আসসালামু আলাইকুম। সবাই নিশ্চই ভাল আছেন! আমি টেকটিউনস-এ নতুন। এই টেকটিউনস আমাকে অনেক কিছু শিখতে সাহায্য করেছে এবং করে চলেছে। এখানে অনেক অভিজ্ঞরা আছেন যাদের কাছ থেকে আমরা যারা Beginner তারা প্রতিনিয়ত অনেক কিছুই শিখে যাচ্ছি। আজ আমি ল্যাপটপের কি-বোর্ডের বাটন নিয়ে একটি টিউন করতে যাচ্ছি, আর এটা আমার প্রথম টিউন এবং অবশ্যই যারা জানেন না তাদের জন্য...
অনেক সময় বিভিন্ন কারণে ল্যাপটপের কি-বোর্ডের এক বা একাধিক বাটন নষ্ট হয়ে যায়। তখন অনেক সমস্যায় পড়তে হয়। যেমন, কারও ই-মেইল ঠিকানা বা পাসওয়ার্ডে যদি a থাকে এবং ল্যাপটপের কি-বোর্ডের a বাটনটি নষ্ট হয়ে যায়, তা হলে ল্যাপটপের কি-বোর্ড থেকে a লেখা যায় না। তখন কম্পিউটারের অন-স্ক্রিণ কি-বোর্ডটি খুলে কাজ করতে হয়। কিন্তু এতে অনেক সময় ব্যয় হয় এবং অনেক বিরক্ত লাগে। অথবা ল্যাপটপের সাথে আলাদা কি-বোর্ড যুক্ত করে ব্যবহার করতে হয়। তবে আপনি চাইলে ছোট একটি সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। অর্থাৎ আপনি শার্প-কি নামের ছোট একটি সফটওয়্যার ইনস্টল করে ল্যাপটপের কি-বোর্ডের বাটন পরিবর্তন করে ফেলতে পারেন। যেমন ধরুন, আপনার কি-বোর্ডের a বাটনটি নষ্ট। আপনি ইচ্ছা করলে কি-বোর্ডের অন্য একটি বাটনকে (যেটি সব সময় কাজে লাগে না বা যে বাটনটি কি-বোর্ডে একাধিক আছে) a বাটনে রূপান্তর করতে পারেন। শার্প কি সফটওয়্যারটি ইনস্টল করে From key –এ যে কোনো কি চেপে (যে কি ভালো আছে) এবং To শুধু নষ্ট কি (নষ্ট কি যদি a হয় তাহলে a) চেপে ওকে করুন। তা হলে অন্য কি-টি a কি-তে রূপান্তরিত হবে। অর্থাৎ ওই কি-টি চেপে a লেখা যাবে। মাত্র 475 কিলোবাইটের শার্প-কি সফটওয়্যারটি http://www.mediafire.com/?qhihey5w1a5ny4h এই ঠিকানা হতে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।
আমি Dhukkowala। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ল্যাপটপের সম্পুন কীবোর্ড নষ্ট হলে কি করব?