জাভা প্রোগ্রামিং নিয়ে নতুন টিউটোরিয়াল তৈরি করছি। অনেকেরই ইচ্ছা থাকে একজন ভাল প্রোগ্রামার হওয়ার কিন্তু অনেক সময় ভাল ধারণা না থাকায় কিম্বা খুব কঠিন ভেবে ইচ্ছা হারিয়ে ফেলে। প্রোগ্রামিং শেখার জন্যে যে অনেক কিছু আগে থেকে জানতে হবে সেটা কিন্তু না। প্রোগ্রামিং একটি কম্পিউটারের ভাষা। আমরা যেমন ইচ্ছা থাকলেই যেকোনো ভাষা শিখতে পারি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিক তেমনি। খুব সহজেই এটাতে অনেক বেশি ভাল হওয়া যায় যদি ইচ্ছা আর সেখার আগ্রহ থাকে। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং বহুল ভাবে এটার ব্যবহার।
প্রথম পর্ব হিসেবে জাভা কি? এটার গুরুত্ত।জাভা প্রগামিং এর জন্য যে অ্যাপ্লিকেশন গুলো লাগবে যেমন sdk eeclipse সেই সাথে কিভাবে আমরা প্রোগ্রাম তৈরি করতে পারব তার বেসিক বিষয় গুলো নিয়ে এই পর্ব সাজানো।প্রত্যেকটা পার্ট সহজ ভাবে আলোচনা করার চেষ্টা করেছি একটু আর একটা বিষয় মনে রাখতে হবে যেটা আমি সব সময়ই বলি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ ভাল হতে হলে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তাছাড়া পারদর্শী হওয়া খুব কঠিন হবে।
এই পর্বটি বুঝতে সমস্যা হলে টিউমেন্ট করেও জানাতে পারেন। কোন সমস্যা হলে আমি সেটা পরবর্তী তিউতরিয়ালে আলচনা করে সমস্যা সমাধান দিয়ে দেব। আর অবসস্যই টিউমেন্ট করবেন টিউটোরিয়াল গুলো বুঝতে পারছেন কিনা সেটা ক্লিয়ার হওয়া যাবে।
ভিডিও টিউটোরিয়ালটি দেখতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন।
শিখে নিন জাভা প্রোগ্রামিং পর্ব [০১]ঃ java introduction, installing JDK and Eclipse
ফেসবুকে আমি ঃ Mustakim Billah Hemel
সৌজন্যে ঃ সায়েন্সটেক
আমি মুসতাকিম বিল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।