সাবধান! ভেজাল ল্যাপটপে বাজার সয়লাব, একটু যাচাই করে কিনুন

সপ্তাহখানেক আগে ছোট বোনের জন্য ল্যাপটপ কিনতে গিয়েছিলাম আইডিবি-তে। দু-চারটা দোকান ঘুড়ে অস্বস্তিকর কিছু অভিজ্ঞতা হল। শেয়ার করার কথা মাথায়ই আসেনি। গতরাতে এক ছোটভাই জানায় সে একটা ল্যাপটপ কিনবে, নেটে মডেল পছন্দ করছে। বুঝলাম তার বাশ খাওয়ার প্রস্তুতি মোটামুটি সম্পন্ন। তাই তাকে আমার অবিজ্ঞতার কথা বলেই টেকটিউসনে লিখতে বসলাম। দু-একজন হয়ত এখনও আছে যাদের উপকার হলেও হতে পারে।

ঘটনা হল ছোট বোনের জন্য ল্যাপটপ কিনব তাই ভাবলাম মার্কেটে গিয়ে তো ঘোরার সময় নাই, তার চেয়ে নেটে কিছু মডেল পছন্দ করে যাই।  RAYANS, RISHIT এর ওয়ের সাইট ঘেটে যেসব মডেল পছন্দ হল তার মধ্যে দাম, লুক, কনফিগারেশন সব দিক দিয়ে এক নম্বরে রাখলাম HP Probook P4445S AMD A6 4400 (2.7GHz,4GB,750GB) 14.1 Inch 1GB Graphics Notebook  কে। তবে AMD প্রসেসর সম্পর্কে বেশী কিছু জানা ছিলনা তাই আইডিবিতে গিয়ে MULTILINK নামের দোকানে ঢুকে জানতে চাই AMD প্রসেসরের সাথে মাদারবোর্ড কোনটা? MULTILINK এর দুজন সেলসম্যান ও ম্যানেজারের চেয়ারে বসা ভদ্রলোক দীর্ঘ আলোচনা শেষে আমাকে বললেন- “মাদারবোর্ড তো ইন্টেলেরই, ইন্টেল ছাড়া কেউ মাদারবোর্ড বানায় নাকি ? !” আমি তো পুরাই মদনা হয়ে  গেলাম, তাইলে Gigabite, Foxcon, Bird এসব করে কি?

এরপর RAYANS,  রিশিত সহ আরো কয়েকটি দোকান ঘুড়ে কনফিউসড হয়ে গেলাম। কেউ বলে,  এএমডির বোর্ড আলাদা, ইন্টেল এটা সাপোর্ট করেনা, কেউ বলে মাদারবোর্ড ইন্টেলেরই। শেষমেস কনফিউসন দূর করতে আবার নেটের দারস্থ। সেখানে তো কনফিউসন হতাশায় রুপ নিল। HPর  সাইটে এই মডেলের কোন ল্যাপটপ নাই ! শুধু তাই না, এইচপি প্রবুক সিরিজে কোন এএমডি প্রসেসর নেই!

এরপর ঐসব দোকানে যখন বললাম- এইচপি প্রবুক সিরিজে কোন এএমডি প্রসেসর নেই, এটার এইচপির আসল ল্যাপটপ না, সেলসম্যনগুলি গুলিস্তানের ন্যায় তাচ্ছিল্য, অপমান করতে লাগল। একজন আবার চ্যালেন্জ করে এইচপির সাইটে ঢুকল। তারপর প্রমান পেয়ে চুপ। সবশেষে পরিচিত একজনের দেখা পেলাম, ওখানে এক দোকানে কাজ করে। সে জানাল দেশী কিছু আমদানীকারক এক্সসরীজ এনে নিজেরা এখানে কনফিগার করে। তিনি আমাকে এর মত ব্রান্ড থেকে পন্য কেনার পরামর্শ দিলেন। বাচলাম।

কম্পিউটার সোর্সে জানতে চাইলাম, তারা নিজেরা আমদানীকারক, অথচ তাদের কাছ থেকে পন্য কিনে অন্যরা তাদের চেয়ে কম দামে বিক্রি করে কিভাবে? কোন সদুত্তর পাইনি কারও জানা থাকলে একটু জানাবেন প্লিজ।

Level New

আমি kiteseye। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

onno ra kom dame bikri kore karon tara importer theke je commission pay, tar theke discount kore. but importer ra discount dite pare na (market law). so model choose kore onno dokan theke nen 2000-3000 tk save hobe.

মাদারবোর্ড এ ইন্টেল বা এএমডি এর চিপসেট ব্যবহার করা হয় । AMD এর চিপসেট এ ইন্টেল সাপোর্ট করবে না আবার ইন্টেল এ AMD সাপোর্ট করবে না।
আর অরিজিনাল ডীলার ও অন্যান্য দোকানের মধ্যে কি হয় জানি না। তবে আমি Acer এর ল্যাপ্টপ ডিলার এর দোকানে যে দামে ছিলো তার চেয়ে কমে পেয়েছি অন্য দোকানে , যে দোকান ওই ডিলার কর্তৃক অনুমোদিতো ।
কাহিনী কি জানি না।

    Level New

    @মোঃ নাজমুস সাকিব: খুব সহজ একটা ব্যাপার। আমরা স্বাভাবিকভাবেই একটা পণ্য Acer এর ডিলার এর কাছ থেকে কিনতে চাইবো। এবং তারা চাইলেই পণ্যের দাম সবচেয়ে কম রাখতে পারে। কিন্তু তারা যদি সেটা করে তাহলে চিন্তা করে দেখুন বাংলাদেশে কয়টা দোকান থাকবে? সুতরাং এটা ব্যাবসারীদের পারস্পরিক সমঝোতা। ডিলার থেকেই পণ্য নিয়ে দোকানদার ডিলারের চেয়ে কম রেটে বিক্রি করে।
    দুই নাম্বার দোকানদাররা অবশ্য ডিলারের ক্রয়কৃত পণ্যের চেয়েও কমে বিক্রি করতে সক্ষম!

Level New

আপনার জন্য এইচপি’র সাইটের দুইটা লিংক দিলাম-
http://www8.hp.com/us/en/products/laptops/product-detail.html?oid=5229461
http://h71016.www7.hp.com/MiddleFrame.asp?page=config&ProductLineId=539&FamilyId=3556&BaseId=38434&oi=E9CED&BEID=19701&SBLID=

এইচপির অনেকগুলা সিস্টার সাইট আছে। একটার প্রোডাক্টের সাথে আরেকটার মিল নেই। অবশ্যই AMD দিয়ে Probook 4445 হয়।
বাংলাদেশে অনেক বিক্রেতাই ল্যাপটপের র‍্যাম এবং হার্ডডিস্ক পরিবর্তন করে দেয়। এইটা সাধারণ ঘটনা।

রায়ানস অন্য জিনিস। পাশের দোকানে যেটা ৫০০০০ টাকা, ইম্পোর্টার যেটা ৫১০০০ টাকায় বেচে সেটা রায়ানস দিব্যি ৪৭/৪৮০০০ এ বিক্রি করছে। কি জিনিস দেয়! ব্যবহার করলেই বুঝবেন( যদি এক্সপার্ট হন)। আর কোনো সমস্যা হলে? পরবর্তীতে রায়ানস মুখী হবে না এই জীবনে।

Level New

rishit theke laptop kinsi. Laptop hp site a nai. Old model , hp theke market out kora hoyese:@ tokhon eto kisu bujhtam na 🙁

ABC computers theke HP 1000-1331TU model er laptop kine disilam abbu ke just for formal use. But kenar por thekei software related problem. USB port gula te keyboard/mouse attach korle kmn jeno rough impression pore. smooth na. Mone holo locally assemble kora. Tobe ami pore software issue thik kore disilam.. Ekhon porjnto problem dekhi nai. Tobe IDB te Techno Edge dokan theke ami ekta laptop kinsilam.. Ota heavy service ditese and i think T.E shop ta really valo. Tarporo kenar age jachai kore kenar poramorsho roilo

