সকল বন্ধুদের শুভেচ্ছা ও ভালবাসা জনিয়ে আজকের টিউন লেখা সুরু করতেছি। আশা করি সবাই ভাল ও অ্যানিটেক এর সাথে আছেন। যাহোক কাজের কথায় আসি। আমরা জানি যে জুমলা সাইট এ টেমপ্লেট ব্যবহার করা হয় এবং বিভিন্ন টেমপ্লেট এ বিভিন্ন ধরনের পজিশন থাকে। কোন টেমপ্লেট এ বেশি আর কোন টেমপ্লেট এ কম। আমরা যখন কোন Module শো করাতে জাই তখন আমাদের এসব পজিশন এর যেকনো একটিতে শো করাতে হয়। কিন্তু আমরা যদি না জানি যে এসব পজিশন এর অবস্থান কোথায় বা আমরা যে জায়গায় একটি Module শো করাতে চাচ্ছি সে জায়গায় আদৌ কোন পজশন আছে কি না বা থাকলেও তার নাম কি। তাই আজকে দেখাব কি করে আপনি আপনার জুমলা সাইট এর পজিশন দেখবেন।
তাহলে কাজ সুরু করা যাক। প্রথমে যথারীতি আপনার এডমিন প্যানেল এ লগিন করে ফেলুন। এখন
Extensions > Template manager এ জান।
এখন উপরের ছবির দিকে খেয়াল করুন। একেবারে উপরে দান দিকে দেখুন Option নামে একটা বাটন আছে অইখানে ক্লিক করুন।
এখন দেখুন নিছের ছবির মতো একটা পেজ ওপেন হবে।
এখানে দেখেন Preview Module Positions নামে একটা অপশন আছে ওইটা ছবির মতো Enable করে দিন। এটা যদি আপনি Enable করে না দেন তাহলে আপনি সাইট এর পজিশন দেখতে পারবেন না। যখন দেখা সেশ হবে তখন আবার এটি বন্ধ করে দিবেন জাতে কেউ আপনার সাইট এর পজশন দেখতে না পারে।
এখান থেকে আপনি আরও কিছু কাজ করতে পারেন যেমন Upload size কতো হবে তারপর নিছে দেখুন আরও কিছু অপশন আছে আপনি এখানে যে যে ফরম্যাট দিবে ন আপনার সাইট এ আপনি বা অন্য যেকন ইউজার ঐ ফরম্যাট ছাড়া অন্য ফরম্যাট এর ফাইল Upload করতে পারবে না।
যাহোক এখন চলুন দেখি কি করে আপনার সাইট এর পজশন দেখা যায়।
প্রথমে আপনার সাইট এ যান।
মনে করেন আপনার সাইট এর লিঙ্ক http://localhost/joomla/ যেহেতু আমরা লোকাল হোস্ট এ কাজ করতেছি তাই আপনার সাইট লিঙ্ক এরকমই হওয়া উচিৎ মানে।
এখন যেটা করতে হবে এই লিঙ্ক এর শেষে ?tp=1 এইটা জগ করতে হবে তারমানে হল আপনার লিঙ্ক হবে
http://localhost/joomla/?tp=1 এরকম।
এখন এন্টার প্রেস করুন দেখবেন আপনার সাইট এর কোথায় কোন পজশন আছে এবং সেই সাথে সেই পজিশন এর নাম কি তাও দেয়া আছে।
প্রকাশনায় অ্যানিটেক। । প্রথম প্রকাশের লিঙ্ক। একবার ঘুরে আসার অনুরোধ রইলো । আমাদের ফেসবুক পেজ
আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com