পোর্টেবল কিন্তু মিড গেমিং ল্যাপী খুজছি

আমার ইচ্ছা আছে একটি গেমিং কাম পোর্টেবল ল্যাপটপ ক্রয় করার । তবে মন মত মিলছে না বা বাজেটে পাচ্ছি না ।আমি লাইট ও চাচ্ছি আবার গেমিং ক্যাপাবিলিটিও খুজছি ।কারনটা হল কখন কোন দেশে চলে যাই. ঠিক ঠিকানা নাই । ডেস্কটপ আছে কোয়াডকোর আর ৫৬০এনভিডিয়া দিয়ে ৪ জিবি রেম নিয়ে । মোটামোটি চলে...
স্টারক্রাফ্ট২,এইজ অফ এ্যাম্পায়ার ও,ডন অফ ওয়ার২,সিভ৪,ফিফা ১১,ডোটা ২,কোম্পানী অফ হিরোস২, টিম ফোট্রেস ২ এগুলিই চালাই ।কিন্তু প্রচুর শব্দ করে পিসি যেটা বিরক্ত করে ।গেইম গুলি বলার কারন হল আমাকে একটা আনুমানিক ধারনা দিতে পারবেন । আপনি যেহেতু গেইম ল্যাপী সম্বন্ধে ভাল ধারনা রাখেন । :)আমি সব সময় ল্যাপটপ এ খেলব না, যখন মনে চাবে তখন, কিন্তু আমি স্ট্যান্ড বাই সুবিধা রাখতে চাই ।

আমার থ্রিডি মনিটর ক্রয় করার ইচ্ছা ছিল কিন্তু ল্যাপটপের বাজেটের কথা চিন্তা করে সাথে আরও আনুষাঙ্গিক বাজেটের ক্যাচালে এটা বছর কয়েক পিছিয়ে দিয়েছি । :(

তাই ল্যাপটপের থ্রিডি ডিসপ্লে পেলে সুবিধা হয় কিন্তু আমার বাজেট ১ সর্বোচ্চ । :(
তাই সম্ভবত পাব না । আইডিয়া থাকলে জানাবেন ।

কোর আই৫ এর সাথে কোর আই৭ এর পাথর্ক্য তো খুব বেশী না । তো কোর আই৫ ই যথেষ্ট হবে ! বুঝতে পারছি না । যদি দামের খুব পার্থক্য না থাকে ও পারফরম্যান্স আর অবশ্যই বাজেটের মধ্যে তাহলে সঠিক টি গ্রহন করতে চাই ।
মি ৩ কি ৪ বছর ল্যাপটপ আপডেট দিতে পারব না । :(

ম্যাক নিতাম গতবছরই কিন্তু গেইম সাপোর্ট নাই তো আমিও নাই । :)

৮ জিবি আমি সাজেস্ট করেছি ৩-৪ বছর ব্যবহার হবে না বিধায় আপনার কি মনে হয় এটি যথেষ্ট !

আমি আবার সখে ভিডিও এডিটিং করি, গরীবের ঘোড়া রোগ আর কি । এইবার যদি ল্যাপি কিনি তাহলে তা সম্ভবত ডেস্কটপ থেকে শক্তিশালী হবে তাই গ্রাফিক্সের কাজ যদি করতেই হয় তাতেই করব ।:)
তাই রেম এর বিচার করা সঠিক হতে হবে সাথে গ্রাফিক্স কার্ডও ।

থ্রিডি যদি ১ এর মধ্যে কাভারেজ না হয় । তাহলে ফুল এইচডি ছাড়া গতি নাই । :(

ডিভিডি এর জায়গায় ব্লুরে রাইটার হলে কেমন হবে ? এটার কি খুব প্রয়োজন আছে । না মানে বুঝতে পারছি না, এডভান্সড প্রযুক্তি রাখা কি যুক্তিযুক্ত হবে কি না । আপাতত কালে ভদ্রে ভ্রমনে গেলে ডিভিডি পেলে চালাই .. খুবই রেয়ার । এখন ভবিষ্যতে কি ডিভিডি এর জায়গায় ব্লুরে নিবে কিনা ? কারন সিডি এর জায়গায় ডিভিডি নিয়েছে সেই চিন্তাটা মাথায় ঘুর পাক খাচ্ছে । কারন গেইম ইনস্টল আপাতত ডিভিডি দিয়ে করছে কখনও গেইম ব্লুরে তে পাই নাই বা ক্লাউড কোড পেয়েছি ।

