আমি SOUMITRA। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কলকাতায় রুপিকে টাকা বললেও বাংলাদেশী টাকার মূল্যমানে চেয়ে কিছু বেশি। তিাই LENOVO S400 এর ইন্ডিয়ান টাকায় -২২৯৮০ টাকা হলে বাংলাদেশী টাকায় দাম হবে ২৬৪৯৩ টাকা। আর Lenovo B490 Notebook Laptop এর ইন্ডিয়ান টাকায় দাম ২৯৮৭৪ টাকা হলে বাংলাদেশী টাকায় হবে ৩৪৪৪১ টাকা। সুতরাং দামের কতটুকু হেরফের তা বর্তমান বাংলাদেশী দাম জানা থাকলে তুলনা করতে সহজ হবে। বর্তমানে ১ ইন্ডিয়ান টাকা (রুপি) = ১.১৫ বাংলাদেশী টাকা।
আর কোলকাতায় চাঁদনীমার্কেটে গেলে কথাই নেই, আপনি ৫০০০ টাকার মধ্যে ভালো ল্যাপটপ পেয়ে যাবেন। (কাস্টমের থেকে চোরাই মাল কিন্তু অরিজিনাল। গ্যারান্টি পাবেন না এই যা, তবে এত কমে পাবেন যে গ্যারান্টির দরকার হবে না)। তবে মডেল যেটা চাইবেন সেটা পাবেন এমন নয়, ওদের কাছে যেগুলো থাকবে সেগুলির মদ্ধেই চুস করতে হবে।
দামগুলো কি বিডিটি-তে নাকি রুপি-তে?