়া  কিছু সিমপ্লে  হোম টাস্ক অর স্কুল টাস্ক করতে চান  তাহলে  আপনি কনফিগারেশন  নিতে পারেন হার্ডডিস্ক  ২৫০ অর ৩০০ জিবি অর তার চেয়ে বেশি,  র‍্যাম ১ জিবি অর ২ জিবি।প্রসেসর ডুয়েল কোর অর কোর  ডু অ্যান্ড ব্যাটারি বাকপ মিনিমাম  ২ আওউর।

৫..যদি আপনি ল্যাপটপ  অর নোটবুক দিয়া   গেম খেলতে চান তাহলে  আপনি কনফিগারেশন  নিতে পারেন হার্ডডিস্ক  ৫০০ জিবি  অর ১ টেরা জিবি অর তার চেয়ে বেশি,  র‍্যাম ৪ জিবি অর ৮জিবি।প্রসেসর প্রসেসর কোর i3 or core i5 অর  core i7 অ্যান্ড ব্যাটারি বাকপ মিনিমাম  ৫/৪ আওউর।

ত  প্রিয় পাঠক আজ এই পর্যন্তই আগামিতে আবার দেখা হবে  অন্য কোন পোস্ট নিয়ে সেই  পর্যন্ত সবাই ভালো থাকবেনর ।আর এই পোস্ট থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের কাজে লাগলে আমার কষ্ট সার্থক হবে বলে আমি মনে করি।

সময় দিয়ে পড়ার জন্য ধন্যবাদ।

********************** মোঃ হূমায়ুন কবির পিন্টূ রুয়েট রাজশাহীি**************************

(এই পোস্ট টি  প্রথম প্রকাশ হুয়েছে আমার নিজের ব্লগ-EasytechTips24 এ)

Level 0

আমি hkabirpintu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

HI, I am Md.Humayun kabir ,From Bogra Bangladesh,.I am a professional web programmer having 3 year+ experience on web programming,web developing and web design.i have also a passion which is blogging.I have two online blog where i a share my thought ,my idea,and various tech tips & tricks one is...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, আমারে একটা ল্যাপটপ সাজেস্ট করেন তো গ্রাফিক্স ডিজাইন, প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন , ও বই পড়ার জন্য । আর মাঝে মাঝে একু আধটু গেমিং ।

মডেল সহ বলেন ।

    হার্ডডিস্ক নিবেন ৫০০জিবি অর তার চেয়ে বেশি, র‍্যাম 4 জিবি অর ৪ জিবি।প্রসেসর কোর i3 or core i5 অ্যান্ড ব্যাটারি বাকপ মিনিমাম 4আওউর@অরিন্দম পাল:

Level 0

4-8 gb ram hole damta koto hobe? Email e reply diben plz [email protected]