দ্রুত পিসি আমি পছন্দ করি, দ্রুত কপি পেষ্ট আমার ভাল লাগে, কারন আমি বেকআপ নিয়ে থাকি ফাইল এর,ক্লাউড বা ইন্টারনাল হার্ডডিস্ক এর উপর ভরসা করি না ।

এসএসডি সম্বলিত বাড়তি হার্ডডিস্ক এর আদতেও কি প্রয়োজন আছে ?

ওজন ২ কেজী হলে ভাল হয় :)২.৫ এর উপর উঠতে চাচ্ছি না । ৩ কেজি এর উপর অবশ্যই না ।
ওজনটা বড়ই ফ্যাক্ট করে, ভ্রমনে :(

আমি ল্যাপী গরম হওয়া দুই চোখে পছন্দ করি . এইচপি ৩-৪ বছর ভাল সার্ভিস দিয়ে এইভাবেই নষ্ট হয়েছে তাই । হিট সিঙ্ক করার প্রযুক্তি বিল্ট ইন থাকলে ভাল হয় :)

-প্রসেসর, চাহিদা অনুযায়ী , তবে ইন্টেল এর পাশাপাশি এএমডি এর ব্যাপারে একটু সাজেশন দিলে উপকৃত হব
-রেম, চাহিদা অনুযায়ী
-গ্রাফিক্স কার্ড ভাল চাই, তবে এনভিডিয়া আশা করছি কিন্তু সব মিলে গেলে গ্রাফিক্স কার্ড এনভিডিয়া না হলে এই মার্ককে ওভারলুককরতে রাজী আছি । এর নিজস্ব রেম এর দিকে নজর দেওয়ার দরকার আছে কি ?
-ওজন যত কম হয়
-থ্রিডি ক্যাপাবিলিটি... এ থাকলে ভাল হয় (যদি বাজেটের কাভারেজ এ পরে)
-ব্লু রে ড্রাইভার থাকলে ভাল হয় + যদি বাজেটের এর কাভারেজ এ থাকে
-হিট সিঙ্ক প্রযুক্তি থাকলে ভাল হয়
-আপগ্রেড করার সুবিধা থাকলে ভাল হয়
-এইচডিএমআই পোর্ট থাকলে ভাল হয়
-সাউন্ড উন্নত থাকলে ভাল হয়
-ওয়ার্কআউট এর সময় শব্দ কম হলে ভাল হয়
-Full HD ১৪বা ১৫ বা ১৬ ইঞ্চি হলে ভাল হয়, ১৫ই বেস্ট মনে হয় কি বলেন ? গেইম বা মুভি দেখার জন্য, হঠাত হঠাত । :)
-হার্ডডিস্ক চাহিদা অনুযায়ী তবে কমপক্ষে ৫০০ জিবি থেকে ৭৫০ থাকতেই হবে । ১টেরা হলে ভাল হয়, এস এসডি হার্ডডিস্ক অপশনাল ।
-Flash Cache কতটুকু গুরুত্বপূর্ণ ? একি ডাটা কপি পেষ্ট এ কিছুটা প্রভাব ফেলবে ? বাজেটের সাথে এটি সহনীয় কিনা ?
- ব্যাটারী ............ :) এইটা যদি না পাই মন মত ঐ ল্যাপীই কিনব না :) আমি কমপক্ষে 4-৯ ঘন্টা ব্যাকআপ চাই

ওয়ারেন্টি কি ধরনের হওয়া উচিত তা নির্ভর করে কোম্পানী বা মার্ক এর উপর, এই ব্যাপারেও সাজেশন চাচ্ছি । আমি চাই না ২ বছর পর পর ই সাধারনত ওয়ারেন্টি সময় পার হবার পর পরই ঘন ঘন রিপেয়ার করাতে হয় । আমি শান্তি চাচ্ছি । :)

