আমার থ্রিডি মনিটর ক্রয় করার ইচ্ছা ছিল কিন্তু ল্যাপটপের বাজেটের কথা চিন্তা করে সাথে আরও আনুষাঙ্গিক বাজেটের ক্যাচালে এটা বছর কয়েক পিছিয়ে দিয়েছি ।
তাই ল্যাপটপের থ্রিডি ডিসপ্লে পেলে সুবিধা হয় কিন্তু আমার বাজেট ১ সর্বোচ্চ ।
তাই সম্ভবত পাব না । আইডিয়া থাকলে জানাবেন ।
কোর আই৫ এর সাথে কোর আই৭ এর পাথর্ক্য তো খুব বেশী না । তো কোর আই৫ ই যথেষ্ট হবে ! বুঝতে পারছি না । যদি দামের খুব পার্থক্য না থাকে ও পারফরম্যান্স আর অবশ্যই বাজেটের মধ্যে তাহলে সঠিক টি গ্রহন করতে চাই ।
আমি ৩ কি ৪ বছর ল্যাপটপ আপডেট দিতে পারব না ।
ম্যাক নিতাম গতবছরই কিন্তু গেইম সাপোর্ট নাই তো আমিও নাই ।
৮ জিবি আমি সাজেস্ট করেছি ৩-৪ বছর ব্যবহার হবে না বিধায় আপনার কি মনে হয় এটি যথেষ্ট !
আমি আবার সখে ভিডিও এডিটিং করি, গরীবের ঘোড়া রোগ আর কি । এইবার যদি ল্যাপি কিনি তাহলে তা সম্ভবত ডেস্কটপ থেকে শক্তিশালী হবে তাই গ্রাফিক্সের কাজ যদি করতেই হয় তাতেই করব ।
তাই রেম এর বিচার করা সঠিক হতে হবে সাথে গ্রাফিক্স কার্ডও ।
থ্রিডি যদি ১ এর মধ্যে কাভারেজ না হয় । তাহলে ফুল এইচডি ছাড়া গতি নাই ।
ডিভিডি এর জায়গায় ব্লুরে রাইটার হলে কেমন হবে ? এটার কি খুব প্রয়োজন আছে । না মানে বুঝতে পারছি না, এডভান্সড প্রযুক্তি রাখা কি যুক্তিযুক্ত হবে কি না । আপাতত কালে ভদ্রে ভ্রমনে গেলে ডিভিডি পেলে চালাই .. খুবই রেয়ার । এখন ভবিষ্যতে কি ডিভিডি এর জায়গায় ব্লুরে নিবে কিনা ? কারন সিডি এর জায়গায় ডিভিডি নিয়েছে সেই চিন্তাটা মাথায় ঘুর পাক খাচ্ছে । কারন গেইম ইনস্টল আপাতত ডিভিডি দিয়ে করছে কখনও গেইম ব্লুরে তে পাই নাই বা ক্লাউড কোড পেয়েছি ।
দ্রুত পিসি আমি পছন্দ করি, দ্রুত কপি পেষ্ট আমার ভাল লাগে, কারন আমি বেকআপ নিয়ে থাকি ফাইল এর,ক্লাউড বা ইন্টারনাল হার্ডডিস্ক এর উপর ভরসা করি না ।
এসএসডি সম্বলিত বাড়তি হার্ডডিস্ক এর আদতেও কি প্রয়োজন আছে ?
