সকল ধরনের গ্রাফিক্সের কাজ যেমন: থ্রিডি ডিজাইন , ভিডিও এডিটিং ইত্যাদি কাজের জন্য দরকার ভাল মানের ল্যপটপ ।
আর যদি সাথে থাকে হার্ডকোর গেইমিং এর সখ, তাহলে তো কথাই নেই।
একটা গেইমিং ল্যাপটপ কিনলেই সব কাজ অনায়াসে করা যায়।
অবশ্যই ডেক্সটপ এর সাথে ল্যাপটপ এর তুলনা চলে না । সেই দিকে না যাই,
যেহেতু একটা ল্যাপটপ আমি কিনতে চাচ্ছি এবং আপনাদের সাহায্যের জন্যই আমি টেকটিউনস এর সরনাপন্য হলাম ।
কোন মডেল কিনলে ভাল হবে তা আপনারা আপনাদের অভিজ্ঞতার মাধ্যমে দয়া করে শেয়ার করলে অনেক উপকৃত হতাম।
দুই বছর এর বেশি হবে টেকটিউনস এর সথে আছি , সেই হিসাবেও তো এই টুকু সাহায্য পেতে পারি । :-p
যাই হোক, আমার যা যা দরকার এবং বাজেট বলি।
#বাজেট : ৮০০০০-৮৫০০০ টাকা
#কনফিগারেশন :
প্রসেসর : Intel Core i7 3rd generation হতে হবে
RAM : 8 GB 1600 MHz DDR3 , তবে 4GB হলেও চলবে যদি upgrade করা
যায়
cach memory: 6 MB L3 cache
গ্রাফিক্স কার্ড : 2 GB
Hard Drive : 1 TB হতে হবে
Display : মিনিমাম 15.6"
এই বাজেটের মধ্যে কোন মডেল এর ল্যাপটপ কিনলে ভাল হবে?
আমি চাচ্ছি HP এবং DELL এর মধ্যেই থাকতে।
আইডিবি থেকে আমি একটা মডেল চয়েজ করেছি-
মডেল টা হচ্ছে - HP ENVY m6-1201tx
এটায় শুধু একটাই সমস্যা ,,,,,4GB RAM । ওরা বলতেছে 4GB আলাদা লাগিয়ে নিলেই হবে। কিন্তু এই মডেল এ 8GB পর্যন্ত আপগ্রেড করা যাবে কিনা তা ঠিক বলতে পারতেছিনা। HP এর অফিসিয়াল ওয়েবসাইট এ 8GB পর্যন্ত আপগ্রেড করা যাবে কিনা বলে নাই ।
#আপগ্রেড করা যাবে কি?????
# HP ENVY m6-1201tx এর অফিসিয়াল Specifications:
এটার দাম কম্পিউটার সোর্স এ 84000 বলছে । RAM 4 GB থেকে 8 GB করা গেলে এটাই নিব ইনসাল্লাহ্ । আমি 8 GB চাওয়াতে ওরা বলছে , 4 এর সাথে 4 এড করে নিলেই হবে।
ওয়েবসাইট ঘাটা-ঘাটি করে দেখলাম Memory slots
2 user accessible। , 4 GB 1600 MHz DDR3 (1 x 4 GB)।
(1 x 4 GB) এর অর্থ কি?এর মানে কি আমি 8 GB ই ব্যবহার করতে পারব?
এখন বলেন আপনাদের মতামত কি?
অথবা, আপনাদের সাজেশন কোন মডেল?
আপনারাই বা কোন মডেল ব্যবহার করেন?
mail : [email protected]
আমি মেসবাহ্ উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
from :swarupkati,pirojpur,barisal Study :govt science college Tejgaon,dhaka 1215 mobile :+8801736251716 Facebook:http://facebook.com/MESBAHWORLD
ভাইয়া বাজেট কি ৪০০০০-৪৫০০০ নাকি ৮০০০০-৮৫০০০ । ৪০০০০ হলে i7 এর কথা ভুলে যান ।