ল্যাপটপ কিনবেন?দেখুন একজন গ্রাফিক্স designer/gamer এর কি ধরনের ল্যাপটপ প্রয়োজন

আপনি কি একজন Graphics designer? ফটোশপ ব্যাবহার করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হচ্ছেন? Open করতে সময় নিচ্ছে? Tool apply করতে গেলে সময় নিচ্ছে?3D option নেই? তাহলে এই পোস্ট টি একবার পড়ে দেখা উচিৎ

আমাদের দেশে ৯৫% ফটোশপ ইউজার ফটোশপ regular version ব্যাবহার করেন । ফটোশপ এর আরেকটা version আছে Photoshop extended. দুইটার মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে Photoshop extended a 3D tool
আছে ফটোশপ regular version এ 3D tool নেই। আপনারা যারা Video টিউটোরিয়াল Follow করেন তারা দেখবেন ওদের ফটোশপ এ 3d tool আছে কারণ তারা ফটোশপ extended ইউজ করে। কিন্তু low Configurated ল্যাপটপ এ আপনি ফটোশপ এর Extended version পাবেন না। যার জন্য আপনাকে একটু ভাল configured ল্যাপটপ use করতে হবে। বেরিয়ে আসুন Dual core / HD graphics থেকে।

আপনি low configured laptop use করেন আর ফটোশপ open হতে সময় নিবেনা তা তো মেনে নেয়া যায়না। ফটোশপ smoothly run করানোর জন্য নিজেকে একটু upgraded করে নিতে হবে। হে ভাল মানের ল্যাপটপ কিনার জন্য মন্মানসিকতা তৈরি করতে হবে।

অনেক সময় দেখবেন tool অ্যাপ্লাই করতে কিছুক্ষন সময় নিচ্ছে।আরে ভাই এইটা ফটোশপ এর দোষ না। দোষ আপনার কারণ আপনি যে এখন ২gb ram/dual core/HD graphics থেকে বেরিয়ে আসতে পারেননি ।

অনেকে দেখা যায় core i7/4gb RAM/HD graphic নিয়ে মনে করে যে আমার ল্যাপটপ তো heavy fast । তাদের উদ্দেশে একটা কথা বলে রাখি যে photoshop/gaming বা অন্যান্য কাজ করতে শুধু high configured প্রসেসর থাকলেই হয়না। আপনাকে সাথে ram ও graphics card এর দিকে লক্ষ রাখতে হবে।

১ জন গ্রাফিক্স designer এর ল্যাপটপ এ মিনিমাম কি configuration থাকা উচিত তা নিচে দেয়ার চেষ্টা করছি।

Prossesor: corei3 (minimum and recommended) ( এর নিচে নামবেন তো ভাই আপনি post টি পড়া থেকে বিরত থাকুন)
Graphics card: intel HD 3000(minimum) (HD 2000 এ ও photoshop smoothly run করেনা )
Ram: 4gb minimum (6gb or 8gb হলে খুভ ভাল হয়)

আমি আর লম্বা বর্ণনা দিতে চাচ্ছি না।এই ৩ মিনিমাম requirement থাকলে আপনার ল্যাপটপ এ সবকিছু ভালভাবে চলবে। হ্যাঁ, আমি গ্যারান্টি দিচ্ছি।

গেম খেলার কথা চিন্তা করছেন? বাংলাদেশের বাজারে যত ধরনের গেম আছে তা সাপোর্ট করবে HD 3000 এ।

মনে রাখবেন CORE i3 +8GB RAM is surely better than CORE i7+4 GB RAM .এই theory অবিশ্বাসের কিছু না। সবসময় RAM বেশি নেওয়ার চেষ্টা করবেন সম্পূর্ণ configuration অনুযায়ী । ১০০ জিবি RAM স্বপ্নের মধ্যে পেলে ১ লাখ টাকা দিয়ে কিনেন আমি ২ লাখ টাকা অফার করব।

ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।

Level 0

আমি zakirh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 5

সহমত। সুন্দর টিউন। আপনার কথাগুলো ভালো লাগলো। আমি নিশ্চিত কিছু আবাল এসে উল্টোপাল্টা কথা বলবে। তাদের উদ্দেশে বলতে চাই ” না জেনে বুঝে comment করবেন না” 🙂

Level 0

donnobad apnake

    Level 5

    @zakirh: এরকম আরও পোস্ট আশা করছি আপনার কাছ থেকে

Level New

vai 30-33 er moddhe konta valo hobe aktu jodi bolten taile khub valo hoto.brand fact na.halka hole valo hoi.

amar Graphics card amd radeon hd 6450 ata te ki cholbe.

