আপনি কি একজন Graphics designer? ফটোশপ ব্যাবহার করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হচ্ছেন? Open করতে সময় নিচ্ছে? Tool apply করতে গেলে সময় নিচ্ছে?3D option নেই? তাহলে এই পোস্ট টি একবার পড়ে দেখা উচিৎ
আমাদের দেশে ৯৫% ফটোশপ ইউজার ফটোশপ regular version ব্যাবহার করেন । ফটোশপ এর আরেকটা version আছে Photoshop extended. দুইটার মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে Photoshop extended a 3D tool
আছে ফটোশপ regular version এ 3D tool নেই। আপনারা যারা Video টিউটোরিয়াল Follow করেন তারা দেখবেন ওদের ফটোশপ এ 3d tool আছে কারণ তারা ফটোশপ extended ইউজ করে। কিন্তু low Configurated ল্যাপটপ এ আপনি ফটোশপ এর Extended version পাবেন না। যার জন্য আপনাকে একটু ভাল configured ল্যাপটপ use করতে হবে। বেরিয়ে আসুন Dual core / HD graphics থেকে।
আপনি low configured laptop use করেন আর ফটোশপ open হতে সময় নিবেনা তা তো মেনে নেয়া যায়না। ফটোশপ smoothly run করানোর জন্য নিজেকে একটু upgraded করে নিতে হবে। হে ভাল মানের ল্যাপটপ কিনার জন্য মন্মানসিকতা তৈরি করতে হবে।
অনেক সময় দেখবেন tool অ্যাপ্লাই করতে কিছুক্ষন সময় নিচ্ছে।আরে ভাই এইটা ফটোশপ এর দোষ না। দোষ আপনার কারণ আপনি যে এখন ২gb ram/dual core/HD graphics থেকে বেরিয়ে আসতে পারেননি ।
অনেকে দেখা যায় core i7/4gb RAM/HD graphic নিয়ে মনে করে যে আমার ল্যাপটপ তো heavy fast । তাদের উদ্দেশে একটা কথা বলে রাখি যে photoshop/gaming বা অন্যান্য কাজ করতে শুধু high configured প্রসেসর থাকলেই হয়না। আপনাকে সাথে ram ও graphics card এর দিকে লক্ষ রাখতে হবে।
১ জন গ্রাফিক্স designer এর ল্যাপটপ এ মিনিমাম কি configuration থাকা উচিত তা নিচে দেয়ার চেষ্টা করছি।
Prossesor: corei3 (minimum and recommended) ( এর নিচে নামবেন তো ভাই আপনি post টি পড়া থেকে বিরত থাকুন)
Graphics card: intel HD 3000(minimum) (HD 2000 এ ও photoshop smoothly run করেনা )
Ram: 4gb minimum (6gb or 8gb হলে খুভ ভাল হয়)
আমি আর লম্বা বর্ণনা দিতে চাচ্ছি না।এই ৩ মিনিমাম requirement থাকলে আপনার ল্যাপটপ এ সবকিছু ভালভাবে চলবে। হ্যাঁ, আমি গ্যারান্টি দিচ্ছি।
গেম খেলার কথা চিন্তা করছেন? বাংলাদেশের বাজারে যত ধরনের গেম আছে তা সাপোর্ট করবে HD 3000 এ।
মনে রাখবেন CORE i3 +8GB RAM is surely better than CORE i7+4 GB RAM .এই theory অবিশ্বাসের কিছু না। সবসময় RAM বেশি নেওয়ার চেষ্টা করবেন সম্পূর্ণ configuration অনুযায়ী । ১০০ জিবি RAM স্বপ্নের মধ্যে পেলে ১ লাখ টাকা দিয়ে কিনেন আমি ২ লাখ টাকা অফার করব।
ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।
আমি zakirh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সহমত। সুন্দর টিউন। আপনার কথাগুলো ভালো লাগলো। আমি নিশ্চিত কিছু আবাল এসে উল্টোপাল্টা কথা বলবে। তাদের উদ্দেশে বলতে চাই ” না জেনে বুঝে comment করবেন না” 🙂