সেরা প্রোগ্রামিং জাভা প্রোগ্রামিং [পর্ব-০২] :: জাভা এবং এডিটর ইন্সটল দেয়া

টিউন বিভাগ জাভা
প্রকাশিত

সেরা প্রোগ্রামিং জাভা প্রোগ্রামিং

আসসালামুআলাইকুম আসা করি সবাই ভালো আছেন। কথা না বাড়িয়ে কাজে আসি। আমরা প্রথমেই জাভা ইন্সটল করে নেই।এর জন্য আমারা যেই সেটাপ ফাইল্টি ডাউনলোড করেছিলাম তার .EXE ফাইল টি ক্লিক করি। তারপর নরমাল ইন্সটল এর মত ইন্সটল করি। ইন্সটল হল কিনা তা দেখার জন্য Command Promt এ যান সেখানে গিয়ে লিখুন জাভা। যদি নিচের মত কিছু দেখতে পান তাহলে আপানার কম্পিউটারে জাভা সঠিক ভাবে ইন্সটল নিয়েছে।

 

অন্যথা আপনাকে ইনভারন্মেন্ট ভেরিয়েবল ঠিক করতে হবে।এর জন্য আপনাকে “My computer” icon এর উপর রাইট ক্লিক করতে হবে।সেখান থেকে প্রপারটিজ এ ক্লিক করুন। তারপর বামপাশের সারি থেকে “Advanced system settings” e ক্লিক করুন। তারপর নিচের মত একটা উইন্ডো আসবে তাহতে “Environment variable” এ ক্লিক করুন। নিচের মত উইন্ডো থেকে path কে সিলেক্ট করুন।

এবার আপনি আপানার কম্পিউটারে যেখানে জাভা ইন্সটল দিয়েছেন ওই ফোলডারে ঢুকুন। তারপর Bin Folder এ ক্লিক করুন। এবার আপনার মাউস এর কার্সরটি নিয়ে নিচের ছবির মত জায়গায় একটি মাত্র ক্লিক করুন।

এখন পুরো URL  টি কপি করে path এর একেবারে শেষে বসিয়ে দিন। এবার খালি ok প্রেস করে বেরিয়ে আসুন। এখন আপনার কম্পিউটার জাভা কম্পিটেবল হয়ে গেছে।

এখন আসি IDE ইন্সটল এর পালা। Eclipse  ডাউনলোডের জন্য http://www.eclipse.org/downloads/এ গিয়ে Eclipse Classic অথবা Eclipse IDE for Java Developers দুইটার যে কোন একটা ডাউনলোড করে নিন। একটা zip ফাইল ডাউনলোড হবে। তা আনজিপ করে যেকোন জাগায় রাখলেই Eclipse দিয়ে কোড লেখার জন্য রেডি হয়ে যাবে। eclipse.exe ওপেন করলে আপনাকে Workspace দেখাতে বলবে। Workspace ডিফল্ট রাখতে চাইলে ওকে করুন অথবা আপনি অন্য আরেকটা ফোল্ডার দেখিয়ে দিয়ে ওকে করুন। ব্যাস ,আপনি এখন জাভা কোডিং এর জন্য পুরুপুরি প্রস্তুত।

ইনশাআল্লাহ আগামি পর্বথেকে আমরা জাভা কোডিং এ হাত দিব।সবাই ভাল থাকবেন।

Level 0

আমি wahid63। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

sondhor hoyese vai poroborti tuner ashay roilam. thanks

Level 0

valo hoise vai .. but apni prottekta post er shuru te ager tutorial gular link dile valo hoe .. valo thakben

Level 0

AK JAIGAI BOLACAN ECLIPSE DOWNLD KORA KAJ KORTA R ONNO JAIGAY J CREATOR E SESH KORACN AKTU BUJHIYA BOLBAN NA AMRA SOBAI KE APNAR MOTO SPECIALIST ….BUT SO THANKS FOR UR TUNEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEE

Level 0

ami windows 7 bybohar kori, java se er link deben?

      Level 0

      @wahid63: ধন্যবাদ। আমার অনেক দিন ধরে জাভা শেখার ইচ্ছে ছিল। কারন আমি মোবাইল রিপেয়ারিং পেশায় আছি। মোবাইলের জন্য জাভা application বা game কি করে প্রোগ্রাম করব , তার guide ও যদি দিতেন খুব ভাল হত।

        Level 0

        @n2roy: ভাই আপনার আগে ভাল মত জাভা শিখতে হবে তারপর আপনি Java এর J2 ME টা দেখতে পারেন। আসলে জাভা মোবাইল এর অ্যাপ্লিকেশন গুলো J2 ME দিয়েই তৈরী। কিন্তু এর আগে আপনাকে অবশ্যই জাভা জানতে হবে ভাল ভাবে। 😀

Level 0

ভাই জাফর,আমি আমার কোন পর্বের টিউনেই J creator এর কথা বলি নাই। আমি eclipse এর কথাই বার বার বলে আসছি।

Level 0

eclipse er kon version ta namabo? EE na IDE, bujhte parchina, java se install kora hoyegeche.. eboy DOS e test o kore deklhlam.

    Level 0

    @n2roy: eclipse classic ta ডাউনলোড করেন ভাই .

Level 0

javar jonno ki kono bangla EBOOK aache?

    Level 0

    @n2roy: আমি বলতে পারবনা ভাই ।