Level New

আমার ল্যাপটপের কনফিগারেশন হচ্ছে Core i7 – 3610QM , Ram – 8GB , GPU – NVIDIA Geforce GT630M 2GB . কিন্তু তারপরও আমার ল্যাপটপ অনেক স্লো মনে হইত । অতপর ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করে জানতে পারলাম , রাম বাড়াইয়া কোন লাভ নাই । কাজের স্পীড কম কারন আমাদের ৫২০০ rpm এর জঘন্য হার্ডডিস্ক গুলা । হার্ডডিস্ক ফেলায় দিয়া লাগায়া নিলাম সামসাং ৮৪০ সিরিজ এর একটা SSD. এখন আমার ল্যাপটপ আগের চাইতে ৫ গুন ফাস্ট হইয়া গেছে । ফটোশপ CS5 extended ওপেন হইতে ২-৩ সেকেন্ড লাগে , স্প্লাস স্ক্রিন আসে আর যায় ।

Level 0

সহমত। আমার ল্যাপটপ Intel Core i3, Intel HD Graphics 3000 but Ram only 2GB (বাংলাদেশে মনে হয় এখন বেশির ভাগ ল্যাপটপের সাথে ২ জিবি র‍্যাম দেয়)…….ফটোসপ cs6 Extended স্লো চলে। ভাবছি আরও ২জিবির সাথে আরও ৪জিবি এক্সট্রা লাগাব।

    Level 2

    @mgrp: RAM Update korle notun kore OS setup dien, noile full performance paben na.

Level 0

১ জন গ্রাফিক্স designer এর ল্যাপটপ এ মিনিমাম কি configuration থাকা উচিত তা নিচে দেয়ার চেষ্টা করছি।

Prossesor: corei3 (minimum and recommended) ( এর নিচে নামবেন তো ভাই আপনি post টি পড়া থেকে বিরত থাকুন)
Graphics card: intel HD 3000(minimum) (HD 2000 এ ও photoshop smoothly run করেনা )
Ram: 4gb minimum (6gb or 8gb হলে খুভ ভাল হয়)এ

এই লেখাগুলি কি সঠিকভাবে পরা যায়…………???????????

কিছু দিন ধরে এই রকম configuration এর কথা ভাবছিলাম । তাই আপনার পোষ্টটি পড়ে খুব ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।

ভাই এই কথাটা কি ভেবে বললেন”গেম খেলার কথা চিন্তা করছেন?বাংলাদেশের বাজারে যত ধরনের গেম আছে তা সাপোর্ট করবে HD 3000 এ।”?এখনকার গেম এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড ছাড়া খেলাই যায় না!আমার মনে হয় আপনি গেম খেলেন না।[আমি কি আবোলতাবোল বকলাম?]

Level 0

Vaijan go, goto 18/03/2013 date a ami 1 khan latpot kinsi. Acer Aspire V3 471 model.
Configure ta ai rokom:-
1. Processor: Intel Core i5 – 3230M (2.6Ghz, Turbo Boost upto 3.2Ghz)
2. RAM : (4GB + 8GB) = 12GB {8GB ami kini nai, Dokandar free dise lappi er sathe)
3. Graphics : Intel HD 4000, + NVidia 710M (Dedicated to 2 GB)

Amarta kemon holo bolben. Ami CSS, PHP, JOOMLA, PHOTOSHOP, AUTOCAD chalanor jonno kinesi.

Comment: [email protected]

Level 0

Kemon asen vai? Ami valo.
Goto kal apnar post a comment korecilam. Apni reply o diyecen. Ami aj sokale office a ase dekhte peyesi. Thanks.

Asole goto kal apnak bola hoy nai j ami Desher baire thaki. Ami Singapore a thaki. Tai game collect kora khub somossa. 1 ta game kinte gele 2 diner salary finish. 1ta Game kinar taka diya Bangla deshe 1ta 2nd hand Duel core PC kina jabe. Jai houk, kotha onek besi bole felesi.

