জাভাস্ক্রিপ্ট সহ অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে Statement (বিবৃতি) বলতে বুঝায় একটি কাজের নির্দেশনা, যা আপনি সিস্টেমকে দিয়ে করাতে চাইছেন।
নিচের মত কোড লিখে 'test.html' নামে একটি ফাইল সেভ করে ব্রাউজ করুন।
<!DOCTYPE html> <html> <head> <title>JavaScript</title> </head> <body> <script> document.write("Hello User!"); </script> </body> </html>
উপরের কোডে document বলতে বুঝাচ্ছে আপনার ব্রাউজারের পুরো উইন্ডোটাকে আর write() হচ্ছে একটি ফাংশন (ফাংশন সম্পর্কে বিস্তারিত পরে জানবো) যার মাধ্যমে আমরা Hello User! (ডবল কোটেশনের ভেতরের) লেখাটি ব্রাউজারে প্রিন্ট করেছি। ডট (.) ব্যবহার করেছি document আর write() ফাংশনকে যুক্ত করার জন্য। এখানে পুরো লাইনটি হচ্ছে একটি স্টেটমেন্ট। একটি প্রোগ্রামে এক বা একাধিক স্টেটমেন্ট থাকতে পারে। স্টেটমেন্টগুলোকে নিচে নিচে লেখা উচিত। প্রতিটি স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হয়।
কম্পিউটার স্টেটমেন্টগুলোকে একে একে উপর থেকে পড়তে থেকে আর কাজগুলো করতে থেকে।
একাধিক স্টেটমেন্টের উদাহরণঃ
<!DOCTYPE html> <html> <head> <title>JavaScript</title> </head> <body> <script> document.write("Hello "); document.write("User!"); </script> </body> </html>
(চলবে...)
XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX XXXXX
আমি আরাফ করিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সহ - প্রতিষ্ঠাতা MAXSOP (www.maxsop.com)
আমি যখন এই পোস্ট দেখছি তার ১ দিন ১৬ ঘণ্টা আগে এই টিউনটা করেছেন। আমি যখন দেখছি তার আগে মাত্র ৭৬ জন এই পোন্ট দেখেছে।
Javascript এর জনপ্রিয়তা কমে গেছে Jquery আসার ফলে।
Javaacript এ নেট থেকে একটা প্রাথমিক ধারনা নিয়ে সবার Jquery খুব ভাল শেখার জন্য ঝাপিয়ে পড়া উচিত। বোধকরি সবাই তাই করছে।
Jquery = Write less do more