ওজন ২ কেজী হলে ভাল হয় ২.৫ এর উপর উঠতে চাচ্ছি না । ৩ কেজি এর উপর অবশ্যই না ।
ওজনটা বড়ই ফ্যাক্ট করে, ভ্রমনে
আমি ল্যাপী গরম হওয়া দুই চোখে পছন্দ করি . এইচপি ৩-৪ বছর ভাল সার্ভিস দিয়ে এইভাবেই নষ্ট হয়েছে তাই । হিট সিঙ্ক করার প্রযুক্তি বিল্ট ইন থাকলে ভাল হয়
-প্রসেসর, চাহিদা অনুযায়ী , তবে ইন্টেল এর পাশাপাশি এএমডি এর ব্যাপারে একটু সাজেশন দিলে উপকৃত হব
-রেম, চাহিদা অনুযায়ী
-গ্রাফিক্স কার্ড ভাল চাই, তবে এনভিডিয়া আশা করছি কিন্তু সব মিলে গেলে গ্রাফিক্স কার্ড এনভিডিয়া না হলে এই মার্ককে ওভারলুককরতে রাজী আছি । এর নিজস্ব রেম এর দিকে নজর দেওয়ার দরকার আছে কি ?
-ওজন যত কম হয়
-থ্রিডি ক্যাপাবিলিটি... এ থাকলে ভাল হয় (যদি বাজেটের কাভারেজ এ পরে)
-ব্লু রে ড্রাইভার থাকলে ভাল হয় + যদি বাজেটের এর কাভারেজ এ থাকে
-হিট সিঙ্ক প্রযুক্তি থাকলে ভাল হয়
-আপগ্রেড করার সুবিধা থাকলে ভাল হয়
-এইচডিএমআই পোর্ট থাকলে ভাল হয়
-সাউন্ড উন্নত থাকলে ভাল হয়
-ওয়ার্কআউট এর সময় শব্দ কম হলে ভাল হয়
-Full HD ১৪বা ১৫ বা ১৬ ইঞ্চি হলে ভাল হয়, ১৫ই বেস্ট মনে হয় কি বলেন ? গেইম বা মুভি দেখার জন্য, হঠাত হঠাত ।
-হার্ডডিস্ক চাহিদা অনুযায়ী তবে কমপক্ষে ৫০০ জিবি থেকে ৭৫০ থাকতেই হবে । ১টেরা হলে ভাল হয়, এস এসডি হার্ডডিস্ক অপশনাল ।
-Flash Cache কতটুকু গুরুত্বপূর্ণ ? একি ডাটা কপি পেষ্ট এ কিছুটা প্রভাব ফেলবে ? বাজেটের সাথে এটি সহনীয় কিনা ?
- ব্যাটারী ............ এইটা যদি না পাই মন মত ঐ ল্যাপীই কিনব না আমি কমপক্ষে 4-৯ ঘন্টা ব্যাকআপ চাই
ওয়ারেন্টি কি ধরনের হওয়া উচিত তা নির্ভর করে কোম্পানী বা মার্ক এর উপর, এই ব্যাপারেও সাজেশন চাচ্ছি । আমি চাই না ২ বছর পর পর ই সাধারনত ওয়ারেন্টি সময় পার হবার পর পরই ঘন ঘন রিপেয়ার করাতে হয় । আমি শান্তি চাচ্ছি ।
ওয়াইফাই বা ব্লুটুথ নিয়ে মাথা ব্যথা নাই ।
আমি ক্রয় করব এই বছরের শেষের দিকে মানে অক্টোবর এর আগে । :) তখন কি দাম কমার সম্ভাবনা আছে কি ? এর আগেই আমি টার্গেট করে রাখতে চাই কয়েকটা ল্যাপী । :)
বাজেট সর্বোচ্চ ১ --- সর্ব নিম্ন যত পিছনে যাওয়া যায় ।
একটি ভাল প্রতি মন্তব্য আশা করছি ।
বুঝি আমার ইচ্ছা ও চাহিদা ব্যাপক । যা বলার বললাম দেখি... উত্তর আসে ।
১৬. ১২ ই জুন, ২০১৩ সকাল ৭:১১
আর সবাই কেমন আছেন ? আমি টিউনার না হলেও সবার শেয়ার করা তথ্য পড়ি, ভাল লাগে ।
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Amar profile e dhuke dekhen. Amar laptop ti apni jerokom chan onekta temoni.