কম বাজেটে acer এর ল্যাপটপ রিভিউ এবং বর্তমান বাজারদর

প্রিয় টিউনার বন্ধুরা, সবাইকে সালাম এবং ঈদের শুভেচ্ছা।

আমার আজকের নিয়মিত ধারাবাহিক কম বাজটের ল্যাপটপ রিভিউ এবং বর্তমান বাজারদরের ২য় পর্বে আপনাদের সামনে হাজির করছি আরোও একটি ব্রান্ড কোম্পানি Acer এর একটি পণ্যের।

মডেল Acer Aspire E1-531

এটি Acer এর ই সিরিজের একটি পণ্য।

যার কনফিগার

Brand : Acer

Type : Laptop

Processor : Intel Celeron dual core processor 1000M-1.8ghz 2mb cache

RAM : 2 GB DDR3, Upgradeable to 8 GB DDR3

Hard Drive : 500 GB 5400 rpm SATA

Display : 15.6″ Acer CineCrystal HD LED (1366 x 768 pixel resolution, 16:9

Battery Life : Lithium Ion Battery up to 06 hours battery backup

Available Color : Black,Red

Warranty : 1 Year International Warranty

Product Details : Acer Aspire E1-531. Intel Celeron dual core processor 1000M-1.8ghz 2mb cache, 2GB RAM, 500GB SATA HDD, 15.6" HD LED display, Dvd writer, webcam, Bluetooth, Wi-Fi, card reader, 06 Cell Battery upto 03 hours backup, color: silver/black. 01 year International warranty.

পণ্যটির সব চাইতে বিশেষ দিক হলো ২ জিবি র‍্যাম এবং ৫০০ জিবি হার্ডডিস্ক ড্রাইভ। সব চেয়ে বড় ব্যাপার হলো কম বাজেটে Acer এর এ কনফিগারে পণ্য পাওয়া একটু মনে হয় দুস্কর। আর পণ্যটির খারাপ দিক হলো ডিস্প্লে হলো ১৫.৬ ইঞ্চি।

পণ্যটির বর্তমান বাজার মূল্য - ২৭,০০০ টাকা। 

পণ্যটি পাওয়া যাবে মাল্টিপ্ল্যান, এলিফ্যান্ট রোড, আই ডিবি, ইস্টার্ন প্লাস শান্তিনগরে।

পণ্যটির সকল তথ্য এবং বর্তমান বাজার মূল্য পেলাম এখান থেকে 

Level 0

আমি Iqbal Hossain Shimul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস