সপ্তাহখানেক আগে ছোট বোনের জন্য ল্যাপটপ কিনতে গিয়েছিলাম আইডিবি-তে। দু-চারটা দোকান ঘুড়ে অস্বস্তিকর কিছু অভিজ্ঞতা হল। শেয়ার করার কথা মাথায়ই আসেনি। গতরাতে এক ছোটভাই জানায় সে একটা ল্যাপটপ কিনবে, নেটে মডেল পছন্দ করছে। বুঝলাম তার বাশ খাওয়ার প্রস্তুতি মোটামুটি সম্পন্ন। তাই তাকে আমার অবিজ্ঞতার কথা বলেই টেকটিউসনে লিখতে বসলাম। দু-একজন হয়ত এখনও আছে যাদের উপকার হলেও হতে পারে।
ঘটনা হল ছোট বোনের জন্য ল্যাপটপ কিনব তাই ভাবলাম মার্কেটে গিয়ে তো ঘোরার সময় নাই, তার চেয়ে নেটে কিছু মডেল পছন্দ করে যাই। RAYANS, RISHIT এর ওয়ের সাইট ঘেটে যেসব মডেল পছন্দ হল তার মধ্যে দাম, লুক, কনফিগারেশন সব দিক দিয়ে এক নম্বরে রাখলাম HP Probook P4445S AMD A6 4400 (2.7GHz,4GB,750GB) 14.1 Inch 1GB Graphics Notebook কে। তবে AMD প্রসেসর সম্পর্কে বেশী কিছু জানা ছিলনা তাই আইডিবিতে গিয়ে MULTILINK নামের দোকানে ঢুকে জানতে চাই AMD প্রসেসরের সাথে মাদারবোর্ড কোনটা? MULTILINK এর দুজন সেলসম্যান ও ম্যানেজারের চেয়ারে বসা ভদ্রলোক দীর্ঘ আলোচনা শেষে আমাকে বললেন- “মাদারবোর্ড তো ইন্টেলেরই, ইন্টেল ছাড়া কেউ মাদারবোর্ড বানায় নাকি ? !” আমি তো পুরাই মদনা হয়ে গেলাম, তাইলে Gigabite, Foxcon, Bird এসব করে কি?
এরপর RAYANS, রিশিত সহ আরো কয়েকটি দোকান ঘুড়ে কনফিউসড হয়ে গেলাম। কেউ বলে, এএমডির বোর্ড আলাদা, ইন্টেল এটা সাপোর্ট করেনা, কেউ বলে মাদারবোর্ড ইন্টেলেরই। শেষমেস কনফিউসন দূর করতে আবার নেটের দারস্থ। সেখানে তো কনফিউসন হতাশায় রুপ নিল। HPর সাইটে এই মডেলের কোন ল্যাপটপ নাই ! শুধু তাই না, এইচপি প্রবুক সিরিজে কোন এএমডি প্রসেসর নেই!
এরপর ঐসব দোকানে যখন বললাম- এইচপি প্রবুক সিরিজে কোন এএমডি প্রসেসর নেই, এটার এইচপির আসল ল্যাপটপ না, সেলসম্যনগুলি গুলিস্তানের ন্যায় তাচ্ছিল্য, অপমান করতে লাগল। একজন আবার চ্যালেন্জ করে এইচপির সাইটে ঢুকল। তারপর প্রমান পেয়ে চুপ। সবশেষে পরিচিত একজনের দেখা পেলাম, ওখানে এক দোকানে কাজ করে। সে জানাল দেশী কিছু আমদানীকারক এক্সসরীজ এনে নিজেরা এখানে কনফিগার করে। তিনি আমাকে এর মত ব্রান্ড থেকে পন্য কেনার পরামর্শ দিলেন। বাচলাম।
কম্পিউটার সোর্সে জানতে চাইলাম, তারা নিজেরা আমদানীকারক, অথচ তাদের কাছ থেকে পন্য কিনে অন্যরা তাদের চেয়ে কম দামে বিক্রি করে কিভাবে? কোন সদুত্তর পাইনি কারও জানা থাকলে একটু জানাবেন প্লিজ।
আমি kiteseye। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://h20000.www2.hp.com/bizsupport/TechSupport/ProductList.jsp?lang=en&cc=us&taskId=135&prodTypeId=321957&prodSeriesId=5229468
http://h20000.www2.hp.com/bizsupport/TechSupport/Document.jsp?prodSeriesId=5229468&objectID=c03351860
eita genuine product, link e gie dekhen…. r google e hp 4445s likhe search den.