আস্সালামু আলাইকুম । কেমন আছেন আপনারা? আজকে আপনাদেরকে একটা Awsome সফটওয়্যার উপহার দিবো । সাথে ফুল টিউটোরিয়াল ।
এই সফটওয়্যারটার নাম Audacity যার দ্বার যে কোন গান থেকে মিউজিক আলাদা করা যায় । এ ছাড়া আরো অনেক কিছু ।
কথা না বাড়িয়ে নিচের লিন্ক থেকে সফটওয্যারটা ডাউনলোড দিন ।
Download link:
http://audacity.googlecode.com/files/audacity-win-2.0.3.zip
তো আসুন মুল টিউটোরিয়ালে আসা যাক ।
প্রথমে সফটওয়্যারটি ওপেন করুন ।
তারপর File->open এ ক্লিক করুন ।
যেই Mp3 ফাইলের মিউজিক আলাদা করতে চান সেটা সিলেক্ট করে Open এ ক্লিক করুন ।
একটু অপেক্ষা করুন ফাইলটা Import হবে ।
এবার দেখুন ফাইলটা সম্পুর্ন লোড নিয়েছে ।
এখন দেখুন ওখানে ডানপাশে ২ টা অংশে বাইরেট আছে ।
ঠিক ২ টা অংশের মাঝামাঝি মাউস কারর্সর রেখে একটা ক্লিক করুন । দেখুন সব বাইরেট সিলেক্ট হয়ে গেছে ।
এবার উপরের আংশের বাম পাশের Track এ ক্লিক করে Split stereo track এ ক্লিক করুন । এভাবেই নিচের অংশ তেও করবেন ।
এবার উপরের Effect এ ক্লিক করে Invert এ ক্লিক করুন ।
একটু অপেক্ষা করুন দেখুন Effect লোড নিচ্ছে ।
আবারও ডানপাশের প্রথম অংশের বামদিকের Track এ ক্লিক করে Mono করে দিন । একই ভাবে নিচেরটাতেও Mono করে দিন ।
এবার File->save এ ক্লিক করে File টা সেভ করে নিন ।
এবার ওটা Play করে দেখুন ওটাতে কোন গান নেই । যা আছে সব মিউজিক ।
বুঝতে সমস্যা হলে নিচের স্কিনর্শট দেখুন
পোস্টা সর্বপ্রথম এই সাইটে প্রকাশিত হয় ।
www.TipsTune.Com
আমি TipsTune.Com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 132 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই অসম্ভব অনেক আগেই সম্ভব করে ফেলছি………………… by the way thank you…