নির্দিস্ট একটা সাইট থেকে বিভিন্ন সাইটের প্রোফাইল ফটো কিভাবে পরিবর্তন করব?


অনেকদিন পর টেকটিউনস-এ আসলাম একটা প্রশ্ন নিয়ে। সেই ২০১১-এ এখানে রেগুলার টিউনার ছিলাম। সেসময়ই এক টিউন থেকে কোনো এক ওয়েব সাইটের সন্ধান পেয়েছিলাম যেখানে জিমেইল দিয়ে লগইন করে প্রোফাইল ফটো দিলে মোটামোটি অনেক সাইটে ওই একই ছবি প্রোফাইলে চলে আসে একাউন্ট তৈরি করার সাথে সাথে।
মানে ব্যাপারটা এমন যে -
- আমি ঐ সাইটে লগ-ইন করে একটা প্রোফাইল ফটো সিলেক্ট করব।
- এরপর ঐ জিমেইল দিয়ে অন্য র‍্যান্ডম কোন সাইটে একাউন্ট খুললে আলাদা করে প্রোফাইল ফটো দেয়া লাগেনা, এমনিতেই চলে আসে।

এখন আমি স্বাভাবিক ভাবেই সেই সাইটের নামটাই ভুলে গেছি যেখানে প্রফাইল ফটো সেট করেছিলাম। কারও জানা থাকলে জানাবেন, খুব উপকৃত হব।


দেখা
625
উত্তর
1
6 মাস 3 সপ্তাহ আগে