ভাই আপনি কম্পিউটার সোর্স এর বাইরে চম পাবেন তবে configuration টা তেখে নিবেন। কারন টা বললাম না । পরে যদি সময় পাই ত বলব।
১০০০-৫০০০ টাকা কম এ কিনে পরে পস্তানো টা কামন হবে জানি না। কম্পিউটার সোর্স এর searvice টা ভাল।

Level New

সবাইকে অসংখ্য ধন্যবাদ, যদি কারও সামান্যটুকু উপকারে আসে তাহলেই আমার টিউন স্বার্থক, আমি স্বার্থক।

সবকিছুইতো নকল তৈরি করা হয়, চীনে এবং বিভিন্ন স্থানে। সুতরাং সাবধান। ভালো দোকানে বেশী দাম হলেও সেখান থেকেই কেনা উচিত। পোস্টের জন্য ধন্যবাদ।

Level New

@mobogoru: ্র

আমার HP G4t-1200 CTO
CTO মানে কনফিগার টু অর্ডার।
======================
ল্যাপটপ আসল না নকল তা বুঝতে হলে ব্যাটারী খুলে দেখুন ল্যাপটপের অংশে ল্যাপটপের মডেল দেয়া আছে। ইটস সিম্পল। তারপর নেটে সার্চ দিন। অথবা ডিটেক্ট মাই ল্যাপটপস মডেল লিখে গুগলে সার্চ দিন। ব্যাস। এক সময় না এক সময় গুতাতে গুতাতে পেয়ে যাবেন।

    Level New

    @মোঃ আবুল কালাম আজাদ: ভাই, জিনিসগুলো সম্পকে আমারও পরিষ্কার ধারনা নাই। টিউন করেছি যাতে বিষয়টা পরিষ্কার হয়, বাকিরা জানতে পারে, আপনাদের কাছ থেকে বুদ্ধি পরামরশ পেতে পারে। প্রতারনার হাত থেকে বেচে আসল নকলের পার্থক্য যাচাই করতে পারে। আপনার মত কমেন্টর পরই মূলত টিউনটা পূর্নতা পাবে। ধন্যবাদ দেব না!

Level 0

http://h20000.www2.hp.com/bizsupport/TechSupport/Product.jsp এই লিঙ্ক টায় যান। দেখেন আপনার ল্যাপটপ মডেল পান কিনা…। আমি আপনার মডেল এই লিঙ্ক এ পেয়েছি……… বিভ্রান্ত হবার আগে ভালো করে যাচাই করুন

    Level New

    @lampost: ল্যাম্পুষ্ট সাহেব আপনি মনে হয় রাগন্বিত ও একই সাথে খুব বিরক্ত। কেন? ল্যাম্পুষ্টের তার ছিড়ে গেছে?
    যাই হোক আমি টিউনে আগেই লিখছি মডেল লিখে গুগল সার্চ দেবার পর এউচপির সাইটে তার অস্তিত্ব পাই নাই। আপনি যে লিংক দিলেন সেটা যে এইচপির সাইট আমার মতো অনেকেই জানে না। নিজে জানা, অণ্যকে জানানো এবং এক্সপার্টদের পরামর্শ, আলোচনার জন্যই টিউন করা। ল্যাম্পুষ্টের মত যাদের মাথায় বাতি জ্বলে তাদের এটা না পড়াই ভাল। টিউমেন্টের জন্য ধণ্যবাদ।

ভাই, আপনার সন্দেহটা অমূলক কিছু নয় কারণ, দেশটাই এখন কেমন জানি।
আমি ২০০৭ থেকে AMD চালাই।
AMD sempron+ Gigabyte 7vm333mrz এটা চালাইছি ৫ বছর।
এখন AMD Athlonx2 + Gigabyte M68-mt-s2p চালাচ্ছি।

