ফেসবুক ও জিমেইল সম্পর্কে সহযোগিতা চাই

ফেসবুক

আমার বন্ধুর একটা ফেসবুক আইডি তার জিমেইল দিয়ে খুলেছে কিন্তু পরে ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গিয়েছে তাই আইডি টা ফিরে আনতে পারছে না। সেই সাথে যখন সেই আইডি ফরগেট পাসওয়ার্ড করতে যাচ্ছে জিমেইল এ কোড যাচ্ছে, এখন যেই জিমেইল এ কোড যাচ্ছে সেই জিমেইল এর ও পাসওয়ার্ড ও মনে নেই, তারপর জিমেইল এর ফরগেট পাসওয়ার্ড করতে গেলে ফোন নাম্বারে কোড যাচ্ছে ফোন নাম্বারের কোড দিলেও পাসওয়ার্ড ফরগেট করা যাচ্ছে না, এই সমস্যা গুলোর সমাধান চাই দ্রুত।


দেখা
789
উত্তর
6
10 মাস 3 সপ্তাহ আগে

জিমেইল এর ফরগেট পাসওয়ার্ড করতে গেলে ফোন নাম্বারে কোড আসছে কী না?

    আসতেছে ভাইয়া।

      কোড দেবার পর জিমেইলে কী ম্যাসেজ দেখাচ্ছে স্ক্রিনসট https://prnt.sc/ তে আপলোড করে লিংক দিন।

        আপনাকে ইমেইল আইডি দিচ্ছি, যদি একটু নিজে চেষ্টা করে দাখে৷ তাহলে আমার জন্য ভালো হয়। সহযোগিতা করেন একটু।

          আপনি যেই লিংক দিছেন সেটাতে ঢোকার চেষ্টা করলাম ঢোকা যাচ্ছে না।

    জ্বি জিমেইল ফরগেট করতে গেলে যেই নাম্বার আড করা আছে সেই নাম্বারে কোড যাচ্ছে, কিন্তু কোড কিভাবে বসালে কাজ হবে সেটা আমরা পারছি না, আর কাজ ও হচ্ছে না।