টেকটিউনসের সকল ভাইদের প্রথম এ সালাম । আমি আমার তশিবা ল্যাপটপ নিয়ে বিসাল একটা সমস্যায় আছি ।
সমস্যা গুলো হল ............।।
ল্যাপটপ চালু হবার সময় উইন্ডোজ স্টার্ট স্ক্রীন আসার পর নিল স্ক্রীন এসে ধাপ করে বন্ধ হয়ে যায় । ভাবলাম উইন্ডোজ এ সমস্যা তাই সেটআপ দিতে গেলাম দেখলাম যেই ড্রাইভ এ সেটআপ দিব সেটা খোঁজে পেলাম না । তারপর ঐ হার্ডডিস্ক টা খুলে আরেক টা ল্যাপটপ এ লাগিয়ে দেখলাম সব ঠিক আছে ল্যাপটপ চালু হয় হার্ডডিস্ক পায় । ভাবলাম সব ঠিক হয়া গেসে। কিন্তু তশিবায় লাগিয়া দেখি সব আগের মত সমস্যা।
তার মানে হল আরেক ল্যাপটপ এ হার্ডডিস্ক লাগিয়া কাজ করলে সব ঠিক মত কাজ করে কোনও সমস্যা হয়না । কিন্তু তশিবায় লাগায়লে সব সমস্যা সরু হয়।
মুল সমস্যা হল , উইন্ডোজ চালু হয়না ( ভালো হার্ডডিস্ক লাগানোর পরও )। সেটআপ দেওয়ার সময় হার্ডডিস্ক পায়না । তারজন্য সেটআপ দিতে পারি না ।
এখন কি করবো বুজতে পারতাছি না।
আশা করি টিউনার ভাইরা হেল্প করবেন ।
আমি ওয়াজেদ বিন রাজ্জাক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ল্যাপটপটার এখনো warranty আছে নাকি ? যদি থাকে তাহলে service center এ নিয়ে গিয়ে দেখাতে পারেন ।