কেমন আছেন সবাই ?
আজকে আমি ল্যাপটপ গুরুদের সামনে সাহায্যর জন্য হাজির হলাম।
আমি শুনলাম এবং ২-৩ দিন আগে মার্কেটে দোয়েল ল্যাপটপ দেখলাম।
এখন আমি দোয়েল ল্যাপটপ কিনতে চাচ্ছি।
তবে এটার সার্ভিস কেমন দেবে এটি নিয়ে অনেক দ্বিধা-দন্দে আছি।
আপনারা কেউ কি এই ব্যপারে সঠিক তথ্য দিতে পারবেন ?
মানে আপনি ব্যবহার করছেন অথবা আপনার বন্ধু,আত্মীয়-স্বজন এমন ।
কেউ এমন থাকলে প্লীজ কমেন্টের মাধ্যমে জানান।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই সাব্বির আলম।
আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...
আমি কয়েক দিন আগে দোয়েল বেসিক ০৭০৩ মডেলটা কিনেছি। দাম অনুযায়ী আমার কাছে ভাল মনে হয়েছে। এখানে বিস্তারিত পাবেন আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স https://www.techtunes.io/review/tune-id/103156/