কখনো কি অবজেক্ট আসলে কি এইটা নিয়ে ভেবেছি ?

টিউন বিভাগ জাভা
প্রকাশিত

একটা কালো বিলাই এর কথা চিন্তা করি চলুন । সবার মাথাতে হয়তো একটু হলে ও কালো বিড়াল না হোক সাদা বিড়াল এর ধারনা চলে আসছে । যদি আপনার ইমেজ প্রোসেসিং মেমোরি ওতোটা খারাপ না হয় ।

আমার এখন একটা কালো বিড়াল অবজেক্ট লাগবে কারন আমি জাভা প্রোগ্রামে একটা সাদা বিড়াল রেখে দিয়েছি যার সাথে কালো বিড়ালের বিবাহ দিবো ।

ওকে রিয়াল লাইফ এর কালো বিড়াল তো আর আমি ধরে কম্পাইলার এর কাছে নিয়ে যাইতে পারবো না । তাই চলুন একটা কালো বিড়াল এর কালার ছবি তুলি এবং একে জাভা প্রোগ্রামের মাধ্যমে জীবন্ত করে তুলি ।

কালো বিড়ালঃ

প্রথম প্রশ্নঃ কালো বিড়াল দেখতে কেমন ? একটা বিড়ালের আসলে কি কি বৈশিষ্ট থাকলে
তাকে অমরা কালো বিড়াল বলবো ?

< তোমার কি আছে ? >

উত্তরঃ
পাঃ চারখানা
লেজঃ একখানা
কানঃ দুইখানা
নাকঃ একখানা
চোখের কালারঃ বাদামী
স্কিন কালারঃ কালো

দ্বিতীয় প্রশ্নঃ কালো বিড়াল কি করে ?
< তুমি কি করো ? >

উত্তরঃ

খায় ()
ঘুমায় ()
ইঁদুর ধরে ()
প্রেম করে ()
মুভি দেখে ()

উপরের এই প্রশ্নের উত্তর গুলো একসাথে করলে কি দ্বারায় ?

অবজকেক্ট কালোবিড়ালঃ

পাঃ চারখানা
লেজঃ একখানা
কানঃ দুইখানা
নাকঃ একখানা
চোখের কালারঃ বাদামী
স্কিন কালারঃ কালো
খায় ()
ঘুমায় ()
ইঁদুর ধরে ()
প্রেম করে ()
মুভি দেখে ()

এই হইলো আমাদের সেই প্রতীক্ষিত কালো বিড়াল এর অবজেক্ট যা কিনা আসলে আসলে কালো
বিড়াল এর একটি জীবন্ত ছবি ।

তাহলে ব্যাপার টা হইলো যে ম্যায়া বিবাহ করতে গেলে কন্যার পিঁতা প্রশ্ন করবে
১ তোমার কি আছে ? ( বৈশিষ্ট্য )
২ তুমি কি কর ( কাজ )

ইংলিশ এ বললে যা হয় ঃ

1 What kind of attribute Do you have ?

2 What do you do actually ?

And we know that all kinds of attribute is called Noun in English and All kinds of work done is verb .

And in Java :

Noun == Variables
Verbs == Methods

So we can say An object is a collection of Noun and Verbs that every
substances own in this real world

আমার মতে এই হলো অবজেক্ট ।। আপনি ও চেস্টা করে দেখতে পারেন কলম থেকে শুরু করে আপনার প্রেমিকা , সব কিছুর অবজেক্ট অতি সহজে বের করে ফেলতে পারবেন ।।

ধন্যবাদ
আপনাদের অবজেক্ট সম্পর্কে মতামত আশা করছি    ।

টিউন টি  প্রথমে প্রকাশিত হওয় এই ঠিকানায় 

 

 

Level 0

আমি অলি আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অবজেক্ট ওরিয়েন্টেড যেকোন প্রোগ্রামিং এর ক্ষেত্রে বাস্তবের সাথে ভিত্তি করে প্রাথমিক ভাবে এই ধারনা দেয়া হয়। তবে সবচেয়ে বেশি মজার উদাহরন হলো “ইনহেরিটন্স” টা । এটা চরম লাগে!!!

ভাল হয়েছে।

Level 0

সুন্দর সুন্দর