কোর জাভা (Core Java) বাংলা টিউটোরিয়াল – (পর্ব -০৭)

টিউন বিভাগ জাভা
প্রকাশিত

হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভাল আছেন। আপনাদের জন্য নিয়ে আসছি ধারাবাহিক ৭৩ পর্বের কোর জাভা বাংলা টিউটোরিয়াল।

আমরা অনেকেই আছি যারা জাভা প্রোগ্রামিং শিখতে চাই কিন্তু এ সম্পর্কে অনেকেরই একধরনের ভীতি কাজ করে। কারণ অসংখ্য বই, ওয়েবসাইট এবং ভিডিও টিউটোরিয়াল দেখেও অনেক বিষয় সম্পর্কে পরিস্কার ধারণা পাওয়া যায় না। এর কারণ হিসেবে বলা যেতে পারে অগোছালো টিউটোরিয়াল, ধারাবাহিকতার অভাব এবং মূল বক্তব্য বিহীন ও সুনির্দিস্ট উদাহরনের অভাব, সর্বোপরি বাংলা ভাষায় ভাল মানের টিউটোরিয়াল নেই বললেই চলে। তাই অনেকেই উপলব্ধি করি যে, হাতের কাছে এমন যদি কেউ থাকত যিনি একজন টিউটরের মত সব বিষয়গুলোকে সুন্দরভাবে বুঝিয়ে দিতেন!

এমন চিন্তা থেকেই প্রোগ্রামার আব্দুল বারী স্যার শুরু করেছেন প্রজেক্ট ভিত্তিক জাভা কোর্স। এখানে কোর জাভা প্রোগ্রামিং এর উপর সহজ উদাহরণের মাধ্যমে সুদীর্ঘ সাত বছরের শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে বাংলা ভাষায় প্রজেক্ট ভিত্তিক ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছেন।

আব্দুল বারী স্যার একজন SUN Certified Java Programmer এবং দীর্ঘ ৭ বছর যাবত Core Java, Advanced Java-swing, JDBC, JSP, Servlet, JSTL, JSF, Struts, Hibernate, Spring, Jasper Report, Oracle, MySQL, Android ইত্যাদি বিষয়ের উপর একটি সুপ্রতিষ্ঠিত আইটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। তাই এই সিরিজের টিউটোরিয়ালগুলো আপনাদের জাভা প্রোগ্রামিং এর ভীতি দূর করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা রাখি। যারা কম্পিউটার সাইন্স এ পড়াশোনা করছেন, যারা সফটওয়্যার ডেভেলপার হতে আগ্রহী, যারা জাভা সার্ভার সাইড প্রোগ্রামিং শিখতে আগ্রহী তাদের জন্য এই টিউটোরিয়াল সিরিজ। তাহলে আসুন শুরু করা যাক।

এই পর্বে আমরা বিস্তারিত জানতে পারব-

  • জাভাতে bitwise operator এর ব্যবহার

কোর জাভা (Core Java) বাংলা টিউটোরিয়াল - (পর্ব -০১)
কোর জাভা (Core Java) বাংলা টিউটোরিয়াল - (পর্ব -০২)
কোর জাভা (Core Java) বাংলা টিউটোরিয়াল - (পর্ব -০৩)
কোর জাভা (Core Java) বাংলা টিউটোরিয়াল - (পর্ব -০৪)
কোর জাভা (Core Java) বাংলা টিউটোরিয়াল - (পর্ব -০৫)
কোর জাভা (Core Java) বাংলা টিউটোরিয়াল - (পর্ব -০৬)
অন্যান্য টিউটোরিয়াল

Level 0

আমি আরিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks For Sharing

Level 0

thank you bro…Carry on

Level 0

vhai apnio pother mazhe harie galen naki?
keu i regularly kichu kore na etai sobchaite dukher bapar