আসসালামু আলাইকুম কেমন আসেন সবাই। আসলে আমি এখন গ্রাম এ আছি তাই পিসি তে নেট না থাকার জন্য পোস্ট
করতে পারছি না। সামনের মাস থেকে নিয়মিত পোস্ট করব।
আজ আপানদের সাথে যে টিপস টা শেয়ার করব সেটা হল কি ভাবে জাভা ফোন দিএ ব্লগার এর সাইট এ পোস্ট করা
জাই। আসুন দেখি।
প্রথম এ নিচের লিঙ্ক এ যান
Blog This!
.................................।।
এখন আপনার যদি ওই অ্যাকাউন্ট এ ১ এর অধিক সাইট থাকে তাহলে নিচের মত ড্রপ দাউন মেনু থেকে যেই সাইট এ
পোস্ট করতে চাসসেন সেটা সিলেক্ট করুন।
এখন নিচের মত করে পোস্ট এর টাইটেল দিন।
এখন নিচের মত ২ টা অপশন পাবেন Compose & Edit HTML এখান থেকে আপনার পসন্দ মত অপশন
সিলেক্ট করুন।
নিচের টা দেখুন।, এখানে অনেক গুলা অপশন আছে যে গুলা ব্যবহার করে আপনার পোস্ট সুন্দর করতে পারবেন।
এখন নিচের বক্স এ আপনার পোস্ট লিখুন।
NB: এখানে বলে রাখা ভালো যে পোস্ট কিন্তু HTML কোড এ লিখবেন। জেমনঃ যদি কোন লিঙ্ক দিতে চান তাহলে
নিচের মত HTML কোড এ দিবেন।
<a+ href=+"http://yourlink">Your Text<+/a>
remove + from code
সব থিক থাক থাকলে Publish Post এ ক্লিক করে পোস্ট পাবলিশ করে ফেলুন।
আশা করি বুজতে পেরেসেন
পোস্ট এ যদি কোন ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করবেন আমি ঠিক করে দিব। ভালো থাকবেন আপনারা, নেক্সট পোস্ট
এ দেখা হবে।
পোস্ট টি পূর্বে প্রকাশিত হয়েছিল TipsTune24.Com এ
আমি সাগর আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 255 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Simple But Not Simple
টেকটিউনসে কি রেজিট্রেশন চালু হবে না |