স্বাগতম!
আপনারা জানেন বিভিন্ন সাইটে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে রাইট ক্লিক মেনু (কনটেক্সট মেনু) ডিজেবল করে দেয়া থাকে। আবার কখনো কখনো "Ctrl+U" কমান্ড বা ওয়েবসাইটের সোর্স দেখার অপশনটি বন্ধ করা থাকে। একাজে ব্যবহার হয় জাভাস্ক্রিপ্ট। আপনি যদি জাভাস্ক্রি্ট ব্রাউজারের জাভস্ক্রিপ্ট ডিজেবল করে সেই সাইটে প্রবেশের চেষ্টা করেন তখন কোন কোন সাইটের ক্ষেত্রে দেখা যায় যে তারা তাদের কনটেন্ট শো করে না। কিন্তু আপনি যদি ওয়েব ডিজাইনার হন তবে আপনার সেই সাইটের সোর্স দেখার কৌতুহল থাকা অস্বাভাবিক নয়! 😛 সেক্ষেত্রে আপনি নিচের পদ্ধতি অনুসরণ করে সেই সাইটের জাভাস্ক্রিপ্ট কপিরাইট প্রোটেকশনকে সহজেই কাঁচকলা দেখাতে পারেন! 😎
প্রথমে আপনার ব্রাউজার অন করুন।
ব্রাউজারের অ্যাড্রেসবারে লিখুন: view-source:http://www.facebook.com
আপনার নেট কানেকশন ভাল হলে ২/৪ সেকেন্ডেই সাইটের সোর্স চলে আসবে।
আপনি আপনার ক্ষেত্রে যে কোন অ্যাড্রেস ব্যবহার করতে পারেন। আমি আমার ক্ষেত্রে ফেসবুককে ব্যবহার করেছি।
ব্যস হয়ে গেল জাভাস্ক্রিপ্টকে কাঁচকলা দেখানো! 😀
আমি Nabil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thank you 😀