আপনার সাইটে বসান সেহরী ইফতারের সময়সূচি

আসসালামু আলাইকুম।

তৃতীয়বারের এবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম সাইটে সেহরী ও ইফতারের সময়সূচি বসানোর জাভাস্ক্রিপ্ট এবং একইসাথে ওয়ার্ডপ্রেস প্লাগীন।

যেভাবে বসাবেনঃ ওয়ার্ডপ্রেস এই প্লাগীনটি ইনস্টল করে Widget থেকে কাঙ্খিত স্থানে বসিয়ে দিন।

যেভাবে বসাবেনঃ অন্যান্য সাইটে

নিচের জাভাস্ক্রিপ্টটা কপি করুনঃ

<div id="ramadan"><script type="text/javascript"src="http://books.alor-nishan.com/newramjan.js">
</script></div>

এবার আপনার সাইটের যেখানে সময়সূচি বসাতে চান সেখানে কোড টা পেস্ট করে দিন।

ধন্যবাদ সাইফুল বিডি ভাইকে। গতবছর ওনি একটি চমত্কার আইডিয়া দিয়ে কাজটাকে আরও সহজ ও সুন্দর করে দিয়েছেন।

আশা করি পবিত্র রমজানে আপনার সাইটকে রমজানের সাজে সাজিয়ে নিতে প্লাগীন এবং স্ক্রিপ্টটা আপনাদের কাজে লাগবে। smile প্লাগীন ইনস্টলে কিংবা কোড বসাতে গিয়ে কারও কোন সমস্যা হলে আমাকে টিউমেন্টে জানাবেন।
বিঃদ্রঃ প্রতিদিন ইফতারের পর পরবর্তি দিনের সেহরী ও ইফতারের সময় আপডেট হবে।

Level 0

আমি জাবেদ ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

@ জাবেদ ভূঁইয়া :

ভাই, সাইটে বসানোর জন্য সেহরী ইফতারের সময়সূচির কোডটি দয়া করে প্লগিন করে তারপরে দিন।

কোড কি ভাবে এবং কোথায় বসাতে হয়, সেটা বুঝতেই পারছি না।
তাছাড়া কোডের বিষয়টা আমার ভিষণ ঝামেলার মনে হয়।

    @mahfuz08: সাইট ওয়ার্ডপ্রেস হলে কোডের কোন দরকার নেই। প্লাগীনেই সব দেয়া আছে।

Level 0

@ জাবেদ ভূঁইয়া :

আচ্ছা আমি এই মাত্র প্লাগীনটি বসিয়ে দেখলাম যে তাতে দুটো জিনিসই ঠিকঠাক রয়েছে।

একটা বিষয় জানতে ইচ্ছে করছে, সেটা হলো আল কোরআনের কয়টি বানী ওই প্লাগীনে রয়েছে?
আর রোজার শেষে ওই সময়সূচিটি কি ভাবে কাজ করবে?

    @mahfuz08: আয়াত সংখ্যা গুণে জানাচ্ছি। রমজানের শেষে ঈদের দিন ঈদ শুভেচ্ছা দেখাবে তারপর সময়সূচি চলে যাবে। শুধু কোরআনের আয়াত থাকবে তখন।

Level 0

@ জাবেদ ভূঁইয়া :

ভাই, বুঝলাম যে ঈদ শুভেচ্ছা দেখাবে তারপর সময়সূচি চলে যাবে।

কিন্তু পরবর্তী রমজান মাসে কি এটা আপনা থেকেই কাজ শুরু করবে নাকি অন্য কিছু করতে হবে?

আর ডিসপ্লেতে আয়াত এক সাথে ১টি মাত্র আয়াত চলতে থাকে, এই সংখ্যা কি ভাবে বাড়ানো যায়?

যদি নতুন কোন আয়াত যোগ করতে চাই, তাহলে সেটা কি ভাবে করা যাবে?

আজ ৩:৪৫ মিনিটে ওয়েবসাই খুলে দেখলাম যে, প্লাগিনটি কোন কাজই করছে না। তো কি করা যায়?

    @mahfuz08: প্লাগীনটি মূলত জাভাস্ক্রিপ করা। আর জাভাস্ক্রিপ্ট কন্ট্রোলারটা আমার সাইটে হোস্ট করা। সার্ভার পরিবর্তনের কারণে সাইটটা বন্ধ আছে। ৬ঘন্টার মধ্যেই ঠিক হয়ে যাবে।

Level 0

@ জাবেদ ভূঁইয়া :

আমার ইচ্ছে যে আমার সাইটে প্রতিদিনই সেই দিনকে নিয়ে কি কি রয়েছে সেটা দেখা যাক।

যেমনঃ আজ কোন বিশেষ দিবস (জাতীয়, ধর্মীয়, আন্তর্যাতিক) কিনা বা কোন বিশিষ্ট মানুষের জন্মদিন কিনা বা সেই দিনে কি কি বিশেষ ঐতিহাসিক ঘটনা রয়েছে কিনা সেটা অটোমেটিক ভেসে উঠবে।

আর প্লাগীনটি এমন হতে হবে যাতে সহজে নিজে নিজে উক্ত প্লাগীনের সেটিংয়ে যেয়ে এতে তথ্য এডিট করা যায় বা নতুন তথ্য যোগ করা যায়।

আর প্লাগীনটির ভাষা যেন ইংরেজী বা বাংলায় ইচ্ছে মত চেন্জ করা যায়।
এটা অবশ্য অপশনাল।

আপনার আল-কোরআনের বানীর প্লাগীনের সমস্যা যেমন আপনার সাইট অচল হয়ে গেলে প্লাগীনটিও অচল হয়ে যায়, এমনটা যেন না হয়।

আপনার জানা মতে এমন কি কোন প্লাগীন আছে?
অথবা, আপনি কি এমন প্লাগীন আমাদের সকল বাংলাদেশী ব্লগার ভাইদের জন্য বিনা মূল্যে তৈরি করে দিতে পারেন?