ওয়াইফাই বা ব্লুটুথ নিয়ে মাথা ব্যথা নাই ।

আমি ক্রয় করব এই বছরের শেষের দিকে মানে অক্টোবর এর আগে । :) তখন কি দাম কমার সম্ভাবনা আছে কি ?
এর আগেই আমি টার্গেট করে রাখতে চাই কয়েকটা ল্যাপী । :)

বাজেট সর্বোচ্চ ১ --- সর্ব নিম্ন যত পিছনে যাওয়া যায় । :)

একটি ভাল প্রতি মন্তব্য আশা করছি । :)
বুঝি আমার ইচ্ছা ও চাহিদা ব্যাপক । যা বলার বললাম দেখি... উত্তর আসে ।

১৬. ১২ ই জুন, ২০১৩ সকাল ৭:১১

রিফাত হোসেন বলেছেন: বেকলাইট থাকতেই হবে;)
অনলাইনে অর্ডার করব । তাই মডেল এর নামটাই জরুরী । 🙂 তাই ক্রয়ের ক্ষেত্রে তেমন প্রতিবন্ধকতা নাই । চালান খরচ বাবাদ যদি ১ ল + ১০ হাজার যোগ হয় , সেটাতে রাজী আছি । 🙂
আর সবাই কেমন আছেন ?
আমি টিউনার না হলেও সবার শেয়ার করা তথ্য পড়ি, ভাল লাগে ।

Level 0

আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Amar profile e dhuke dekhen. Amar laptop ti apni jerokom chan onekta temoni.

    @Jackson: dhonnobad 🙂 tobe kachakachi achhe 🙂 toshibao dakchi 🙂 tobe apnar res. kom jaita amar pochondo hoy nai 🙁
    ata thik shob shomoy mon moto mila na 🙁

asha korachilam tune thaka alochonae , kharap valo pochondo opchondo onak kichui utha ashbe kintu kau i nai 🙁

shobai ki chutite 😉

Ami Website er work and graphics er jonno Laptop Kino, Konta Valo Hobe ???

Accer Er M3-581T-6618 eai model te kemon hobe????

http://us.acer.com/ac/en/US/content/model-datasheet/NX.RY8AA.005

    @dreammucic.blogspot.com:
    কি ধরনের গ্রাফিক্সের কাজ বলেন নাই, তবে লাইট হলে ওকে তবে দামটা জরুরী, আর ভারী কাজের জন্য ভাল রেম আর গ্রাফিক্স কারড লাগবেএএ, এটা ভাল করে জানেনি বুঝিয়ে বলতে হবে নআ, মিনে করি

    Reply

কি ধরনের গ্রাফিক্সের কাজ বলেন নাই, তবে লাইট হলে ওকে তবে দামটা জরুরী, আর ভারী কাজের জন্য ভাল রেম আর গ্রাফিক্স কারড লাগবেএএ, এটা ভাল করে জানেনি বুঝিয়ে বলতে হবে নআ, মিনে করি 🙂

@Rifat : Thanks for your comment.

Khub Ekta Vari Graphics er kaj na, Mane Eai Photo editing or Logo design Or crad making, Tobe Slim Howata amar jonno joruri and back up time. R amar laptop a game khelar kino proyojon nai, Amar main holo Long Backup and Slim,40,000 Er moddhe, Janale Upokrito hobo.

    @dreammucic.blogspot.com: সাহেব আমি নিজেই তো নবিশ 🙁 কি বলব, তবে আমার সাধারন জ্ঞান যা বলে, গেইম এর ক্ষেত্রে গ্রাফিক্স কার্ড সবচেয়ে বেশী জরুরী ।
    তবে গ্রাফিক্স নিয়ে কাজ করতে গেলে বা ছবি এই সব আর কি পিসি বা ল্যাপীটার রেম বেশী থাকা উচিত , যত উপরে যাওয়া যায় 🙂 সাথে সিপিউ । তাই্ ৪০ হাজার এ নন প্রফেশনাল কাজ হয়ে যাবে বোধ হয় । 🙂
    এমন এক ল্যাপী নিবেন যাতে ৪ জিবি হোক আর ৬ হোক বা ৮ জিবি রেম হোক দুইটা স্লট থাকে আর ১টা খালি থাকে 🙂 যাতে পরে বারাতে পারেন । আপনি মনে হয় ভাল বুঝেন আমার থাকে । আমি একচল্লি আপনার ওয়ার্ক এর পরিধিটা বুঝতে পারছি না । তবে যাই নেন আই৫ কোর এর নীচে যাওয়াটা ঠিক হবে না । 🙂

