আসসালামু আলাইকুম,
বন্ধুরা কেমন কাটছে রোজা আপনাদের ? আশাকরি আলহামদুলিল্লাহ্ আল্লার রহমতে ভালোই কাটছে ।এখন চলছে রমজান অর্থাৎ বরকতের মাস । আর রমজানের মত এই বরকত মই মাসে আমাদের প্রয়োজন বেশি বেশি করে জিকির আজগার । হয়তবা আমার মত অনেকেরই মুখস্থ না থাকার কারণে তা সম্ভব হয় না । কিন্তু যদি থাকে বাংলা অর্থ সহ বাংলা উচ্চারনের একটি দোয়ার বই আমাদের পকেটে, আমাদের জাভা মোবাইলে তাহলে কেমন হয় । এই কথা চিন্তা করে আমরা শেখ আব্দুররাজ্জাক বিন ইউসুফ সাহেবের "আইনি রসূল (সঃ) এর দোওয়া অধ্যায়" এই বইখানা জাভাই রূপান্তর করেছি । আর সেটিই রমজান উপলক্ষে আপনাদের সঙ্গে শেয়ার করার বাসনা নিয়ে আমার এই টিউন । এটি আমাদের জাভা তৈরির প্রথম অভিজ্ঞতা । তাই কোন ত্রুটি লক্ষ করলে ছট ভাই হিসাবে ক্ষমা করবেন । এবং পরামর্শ দেবেন যাতে সংশোধন করতে পারি । আর হাঁ আরও একটি কথা আরবিকে ইউনিকোডে কনভার্ট করার কৌশল না জানার কারণে আরবি অ্যাড আমাদের পক্ষে সম্ভব হয়নি । কারো জানা থকলে অবশ্যই বলবেন । যতে করে পরবর্তীতে যোগ করতে পারি । বইটিতে সূচীপত্রের মাধ্যমে যাতে সহজে নিজের কাম্য দোওয়াটি খুঁজে পান তার চেষ্টা করা হয়েছে । তাহলে আর দেরি না করে চলুন ডাউনলোড করা যাক ।
আরে দাঁড়ান আরেকটি গুরুত্বপূর্ণ কথা তো বলাই হয়নি, দুঃখিত এটি অবশ্য আমার শেষ কথা । বইটি একমাত্র বাংলা সাপোর্ট মোবাইলেই সাপোর্ট করবে । তাই কারো মোবাইলে পড়া না গেলে গালি দিয়েন না । নিচে ডাউনলোড লিঙ্ক দেওয়া হল ।
ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ " এসো ইসলামের পথে " তে লাইক দিন
***ফেসবুকে আমি ও আমার বন্ধু সারফুল***
আমি নাসিম ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Alhamdulillah. eto sundor ekta pdf ebook deyar jonne.