জাভাস্ক্রিপ্ট (JavaScript) একটি হাই-লেভেল, ডাইনামিক, ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি ডিজাইন করেন Brendan Eich. এর অফিসিয়াল নাম ইসিএমএ স্ক্রিপ্ট। এটি প্রথম পাবলিশড করা হয় ১৯৯৫ সালে। ওয়েব ডিজাইনারদের জাভাস্ক্রিপ্ট জানা জরুরী।
যাদের জন্য এই কোর্সঃ
যারা জাভাস্ক্রিপ্ট শিখতে চান তাদের সকলের জন্যই এই কোর্সটি উপযুক্ত। তবে জাভাস্ক্রিপ্ট শিখতে হলে আপনার অবশ্যই এইচটিএমএল এর বেসিক বিষয়গুলো এবং একটি কোড এডিটর (যেমনঃ Notepad++) এর ব্যবহার জানা থাকতে হবে।
জাভাস্ক্রিপ্টের সুবিধাঃ
১) জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ওয়েবসাইটের বিভিন্ন উপাদানের আচরণ নিয়ন্ত্রণ করা যায়,
২) এটি একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং এটা এইচ টি এম এল এর সাথে সরাসরি ইমবেড করা যায়, তাই জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং এর সুযোগ সৃষ্টি করে।
৩) এর মাধ্যমে ফর্ম ভেলিডেশন করা যায়,
৪) জাভাস্ক্রিপ্ট ওয়েব পেজে ডাইনামিক টেক্সট যুক্ত করার সুযোগ সৃষ্টি করে,
৫) বিভিন্ন ইভেন্ট (যেমনঃ মাউস নড়ানো, ওয়েব পেজ উপর-নিচ করা, বাটনে ক্লিক করা ইত্যাদি) নিয়ে কাজ করতে পারে,
৬) জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অবস্থা এবং সময় বিবেচনা করে কাজ করা যায়,
৭) এর মাধ্যমে ব্যবহারকারির ব্রউজার, আইপি ইত্যাদি ডিটেক্ট করে তাকে নির্ধারিত কন্টেন্ট দেওয়া যায়,
৮) গেম ডেভেলপ করা যায় ইত্যাদি।
একটি উদাহরণঃ
আপনার কোড এডিটরটি ওপেন করে নিচের কোডটুকু লিখে ফাইলটি “test.html” নামে সেভ করে ব্রাউজারে ওপেন করুন।
<!DOCTYPE html> <html> <body> <script> alert("Hello User!"); </script> </body> </html>
নিচের মত ফলাফল দেখতে পাবেন। ডাবল ক্লিক করে ফাইলটি ওপেন করতেই একটি এলার্ট বক্স উঠে আসবে। 'ওকে' বাটনে ক্লিক করলে আবার চলেও যাচ্ছে।
(চলবে...)
আমি আরাফ করিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সহ - প্রতিষ্ঠাতা MAXSOP (www.maxsop.com)