আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি যে টপিকটি নিয়ে কথা বলব তাহল Array। যেকোন প্রগ্রামিং লাঙ্গুয়েজই Array বেশ গুরুত্যপুর্ন একটি জিনিস। আগেই Array এর গুরুত্য কি তা আমরা জেনে নেই।
public class facebook { public static void main(String[] args) { int a,b,c; a=10; b=30; c=a+b; System.out.println("Sum is:" + c); } }
উপরের প্রোগ্রামটি লহ্ম্য করি। এখানে প্রথমে ৩ টি ভেরিয়েবল ডিক্লায়ার করা হয়েছে । পরবর্তিতে এদের মধ্যে ২ টিতে মান নিয়ে এদের যোগফল ৩য় ভেরিয়েবল এ রাখা হয়েছে। খুবই সাধারান একটা প্রোগ্রাম।
কিন্ত এখন কেউ যদি আপনাকে বলে যে ১০১ টি ভেরিয়েবল ডিক্লায়ার কর এবং ১০০ টি ভেরিয়েবলে ইনপুটের সাহায্যে মান নিয়ে এদের যোগফল ১০১ তম ভেরিয়েবল এ রাখুন। তাহলে ১০১ টি ভেরিয়েবল ডিক্লায়ার করতে করতে ১২ টা বেজে যাবে। চিন্তার কোন কারন নেই।আমাদের আছে Array। Array হল Sequence of variable । একসাথে অনেক গুলো ভেরিয়েবল একবারেই ডিক্লায়ার করা যায়। এই যেমন আমি যদি লিখি :
int[] anArray; // allocates memory for 10 integers anArray = new int[10];
তাহলে int টাইপের ১০ টা ভেরিয়েবল ডিক্লয়ার হয়ে গেছে। সোজা না??এবার আসুন আরেকটু ভিতরে যাই। আগের প্রোগ্রামটি যেখানে শুধু Array ডিক্লায়ার করেছিলাম ওইটাই আরেকটু মোডিফাই করি।নিচের প্রোগ্রামটি দেখুনঃ
int[] anArray; // allocates memory for 10 integers anArray = new int[10]; // initialize first element anArray[0]=100;
এখানে int টাইপের ১০ টা ভেরিয়েবল ডিক্লয়ার হয়েছে। পরের লাইনে মান বসানো হয়েছে। মনে রাখতে হবে যে আমরা যেই Array টা ডিক্লায়ার করে ছিলাম তার প্রথম Address টা ০ তারপরের আড্রেস টা হল 1 এভাবে করতে করতে শেস Address টা হবে 9 এরকম কোন একটা Array এর ভিতর প্রতিটা Address কে index বলে। আমাদের এই
Array এর সাইজ কত বলতে পারবেন? আমি এখানে সাইজ বলতে বুঝাতে চেয়েছি দৈর্ঘ্য কত? সোজা হিসাব ১০, কারন আমরা ১০ সাইজের একটা Array ডিক্লায়ার করেছিলাম। মানে এই Array টা তে আমরা সর্বচ্চ ১০ টি মান রাখতে পারব।এবং তাদের Address হবে ০-৯ পর্যন্ত। নিচের ছবিটি দেখি তাহলে অনেক কিছু পরিস্কার হয়ে যাবেঃ
এবার আসুন Array দিয়ে ঝটপট একটি পুর্ন প্রোগ্রাম দেখে ফেলিঃ
class ArrayDemo { public static void main(String[] args) { // declares an array of integers int[] anArray; // allocates memory for 10 integers anArray = new int[10]; // initialize first element anArray[0] = 100; // initialize second element anArray[1] = 200; // etc. anArray[2] = 300; anArray[3] = 400; anArray[4] = 500; anArray[5] = 600; anArray[6] = 700; anArray[7] = 800; anArray[8] = 900; anArray[9] = 1000; System.out.println("Element at index 0: " + anArray[0]); System.out.println("Element at index 1: " + anArray[1]); System.out.println("Element at index 2: " + anArray[2]); System.out.println("Element at index 3: " + anArray[3]); System.out.println("Element at index 4: " + anArray[4]); System.out.println("Element at index 5: " + anArray[5]); System.out.println("Element at index 6: " + anArray[6]); System.out.println("Element at index 7: " + anArray[7]); System.out.println("Element at index 8: " + anArray[8]); System.out.println("Element at index 9: " + anArray[9]); } }
প্রোগ্রামটা খুবই সোজা ১০ সাইজের একটি Array ডিক্লায়ার করা হয়েছে এবং এদের মান বসানো হয়েছে index অনুসারে পরে এই সব মান আবার আউটপুট করা হয়েছে। প্রোগ্রামটির আউটপুট নিচের মত আসবেঃ
Element at index 0: 100
Element at index 1: 200
Element at index 2: 300
Element at index 3: 400
Element at index 4: 500
Element at index 5: 600
Element at index 6: 700
Element at index 7: 800
Element at index 8: 900
Element at index 9: 1000
এবার নিচের প্রব্লেমটি চেস্টা করুনঃ
১)একটা ১০ সাইজের array ডিক্লয়ার করুন।এদের মধ্যে ১০ টি আপনি নিজে ইনপুট নিন এবং এদের যোগফল আউপুট করুন।
আজ এ পর্যন্তই। আর একটা কথা টিউটরিয়াল এর কিছু বুঝতে না পারলে অবশ্যই জানাবেন।আমি ইনশাল্লাহ আপনাদের সাহায্য করার যথা সাধ্য চেস্টা করব।
সবাই ভাল থাকবেন।
আমি wahid63। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই যেই practice টা করতে দিলেন সেইটার scan নিতে পারলাম কিন্তু যোগ করে যোগফল অন্য এক index
এ রাখব কিভাবে ????? একটু সাহায্য করেন ভাই 🙂