টিউনার ভাইরা দেখুন ল্যাপটপ এ হার্ডডিস্ক সংক্রান্ত সমস্যা ।

টেকটিউনসের  সকল ভাইদের প্রথম এ সালাম । আমি আমার তশিবা ল্যাপটপ নিয়ে বিসাল একটা সমস্যায় আছি ।

সমস্যা গুলো  হল ............।।

ল্যাপটপ চালু হবার সময় উইন্ডোজ স্টার্ট স্ক্রীন আসার পর নিল স্ক্রীন এসে ধাপ করে বন্ধ হয়ে যায় । ভাবলাম উইন্ডোজ এ সমস্যা তাই সেটআপ দিতে গেলাম দেখলাম যেই ড্রাইভ এ সেটআপ দিব সেটা খোঁজে পেলাম না । তারপর  ঐ হার্ডডিস্ক টা খুলে আরেক টা ল্যাপটপ এ লাগিয়ে দেখলাম সব ঠিক আছে ল্যাপটপ চালু হয় হার্ডডিস্ক পায় । ভাবলাম সব ঠিক হয়া গেসে। কিন্তু তশিবায় লাগিয়া দেখি সব আগের মত সমস্যা।

তার মানে হল আরেক ল্যাপটপ এ হার্ডডিস্ক লাগিয়া কাজ করলে সব ঠিক মত কাজ করে কোনও সমস্যা হয়না । কিন্তু তশিবায় লাগায়লে সব সমস্যা সরু হয়।

মুল সমস্যা হল , উইন্ডোজ চালু হয়না  ( ভালো হার্ডডিস্ক লাগানোর পরও )।  সেটআপ দেওয়ার সময় হার্ডডিস্ক পায়না । তারজন্য  সেটআপ দিতে পারি না ।

এখন কি করবো বুজতে পারতাছি না।

আশা করি  টিউনার ভাইরা হেল্প করবেন ।

Level 0

আমি ওয়াজেদ বিন রাজ্জাক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ল্যাপটপটার এখনো warranty আছে নাকি ? যদি থাকে তাহলে service center এ নিয়ে গিয়ে দেখাতে পারেন ।

Level 2

আপনার ল্যাপটপের বায়োস সেটিংস পরিবর্তন করে দেখতে পারেন। আপনার পিসিটি হার্ডডিস্ক ডিটেক্ট করছে না।

    @Kamrul Cox: ল্যাপটপের বায়োস সেটিংস পরিবর্তন করে দেখাছি।
    বায়োস এ হার্ডডিস্ক ডিটেক্ট করে কিন্তু সেটআপ এর সময় পায় না।

      Level 2

      @Wazed Bin Razzak: যে কয়টা কারণে ঐ সমস্যা হতে পারে তন্মধ্যে বায়োস সেটিংস একটি। অন্যটি হলো হার্ডডিস্কর সাথে মাদারবোর্ডের সংযোগে সমস্যা। আপনার যেহেতু হার্ডডিস্ক ঠিক আছে তাই আপনি ঐ দুটো জিনীস চেক করে দেখুন ভাল করে। প্রয়োজনে অভিজ্ঞ কারো সাহায্য নিয়ে। আপনার মাদারবোর্ডের সংযোগটি পরীক্ষা করার জন্য অন্য একটি হার্ডডিস্ক লাগিয়ে দেখতে পারেন। এছাড়া আপনি কোন HDD Regenarator, MS DOS বা এ জাতীয় টুল ব্যবহার করে দেখতে পারেন। এ টুলগুলোর মাধ্যমে বায়োসে হার্ডডিস্ক ডিজেবল ছাড়া অন্য কোন সমস্যা থাকলেও হার্ডডিস্ক শো করবে।
      HDD Regenarator = http://www.mediafire.com/?21z8822ij04i30n
      বিস্তারিত= http://kamrulcox.blogspot.com/2012/09/hdd-regenerator-bad-sectors-repair.html

Level 0

Vai ami motamuti vabe sure je eita RAM er problem…. tai apni RAM ta change kore then try korte paren, asa kori thik hoye jabe….. amar laptop eo RAM er karoneo majhe majhe blue screen asto, pore ram change korar por thik hoyeselo……. 🙂

Level 0

Vai apni ki win xp setup dite chassen then ki problem hocce?

সিম্পল একটা বিষয় সমস্যা টা হল আপনার windows এর কারন আপনার ল্যাপটপে windows xp2 সাপোর্ট করবেনা এজন্য আপনি নতুন একটা সিডি সংগ্রহ করুন windows xp service pack3 With sata driver উক্ত সিডি দিয়ে ট্রাই করেন না হলে আপনার ল্যাপটপে ইউনডোজ 7 দিতে হবে কারন বেশির ভাগ ল্যাপটপে xp সাপোর্ট করে না তাই windows 7 দিয়ে দিন আশা করি একবারেই নিয়ে নিবে

    @masternoion@live: ইউনডোজ 7 দীয়া হয় না । ৭ দিলে জেই ড্রাইভ এ সেটআপ দেখিয়ে দিব ঐ সময় হার্ডডিস্ক পায় না। তো আমি 7 দিব কিভাবে বলেন তো ভাই। জততা সিম্পল ভাবছেন ততটা সিম্পল না। ভাই বহত সমসায় আছি এইটারে নিয়া।

Level 0

ভাই আপনি প্রথমে RAM চেক করেন পরে HDD সম্ভব হলে Proccessor সব কানেকশন রি-কানেক্ট করেন Then Bios এ ঢুকেন f9 চেপে Defalt seting করে নিন Bios থাকা অবস্থায় এখন HDD পেয়েছে কিনা দেখুন Boot priority 1st CD ROM, 2nd Hdd দেখান— আশা করি হয়ে যাবে….. যদি হয় ধন্যবাদ জানাতে ভুলবেন না….. [email protected]

র‌্যাম সমস্যা বলেই মনে হচ্ছে।

01717969738 phone den problem solve kore debo