দোয়েল ল্যাপটপ কিনতে ল্যাপটপ গুরুদের সাহায্য চাচ্ছি

কেমন আছেন সবাই ?

আজকে আমি ল্যাপটপ গুরুদের সামনে সাহায্যর জন্য হাজির হলাম।

 

আমি শুনলাম এবং ২-৩ দিন আগে মার্কেটে দোয়েল ল্যাপটপ দেখলাম।

এখন আমি দোয়েল ল্যাপটপ কিনতে চাচ্ছি।

তবে এটার সার্ভিস কেমন দেবে এটি নিয়ে অনেক দ্বিধা-দন্দে আছি।

 

আপনারা কেউ কি এই ব্যপারে সঠিক তথ্য দিতে পারবেন ?

মানে আপনি ব্যবহার করছেন অথবা আপনার বন্ধু,আত্মীয়-স্বজন এমন ।

কেউ এমন থাকলে প্লীজ কমেন্টের মাধ্যমে জানান।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই সাব্বির আলম।

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি কয়েক দিন আগে দোয়েল বেসিক ০৭০৩ মডেলটা কিনেছি। দাম অনুযায়ী আমার কাছে ভাল মনে হয়েছে। এখানে বিস্তারিত পাবেন আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স https://www.techtunes.io/review/tune-id/103156/

Level 0

সার্ভিস ভালোই তবে ব্যাটারি চার্য কম 🙁 এক থেকে ১.৩০ মিনিট চার্য থাকে। এছাড়া তেমন সমস্যা নেই 🙂 আমি প্রতিদিনই ব্যবহার করছি অফিসের কাজে।

    ধন্যবাদ । আমি আসলে অপসনাল হিসাবে নিব মানে পিসিত আছে । মাঝে মাঝে বাইরে গেলে অনলাইনে বসতে পারিনা এই এর কি। চার্জ সমস্যা না সার্ভিস ভালো দিলে হয়
    @swordfish:

Level 0

আপনার পছন্দের ল্যাপটপটি কেনার আগে http://www.bdlaptops.com একবার ঘুরে আসুন। BDLaptops.com হল এই প্রথম বাংলাদেশে ল্যাপটপের উপর কোন পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল। ওয়েবসিটটির মাধ্যমে ভিসিটররা সহজেই তাদের কাঙ্ক্ষিত ল্যাপটপটি খুঁজে বের করতে পারবেন। এতে রয়েছে বিভিন্ন মডেলের সর্বোচ্চ ৫ টি ল্যাপটপ একসাথে কম্প্যায়ার করার সুবিদা। এর মাধ্যমে ভিসিটরেরা জানতে পারবে একটি নির্দিষ্ট মডেলের ল্যাপটপের দাম কোন দোকানে কত। আরও জানতে পারবেন বিভিন্ন ল্যাপটপের নিউজ এবং ইভেন্টস, পড়তে পারবেন ল্যাপটপ নিয়ে নানা প্রয়োজনীয় আর্টিকেল। এছাড়া রয়েছে ল্যাপটপ এর বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ল্যাপটপ সার্ভিসিং সেন্টারসমুহের ঠিকানা।