AMD এদেশে নতুন আসায় বিক্রেতারা জিনিসটা ভালভাবে বুজে উঠতে পারেনি এখনো।

আর আপনি যে মডেলটার কথা বলসেন HP p4445x সেটা সম্পর্কে আমি তেমন কিছু জানিনা কিন্তু,
http://www.ryanscomputers.com/HP-NoteBook-174 এই মডেলটা সম্পর্কে আরও বছরখানেক আগে যখন এটা এদেশের বাজারে নতুন নামে তখন এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করেছিলাম। জিনিসটা ভাল তবে, প্রসেসর কিছুটা দুর্বল তবে সাধারন কাজ করতে কিংবা গেমস খেলতে সমস্যা হবে না কারণ এতে ৫১২ গ্রাফিক্স মেমোরি দেয়া আছে।
আমার এক বন্ধুকে আমি এটা কিনতে বলেছিলাম ।
ও পরে আমাকে নিয়ে আইডিবি থেকে এটা কিনসে, ও কিনেছিল রিশিত থেকে।

তবে এটার গ্রাফিক্স এক্সটার্নাল না, এটা AMD er নিউ একটা প্রযুক্তি যার মাধ্যমে তারা গ্রাফিক্স মান উন্নত করেছে।
আপনি শো রুমে গেলে আপনাকে বলবে এটা এক্সতার্নাল কিন্তু এটা এক্সতার্নাল এর মত কাজ করবে কিন্তু বাস্তবে এক্সতার্নাল না। যাই হোক আমার জানামতে এটা অরিজিনাল HP (hp AMD প্রসেসর এর পিসি অনেক আগে থেকেই বানাচ্ছে এবং amd এর Trinity series এর নোটবুক এর মধ্যে Hp ই এটা মনে হয় প্রথম মার্কেটে আনে )

বিক্রেতারা অনেক উল্টা-পাল্টা কথা বললেই যে সেটা নকল তা কিন্তু নয় বরং অনেক সময় তারা ভুল জানে কিংবা জানেনা। AMD এর ক্ষেত্রে এটা আরও বেশি।

    Level New

    @গাং চিল: এত সুন্দর করে, গুছিয়ে টিউমেন্ট দিলে তো আমার টিউন রেখে সবাই এটাই পড়বে ! আমার মার্কট খারাপ করতে চান কেন বস ?

    আপনার কথায় আস্থা রেখে আপনার অভিজ্ঞতাকে নিজের অভিজ্ঞতা হিসেবেই মনে রাখব।

Level 0

amar jana mote AMD er MB banay MSI, AMD er processor er dam kom, bt service beshi. Onnodike INTEL er dam beshi, onek beshi, serice kom onupate…..

Level 0

http://www8.hp.com/us/en/products/laptops/product-detail.html?oid=5229461#!tab=specs

Vai Sobkisu thik ase kintu display size ta to thik na hp tar website e bolche 15.6
Ar bangladesher sob gula 14.1
Anybody clear please

Level 0

bhai ami ja shunsi… Ryans onek laptop baire theke aane warrenty chara…. Jar karone dam onek kom pore…. HP ER original dealer Like Computer source, Flora Limited, Smart Bd theke kinai valo….Hp er site deya aase…bd er dealer kara….so check kore kinun…

ভাই
এত ভ্যাজাল?????
তাইলে কি কিনব ??????? হতবাক হয়ে গেলাম দেখা যায় ।

Level 0

some pragmatic reasons:

1. They are selling recon laptop so cheaper than others.
2. They go to china and told the supplier “my budget around $250 or $350 but I want same like HP or dell laptop. ”
3. On the original laptop website , all laptops have original software.

Because I stay oversees and all happened in front of my eyes.
Many businessmen come here and buy 2nd hand then sell as a new in Bangladesh.
If I ask why you do like this , they reply Bangladesh people don’t know about this.

বিভিন্ন ব্রান্ডের নতুন ল্যাপটপ স্বল্প মূল্যে দেখতে এবং অন্যান্য জাইগার সাথে দাম কম্পেয়ার করতে দেখুন https://www.bdstall.com/laptop/