    আর আপনার এসার এর লিংকের ল্যাপীতে Solid State Drive Capacity আছে ২০ জিবি এইটা আপনার জন্য জরুরী না, যেহেতু আপনি সেমী লাইট কাজ করবেন । তাই না !
    এস এস ডি ল্যাপীটার দাম বাড়িয়ে দিয়েছে । 🙁
    নরমাল সাটা-ই এনাফ অনেক । 🙂
    কিন্তু বুঝতে পারছি না কোর আই ৩ কতটুকু ভাল হবে আমি বুঝি ৪০ দিয়ে কোর আই ৩ ক্রয় করা লস । বর্তমানে কোর আই ৭ চলছে । তাও নতুন প্রসেসর আসছে লো বিদ্যুত সুবিধা নিয়ে । সুতরাং এই কোর আই ৩ বড় সেকেলে লাগছে ।

    ৪০ হাজার দিয়ে ডেস্কটপ কিনলে ঠিক ছিল কিন্তু কিনবেন ল্যাপটপ তাই এইটা সহজে ৩-৪ বছর এর আগে আপডেট দিবেন না । আমার কথা হল কিনলে ভাল দেখে নেন । 🙂

    আর অরিজিনাল উইন্ডোজ নেবার দরকার নাই । এতে আপনি ১০ হাজার টাকা বাচাতে পারবেন 😉

    আর ব্লুটুথ সহ ওয়াইফাই দরকার নাই । শুধু ওয়াইফা্ই নেন । 🙂

    আমি যতটুকু বুঝলাম বললাম । 🙂

    আপনার চিহ্নিত এসার এর বাড়তি ব্লুটুথ আছে যার দরকার দেখছি না আপনার জন্য আর ৩ সেল এর ব্যাটারী ৮ ঘন্টা কেমনে দেয় বেকআপ সেইটা একটা চিন্তার বিষয় ।
    কিছু মনে না করলে আরো কিছু তথ্য দেই, কোর আই ৩ হল এমনই একখান চিপ যার ডিফল্ট ইন্টেল গ্রাফিক্স চিপ আছে কোরআই৫ বা ৭ এর কোন কোন মডেল এ নাই । কিন্তু তার মাইনাস দিক হল এই কোরআই৩ এর টুর্বো বুস্ট টেকনোলজীটা মিসিং আছে । এইটা বাড়তি গতি দিবে না আপনাকে । আর ১.৪ গতিটা লাগবে আপনার গ্রাফিক্স কাজে রেন্ডার করতে করতে ।২ হলে অনেক ভাল হত , কোরআই ৩ যখন নিবেন যত স্পিড সস্তাতে পাবেন ততই টাকাটা উসুল হবে ।এটা অনেকে করে ।

    এই ধরনের চিপি আপনি দৈন্দীন সাদা মাটা কাজ চালাতে পারেন কিন্তু হালকা কাজে আপনার কোর আই৫ লাগবে ।

    আমি আপনাকে যা রেকমেন্ড করি সেটা হল ৪/৬/৮ জিবি রেম কিন্তু ১ স্লট রেম ফাকা থাকাবে ভবিষ্যতের জন্য । হার্ডডিস্কট সাটা ৫০০ জিবি মিনিমাম যতদূর সামনে যাওয়া যায় দাম দেখে,ওয়াইফাই তো থাকেই, ব্লুটুথ বা এসএসডি দরকার নাই । ডিভিডি রাইটার বা কম্বোটা দরকার ।
    আজকাল সবই ধীরে ধীরে ইউএসবি ৩.০ হয়ে আসছে তাই এই অপশন থাকলে ভাল । পড়ে কাজ লাগবে ।
    আর অরিজিনাল উইন্ডোজ সহ ল্যাপী দরকার নাই, দাম ১০ এর মত কম পড়বে 😉
    এইটাই বড় একখান বোনাস ।

Level New

45-50 diye core i5 paoa jay.