ল্যাপটপ/নোটবুক /নেটবুক টাচপ্যাড (Touchpad) সমাধান

যেকোন ল্যাপটপ অথবা নেটবুকের টাচপ্যাড একটি অতীব গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে যারা টাচপ্যাডে অভ্যস্ত হয়ে গেছেন তারা টাচপ্যাড সমস্যায় পড়লে ভয়াবহ বিপদে পড়ে যাওয়াটাই স্বাভাবিক। অভ্যস্ত না হলেও আপনি যদি জেনে থাকেন যে আপনার পিসির টাচপ্যাড অকেজো সেক্ষেত্রে আপনিও একটু অস্বস্তিতে থাকবেন।

ল্যাপটপের টাচপ্যাড হচ্ছে মাউসেরই একটি পরিবর্তিত রূপ। এর ইউনিটটি বেশ সরল। একটি ল্যাপটপের টাচপ্যাড ইউনিটটি মূলত নিম্নরূপ-

টাচপ্যাডের সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে-

১। কাজ না করা অর্থাৎ অকেজো হওয়া।

২। মাউস পয়েন্টার (কার্সর) নিজে নিজে এদিক সেদিক চলে যাওয়া।

৩। লেফট / রাইট বাটন কাজ না করা।

৪। লেফট / রাইট বাটন ডাউন হয়ে বসে যাওয়া।

৫। লেফট / রাইট বাটন অনেক জোড়ে চাপলে কাজ করা।

৬। স্ক্রল কাজ না করা।

৭। কার্সর কিছুটা কাজ করা অর্থাৎ থেকে থেকে কাজ করা।

সমাধানগুলো সম্পর্কে আলোচনা-

১। কাজ না করা অর্থাৎ অকেজো হওয়াঃ টাচপ্যাড একেবারেই রেসপন্স না করার মূল কারণ হতে পারে ইউনিটটি নষ্ট হয়ে যাওয়া। কিন্তু এর ব্যতিরেকেও অন্য সমস্যার কারণে টাচপ্যাড বন্ধ হয়ে যেতে পারে।

- টাচপ্যাড লক হয়ে থাকতে পারে। মডেলভেদে কিছু কিছু ল্যাপটপের টাচপ্যাডের ঠিক উপরেই একটি অতিরিক্ত বাটন থাকে যা টাচপ্যাডের লক বাটন। এটি একবার প্রেস করলে লাল এবং পুনরায় প্রেস করলে নীল অথবা সবুজ রং ধারণ করে। লাল মানে লক অবস্থা এবং নীল/সবুজ মানে একটিভ।

অন্যক্ষেত্রে এই লক হতে পারে কীবোর্ডের ফাংশন বাটন লক এর মাধ্যমে। যেমন এসার এস্পায়ার ওয়ান ZG5 মডেলের নেটবুকের লক ফাংশন আছে কীবোর্ডে। যেমন আপনি হয়তো ভালো একটি নেটবুকে নতুন করে ওএস ইন্সটল করলেন। ইন্সটল শেষ হলো ঠিকভাবেই কিন্তু নেটবুক চালু করে দেখলেন টাচপ্যাড অকেজো। কীবোর্ডের মাধ্যমে টাচপ্যাড আনলক করে দিন, ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পদ্ধতিটি হচ্ছে- আগে ফাংশন (fn) বাটন প্রেস করে ধরে রাখুন সেই সাথে টাচের সিম্বল সম্বলিত ফাংশন বাটন (এসার এস্পায়ার ওয়ান ZG5 এর ক্ষেত্রে F7) প্রেস করুন, ব্যস আনলক হয়ে গেছে।

২। মাউস পয়েন্টার (কার্সর) নিজে নিজে এদিক সেদিক চলে যাওয়াঃ কার্সর এদিক সেদিক চলে যাওয়ার ক্ষেত্রে সাধারণ সমস্যাটি হয়ে থাকে প্রোডাক্টের ফ্যাক্টরী ফল্টের কারণে। যেমন বাংলাদেশ সরকার প্রদত্ত Doel নেটবুকের ক্ষেত্রে এই সমস্যাটি পাওয়া যেত। বিশেষ করে 0703 মডেলে। এছাড়াও অন্যান্য কিছু ব্র্যান্ডের মডেলেও এই সমস্যাটি ধরা পড়ে। এই সমস্যাটি থাকতে পারে শুরু থেকেই।