Ami J Lappi kinesi atar price porece Singapore Dollars a 899.00
Bangladeshi takay : 57,000.00 taka.

Saif Vai, Apnak direct mail korte chaisilam. Contact pai nai.

    Level New

    @Ahsan: [email protected] apni @saif_precio use korle amar mail a comment ta chole jeto. but apni toe mention bebohar koren nai. jak ekhon contact koren pran vore Ha Ha 😀 waiting for your mail 😀

Level 0

ভাইএরা আমি একটা core i 7+8 gb ram+1gb up Graphics card+500gb up ল্যাপটপ কিনতে চাই কোন ব্র্যান্ড টা নিলে ভালো হয় এবং মডেল টা শেয়ার করে হেল্প করেন ।

Level 5

vai apni budh hoy hd 3000 a game khelen ni…amar corei7 hd 3000graphics a maximum shb game chole…amar graphics memory 16000mb othocho beshirbhag bd games er requirment 512 mb

    Level New

    @Tanvir: 1600 mb approx total memory. onek kisu dekha jay kintu thake na. original 64 MB graphics card. 75% game chole 25% chole na. Ram and OS er upor nirvor kore Intel HD graphics. But kharap bola ta thik hobe na. Intel HD 4000 Radeon er High quality graphics er soman.

Level 5

@iron maiden

Level 0

ধন্যবাদ সবাইকে। তবে স্পেশাল ১ টা কমেন্ট আছে ,তা করছেন মিঃ “আহত”।দেখুন আমি এই পোস্ট এ যা বাংলাদেশে পাওয়া যাচ্ছে এবং না পেলে ভাল ল্যাপটপ হবেনা তা বলার ছেস্তা করছি। SSD এর বিশয়তা মাথায় ছিল কিন্তু এটা IDB বা MULTIPLAN CENTER এ পাওয়া যাবে বলে মনে হয়না।আর বিশেষত সর্বনিম্ন দামে কুয়ালিটি বজায় রেখে সরবুচ্চ পারফরমেঞ্ছ এর উপর জুর দিয়েছি। অর্থাৎ CORE i3 এর সাথে SSD পৃথিবীতে কুথাও পাবেন না।
সুতরাং SSD এর কথা উল্লেখ করলে CORE i3 বাধ দিতে হবে,যেহেতু কাজটি পারছে তাকে আমি বাধ দিতে পারবনা।

Level 0

যারা nVIDIA and HD readon এর কথা বলছেন তাদের উদ্দেশে বলছি। nVIDIA ও HD readon এর সর্বশেষ ভারশন খুব costfulএবং প্রচণ্ড গরম হয়। আর এই গরমের সাথে বাংলাদেশের +৪০ ডিগ্রি যখন হয় অনেক ল্যাপটপ নষ্ট হয় বেশিরভাগ কেত্রে সরবুচ্চ পারফরমেঞ্ছ পাবেন না। যেহেতু HD 3000 অনেক কম গরম হয়েও সব কাজ করছে সুতরাং এটিই বাংলাদেশের জন্য ভাল।HD 4000 হলেত কথাই নেই। i’m a great fan of NVIDIA GTX series but বাস্তবতা স্বীকার করতে হবে।

Level 0

@ আহসান ভাই,আপনার ল্যাপটপ অনেক স্ত্রং ,যেটা আপনার কাজের জন্য দরকার ।

@আহত,
আপনার RAM টা ২জিবি করে নিন দেখি আপনার SSD আপনাকে কতটুকু হেল্প করে!!!
কিন্তু RAM 2 gb থেকে 8 gb(৮) করলে HDD ওয়ালা ল্যাপটপ ও অনেক প্রায় সব কাজে আসবে। 😛

ভাই ,Graphics card: intel HD 3000 ১ গিগা এর বর্তমান মূল্য কত? কেঊ জানেন? জানালে ধন্য হতাম 🙂

    Level 5

    bro hd 3000 holo intergrated graphic..dedicated na..so apni eita aladhababe bazar a paben na…

khubi valoo laglo

ভাই ডেক্সটপে ফটোশপ 3D চালানোর জন্য কোন গ্রাফিক্স কার্ড ভাল হবে,সর্বনিম্ন কত টাকায় পাওয়া যাবে?