সমস্যাটি যদি সাম্প্রতিক হয়ে থাকে তাহলে সার্কিটের শর্ট ছাড়ানোর উদ্দেশ্যে টাচপ্যাড ইউনিটটি খুলে কোন পরিষ্কারক তরণ, যেমন- Thinner/Petrol/Mr.Brasso দিয়ে ভালো করে পরিষ্কার করুন এবং পুনঃসংযোগ করে দেখুন। এর পরেও কাজ না করলে ইউনিটটি পরিবর্তন করতে হবে।

৩। লেফট / রাইট বাটন কাজ না করাঃ লেফট / রাইট বাটন কাজ না করার কারণ হতে পারে বাটন নষ্ট হয়ে যাওয়া অথবা বাটনের ভিতরে ক্ষয়ে যাওয়া। এক্ষেত্রে একটি সমাধান মোটামুটি ৬০% কার্যকর হয়। পদ্ধতিটি অতি সাধারণ এবং তা হলো কেরোসিন ওয়াশ। ইউনিটটি খুলে অকেজো বাটনটিতে ২/১ ফোঁটা কেরোসিন দিয়ে ন্যূনতম ৩০ বার বাটনটি প্রেস করুন। এবার বাড়তি কেরোসিন টিস্যুপেপার দিয়ে মুছে ফেলুন এবং পরীক্ষা করুন কাজ হলো কিনা। কাজ না হলে একটি বাটন কালেকশন করে পরিবর্তন করে নিতে হবে।

৪। লেফট / রাইট বাটন ডাউন হয়ে বসে যাওয়াঃ ৩ নং সমাধান এপ্লাই করা যেতে পারে। এক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে ল্যাপটপের বাটনের উপরের অংশ অর্থাৎ বডির সাথে থাকা প্লাস্টিকের খাঁজকাটা বাটনের অংশের  খাঁজে কোন ময়লা ঢুকে থাকতে পারে। সুঁই দিয়ে পুরো খাঁজের চারপাশ পরিষ্কার করে দেখতে পারেন। পরিষ্কার করার সময় কোরোসিন দিয়ে নিতে পারেন। এতে ময়লা উঠে আসলে আবার বসে যেতে পারবে না।

৫। লেফট / রাইট বাটন অনেক জোড়ে চাপলে কাজ করাঃ ৩ ও ৪ নং পদ্ধতি প্রয়োগ করতে হবে।

৬। স্ক্রল কাজ না করাঃ আপনার ল্যাপটপটি বেশী পুরনো মডেলের হয়ে থাকলে হয়তো এতে স্ক্রল সুবিধাই নেই। আর নতুনগুলোর ক্ষেত্রে সব ঠিকঠাকই আছে শুধুমাত্র সঠিক ড্রাইভার দেওয়া নেই। আপনার ব্র্যান্ডের ওয়েবসাইটে যান, Support/Download থেকে মডেল নং উল্লেখ করে Touchpad ড্রাইভার ডাউনলোড করে ইন্সটল করুন।

(বিশেষ সতর্কতাঃ কোন ওয়ারেন্টি সম্বলিত ল্যাপটপ/নোটবুক/নেটবুক খোলা বা মডিফাই করার চেষ্টা করবেন না এতে ওয়ারেন্টি বাতিল হতে পারে ।। পিসির ফিজিক্যাল কাজের ক্ষেত্রে দক্ষ না হলে না করাই ভালো ।। যেকোন রিবন খোলার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন)

 এই লেখাটি আমার expertbd24.com সাইট এবং টেকটিউন্সে একযোগে প্রকাশিত।

-ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি Sam Thesyst। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ, প্রিয়তে রাখলাম।

Level 2

অনেক কিছু শিখলাম।

ধন্যবাদ অনেক কিছু শিখলাম। সেই সাথে আমার এই সাইটা থেকে ঘুরে আসতে পারেন http://www.varabd.com/

Level 0

এসার এস্পায়ার ওয়ানে ব্লুটুথ চালাতে পারছিনা। হেল্প চাই।

Level 0

কোনো সহৃদয় ভাই কি একটু হেল্পকরবেন ?? …..আমি আমার “acer aspire 4741G” ল্যাপটপ এ ভুল BIOS version ইনস্টল করেেফলসি,,
এই জন্য ষ্টার্ট করলে শুধু black screen দেখায়,, কিন্তু ল্যাপটপ চলতেথাকে …

এখন কিভাবে বায়োস রিস্টোর করব / আগের অবস্থানে ফিরিয়ে আনব ?? expart ভাইএরা অনুগ্রহ করে সাহায্য করেন।

আমার ল্যাপটপ config : prosessor=intel core i3-370m (2.4 GHz, 3MB L3 cache)
graphics =Nvidia GeForce GT 320M
memory=2gb ddr3